(PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে Clock এবং Reset সিগন্যাল প্রদান) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৬।
PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে Reset সিগন্যাল প্রদান: PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে Reset সিগন্যাল প্রদানের জন্য নিচের সার্কিটটি ব্যবহৃত হয়। যখন মাইক্রোকন্ট্রোলারটিকে কার্যক্ষম করা হয় তখন এর Pin no 4 (MCLR) এ সবসময় +Ve করে রাখতে হয়। এজন্য 1kΩ রেজিস্টরের মাধ্যমে এই ভোল্টেজ প্রদান করা হয়। যখন মাইক্রোকন্ট্রোলারকে Reset করার প্রয়োজন হয় তখন Push Switch এর মাধ্যমে MCLR এ …