ইউটিউব ভিউ পাবার জন্য কিভাবে অটো ব্যাক লিংক করবেন ভিডিও

 

 

হ্যালো বন্ধুরা আমি নাহিদুল আলম অনিক।আজ আবার আপনাদের মাঝে হাজির হলাম।ইউটিউবে্র ভিডিও  কিভাবে অটো ব্যাকলিংক তৈরি করতে পারেন কয়েক সেকেন্ডে হাজার হাজার ব্যাক লিংক তৈরি করতে পারবেন অতি সহজে।ব্যাক লিংক তৈরি করার আগে চলুন দেখি নেই ,ব্যাকলিংক কেন দরকার

ব্যাকলিংক এর মানে হলো একটি সাইট থেকে আপনার সাইটের জন্য লিংক পাওয়া।মনে করুন আপনার একটি ওয়েব সাইট আছে এবং সেই সাইটের লিংকটি আপনি অন্য একটি সাইটে রাখলেন।তাহলে আপনি আপনার সাইটের জন্য একটি ব্যাকলিংক পাবেন সেই সাইট থেকে যেখানে আপনি আপনার সাইটের লিংক দিয়েছিলেন।

আপনার সাইট যদি A হয় এবং আপনি যে সাইটে আপনার সাইটের লিংকটি দিবেন সেটি যদি B হয় তাহলে ব্যাকলিং হিসাবে বলতে গেলে আপনি B সাইট থেকে একটি ব্যাকলিংক পেলেন।এভাবে আপনি আপনার সাইটের লিংক যতগুলো সাইটে দিবেন আপনি ততো ব্যাকলিংক পাবেন।আর সার্চ ইন্জিন অপটিমাজেশন এ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ধরা হয়।

অর্থ্যাৎ আমরা এক কথায় বলতে পারি যে’অন্য সাইট থেকে আমরা আমাদের নিজেদের সাইটে যে ইনকামিং লিংক পাই তাকে ব্যাকলিংক বলে”

বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে  কিভাবে এই ব্যাক লিংক তৈরি করবেন ।আপনাদের জন্য ইউটিউব ভিডিও ব্যাক লিংক করার জন্য একটি ভিডিও বানানো হয়েছে আপনারা সবাই এটা দেখে নেন ।আশা করি অতি সহজে বোঝতে পারবেন।

youtube auto back links

1 thought on “ইউটিউব ভিউ পাবার জন্য কিভাবে অটো ব্যাক লিংক করবেন ভিডিও”

  1. ইউটিউবে ভিডিও ভিউস বৃদ্ধি করার আপনার পদ্ধতিটি আমার অনেক ভাল লেগেছে।

    এই পদ্ধতিটি ব্যবহার করে সহজেই ইউটিউবে ভিডিও ভিউস বৃদ্ধি করা যায়অ।

    আপনার লেখাটির জন্য অনেক ধন্যবাদ

    prachurja

Leave a Comment