ফোরাম ও ব্লগকে একত্রিত করা

বেশ কিছুদিন ধরেই আমি ওয়ার্ডপ্রেস ব্লগের সাথে একটি ফোরাম অংশ চাচ্ছিলাম, টিউটরিয়াল অংশে সবার টিউটরিয়াল প্রকাশ করা বা মুক্তভাবে কথাবলতে বেশ কিছু সমস্যা থাকার কারনে বা ফোরামের জন্য অনেকের একটু বাড়তি আদর থাকায় নিজে একটি ফোরামের আয়োজন। একই সাইটের দুটি অংশ হওয়ায় কেউ হয়তো একাধিকবার রেজিস্ট্রেশন বা লগইন করতে চাইবে না। তাই এ সমস্যাটার একটা সমাধান খুজছিলাম।

ব্লগের মূলত: ইউজারের টেবিলের কিছু কিছু অংশ ফোরাম শেয়ার করলেই কাজটি সমাধান হয়।. আমি বেশ কিছু দিন আগে ওয়ার্ডপ্রেসের দুইটি প্লাগইন দেখতে পাই যা দিয়ে ব্লগে ফোরাম সংযোজনের সুন্দর ব্যবস্থা আছে।

ফোরাম প্লাগইন

সিম্পলপ্রেস : এটি একটি প্লাগইন যা সম্পূর্ণ একটি ফোরামের প্রায় সব ফিচারই আছে। এখানে প্রোফাইল ছবি আপলোড, ব্লগপোস্টকে ফোরামে প্রকাশ ইত্যাদির সহজ ডিজাইন রয়েছে। মূলত: ওয়ার্ডপ্রেসের একটি পাতায় চালু হয় ফোরামটি আর ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল থেকেই নিয়ন্ত্রন করা যায় একে। আমি নিজেও এটি ব্যবহার করেছ,দেখুন এখানে

যে সব ফোরাম ওয়ার্ডপ্রেসে যুক্ত করা যাবে

bbPress মূলত: ওয়ার্ডপ্রেস ডেভলপারতের উদ্যোগেই তৈরী হয়েছে। ।ওয়ার্ডপ্রসের সাথে এটি সংযোজনের জন্য যা দরকার তা রয়েছে এই পাতায়।

vBulletinমূলত: ১৬০ ডলারে বিক্রি হয়। এটিতে একসাথে ব্লগ আর ফোরামের সম্মিলন রয়েছে। ওয়ার্ডপ্রেসের সাথে এর সংযোজনের প্রক্রিয়া সম্পর্কে লেখা আছে এখানে

বলার অপেক্ষা রাখে না যে phpBB অত্যন্ত জনপ্রিয় একটি ফোরাম সিএমএস। এরটি প্রায় ১০/১২টি অন্যান্য সিএমএস এর সাথে সংযোজন করা হয়েছে। ওয়ার্ডপ্রেসের সাথে এর সংযোজন করবে wp-united

SMF এর ডেভলপাররা কাজ বন্ধ করে দিয়েছেন। তারা অবশ্য পরবর্তিতে একটি প্লাগইন ডেভলপ করেছেন যা ওয়ার্ডপ্রেসের সাইটে পাওয়া যায়।

Vanilla ফোরামের ওয়ার্ডপ্রেস কানেকশন পাবেন এখানে

PunBB এর ওয়ার্ডপ্রেস কানেকশনের জন্য দেখতে পারেন এখানে যা কাজ করবে কিনা সন্দেহ।

Phorum প্রায় দুই বছর ধরে আপডেট করা হয় নি। এখানে দেখুন এর ওয়ার্ডপ্রেস কানেকটিভিটি।

Invision এর ব্রিজ কানেকশনের জন্য এখানে ক্লিক করুন।

আপাতত: এইটুকুই। কিছু দিন পরে হয়তো টিউটরিয়ালবিডিতে আরও ভাল মানের ফোরাম কানেকশন দেখতে পাবেন।

8 thoughts on “ফোরাম ও ব্লগকে একত্রিত করা”

    1. @Rasel Ahmed,ধন্যবাদ, রাসেল।আমিও একটু সময় করো একটি ফোরামের ব্যবস্থা করবো । তবে আপাতত: পোস্টের সংখ্যা আর বাংলা বই এর সাইটটি (http://tutorialbd.com/book ) নিয়ে কাজ করতেছি। এটা শেষ করে ধরবো। আপনার নতুন সাইটটি বেশ ভাল হয়েছে..।

    1. @নিঝুমদ্বীপ, এটা নাকি আর চালু হবে না-এরকমই শুনেছি। সাইট বানাতে গেলে অনেকের সাথে বন্ধুত্ব হয় আবার অনেকের সাথে শত্রুতাও সৃষ্টি হয়। হয়তো এমন কিছু হয়েছে।

      আপনার সাইটের পোস্টে লিংক টিউটরিয়ালবিডিতে দিতে চাইলে দেতে পারেন,অনেক ভিজিটর পাবেন। এখানে গিয়ে লিংক জমা দিন

  1. টিউটো ভাই একটি বিষয় জানতে চাই আপনিত অনেকদিন হল blogspot নিয়ে কাজ করেন blogspot এ কি নিজের ইচ্ছামত টেমপ্লেট আপ করা যায়?

    1. @nijhumdip, হা,ব্লগস্পটের জন্য উপযুক্ত টেমপ্লেট খুব সহজেই আপলোড করা যায়,নিজের মতো করে ইডিট করা যায়। ধন্যবাদ।

  2. টিউটো ভাই ধন্যবাদ আপনাকে।ব্লগস্পটের জন্য টেমপ্লেট ফ্রী ডাউনলোড করাযায় আপনার জানা কোন লিংক আছেনাকি?যদি যানা থাকে তাহলে দিবেন দয়া করে।

    1. @নিঝুমদ্বীপ, আপনার কমেন্টের জবাব দিতে দিতে জান শেষ। অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পাওয়া যায়,গুগলরে বলেন কিছু টেমপ্লেট জোগার করে দিতে। তবে আমার কিছু পছন্দের টেম্প্লেটের মধ্যে নিচের লিংকটা দেখতে পারেন।
      http://blogger-templates.deceblog.net/themes/grey-press/
      এটা দিয়ে আমি একটা সাইট বানিয়েছি
      http://ielts24.co.cc

Leave a Comment