লেখক হোন

নিজেকে অনেকে লেখক মনে করে না। গল্পে বা আড্ডায় হয়তো জমিয়ে ফেলে। লিখে দেখুন না! কেমন হয় আপনার এলোমেলো চিন্তার আক্ষরিক রূপ। আর ওয়েবে ছেড়ে দিন, পাঠক পড়ুক। অনেকে যখন আপনার আইডিয়ার জিনিসটি পড়বে নিজের মনেই তৃপ্তি পাবেন।

টিউটোরিয়ালবিডি মান সম্পন্ন শিক্ষামূলক লেখা প্রকাশনার দারুন প্লাটফর্ম। টেকনোলজী, বিজ্ঞান বা স্বাস্থ্য বা অন্য যে কোন শিক্ষামূলক প্রকাশনা দিয়ে শুরু করতে পারেন আপনার লেখুনী।

প্রাথমিক ভাবে আপনি যে সুবিধা পাবেন

  • ১. আপনার লেখা প্রকাশ হবে এবং অনেক অনেক শেয়ার হয়ে অনেকের কাছে চলে যাবে। আমাদের প্রায় ২০০০ এর মতো ই-মেইল সাবস্ক্রাইবার আছে, তাদের কাছে চলে যাবে আনপার লেখা। ফেসবুকে ২৫০০০ এর মতো ফ্যান সদস্য আছেন তাদের কাছে চলে যাবে আপনার লেখা। গুগলে র‌্যাংকিং ভাল তাই সার্চ করলে চলে আসতে পারে আপনার লেখা।
  • আপনার লেখা আমাদের ট্যাকনিক্যাল টীমের পছন্দ হয়ে গেলে আপনি হয়তো পেইড লেখকের তালিকায় চলে আসতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে সম্মানী দেওয়ার ব্যবস্থা রয়েছে। পেইড লেখা প্রিমিয়াম পাঠকদের জন্য নির্ধারিত হবে। আপনার লেখা পেইড না হলে সব পাঠকরাই তা পড়তে পারবেন।

তাহলে শুরু করতে পারেন লেখা লেখি।

লেখার মানের ব্যাপারেঃ

এখন টিউটোরিয়ালবিডিতে লেখার মান বেশ ভালভাবে যাচাই করা হয়।

  • সাধানতঃ ১০০০ এ বেশি শব্দের আর্টিকেলকে আমরা গ্রহণ করে থাকি। লেখার মান ভাল হলেও ৫০০ শব্দের নিচের লেখা এখন গ্রহণ করা হয় না।
  • অন্যের লেখা প্রকাশ করা যাবে না। ছবি প্রকাশের ক্ষেত্রে সোর্স উল্লেখ করা উচিৎ।
  • আপনি চাইলে আপনার নিজের অন্য কোথাও পোস্ট থাকলে তা এখানে প্রকাশ করতে পারেন।

কিভাবে শুরু করবেন?

ফ্রি রেজিস্ট্রেশন করুন। টিউটোরিয়ালবিডি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী তাই পরিচিত একটি প্যানেল পাবেন।

Image by rawpixel from Pixabay