এক বছর পূর্ণ করলো টিউটরিয়ালবিডি

এক বছর পূর্ণ করলো টিউটরিয়ালবিডি। ২১শে ফেব্রুয়ারী ২০০৯ সালে হোস্টিং ওয়েবসাইট ডিজাইন করতে কিছুটা সময় পার হয়ে যায়।  ৪ মে ২০০৯ এই পোস্টের মাধ্যমে নব যাত্রা শুরু হলো বাংলাভাষাভাষী জ্ঞান পিপাসুদের সাইট টিউটরিয়ালবিডি। বিভিন্ন সময়ে সাইটের ডিজাইনে আসে নতুন নতুন পরিবর্তন, সংযোজন, বিয়োজন। প্রথমদিকে টিউটরিয়ালবিডির টেকনিক্যাল ও টিউটরিয়াল লেখাপর কাজ সবটাই আমাকে করতে হয়। অনেকের অনুপ্রেরণা,সমর্থন আর লেখালেখিতে এখন একটি মান সম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ পেতে যাচ্ছে টিউটরিয়ালবিডি।

আজকের হিসাব মতে টিউটরিয়ালবিডিতে

মোট সদস্য হয়েছেন: ৪৯৭ জন

মোট টিউটরিয়ালের সংখ্যা: ২২৯টি

মতামতের সংখ্যা: ৭৭২টি

মাসিক পেজভিউ:৮০০০(প্রায়)

সামাজিক নেটওয়ার্কে টিউটরিয়ালবিডি অবস্থান

১. প্রায়২০০+ সাইটে টিউটরিয়ালবিডির আরএসএস ফিড দেখা যাচ্ছে

২. ই-মেইলের মাধ্যমে ২৮২ জন নিয়মিত টিউটরিয়াল পাঠ করছেন।

৩. গুগল পেজ রেংক: ৩ (তিন)

৪.টিউটরিয়ালবিডি ফেসবুক পাতার সদস্য সংখ্যা: ৪৯৭ জন

৫.টিউটরিয়ালবিডির ফেসবুক দলের সদস্য: ২০১ জন

৬. টুইটারে অনুসারী:২০০ জন

টিউটরিয়ালবিডি এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে। এ পর্যন্ত সারভার একবারও ডাউন হয়নি। বা টেকনিক্যাল কোন সমস্যাও দেখা যায় নি। সাইটের সৌন্দর্য রক্ষা ও দ্রুত গতিতে পেজ আসা দুটি্‌ই মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে।

সবচেয়ে আকর্ষনীয় বেপার হচ্ছে- এখানকার লেখকরাই সাইটের অংশিদার , লেখকের মাঝে পোস্টের অনুপাতে অংশিদারিত্ব বন্টন করার ঘোষণা এয়া হয়েছে।

আশা করা যায় ফোরাম, ই-বই সহ আরও নতুন নতুন ফিচার নিয়ে হাজির হবো। ভাল থাকুন,টিউটরিয়ালবিডির সাথে থাকার জন্য অসংখ্য ধণ্যবাদ।

11 thoughts on “এক বছর পূর্ণ করলো টিউটরিয়ালবিডি”

  1. অভিনন্দন টিউটোরিয়াল বিডির সকল অংশগ্রন কারিকে
    টিউটোরিয়াল বিডি এগিয়ে চলুক এই কামনা করছি।

    1. @অনুপ, আশা করি এগিয়ে যাবে। জ্ঞানের আলো ছড়ানোর ক্ষুদ্র প্রচেস্টা একদিন বড় হবে। সাথে থাকুন। ভাল থাকুন।ধন্যবাদ অনুপ ভাই।

    1. @Fahmida Yasmin, অনেক ধন্যবাদ আপু। অনেকদিন পরে এলেন । ইদানিং কি লেখা লেখি কম হয় নাকি। আশা করি আপনার আরও নতুন টিউটরিয়াল পাব।

  2. সুলতানা

    এক বছর পূর্তিতে অভিনন্দন। আশা করি লক্ষ অর্জনে সফল হবে টিউটরিয়ালবিডি। এখানের সকল পাঠক,লেখক ও কারিগরি সহায়তাকারীদের অনেক ধন্যবাদ।

  3. হাঁটি হাঁটি পা পা করে এ বছর পেরিয়ে গেল টিউটোরিয়ালবিডি। অতিতের প্রাপ্তি বা অপ্রপ্তি যাই হোক না কেন সামনের সমৃদ্ধ ভবিষ্যত কমনা করছি।

  4. অনেক নতুন নতুন বিষয় চাই। সামহোয়ার ইন ব্লগ, টেকটিউন্স বিডি ডট কম ইত্যাদির মতো প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ সফ্টয়ার সংগ্রহ / লিংক চাই। বৈচিত্র্যপূর্ণ বিষয়ের সমাহার চাই। ধর্ম, দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতির পরষ্পরবিরোধী মতামতের সমাহার চাই। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লেখা চাই। ধন্যবাদ।

Leave a Comment