বাংলা ব্লগ বিজ্ঞাপন নেটওয়ার্ক

বাংলা ভাষার ওয়েবসাইটগুলোর প্রচারের জন্য এখনো কোন ভাল প্লাটফর্ম নাই। অনেকে বাংলাতে বিভিন্ন ব্লগ খুজে বেড়ায় অথচ হাতের কাছে পায় না। মুক্ত বুদ্ধি চর্চার জন্য অনেকেই বাংলায় ভাল ভাল ব্লগ খুলেছেন। সে গুলোকে ছড়িয়ে দিতে ছোট ছোট বাংলা ব্লগের সমন্বয়ে তৈরী করা হলো “বাংলা ব্লগ বিজ্ঞাপন নেটওয়ার্ক” এর কর্মৱকান্ডসম্পর্কে নিচে  আলোচনা করা হলো।

কর্মকান্ড

১. এই কমিউনিটিতে অংশগ্রহণকারীর ব্লগের প্রতিটি পোষ্টের নিচে একটি করে বিজ্ঞাপন সংযুক্ত থাকবে।

২.শুধু মাত্র কমিউনিটিতে অংশগ্রহনকারীদের সাইটের বিজ্ঞাপন থাকবে এখানে।

৩. বিজ্ঞাপনগুলোর জন্য ব্লগ মালিকগণ কোন টাকা পাবে না। বিজ্ঞাপন দেওয়ার জন্যও তাদের কাছ থেকে কোন টাকা নেওয়া হবে না।

৪. সাইটগুলোর জনপ্রিয়তার ভিত্তিতে সাইটগুলোতে বিজ্ঞাপন প্রকাশিত হবে। এক এক সময় সয়ংক্রিয়ভাবে এক একটি বিজ্ঞাপন প্রদর্শিত হবে।

৫. ডেমো দেখার জন্য টিউটোরিয়ালবিডির যে কোন পোষ্টের নিচের দিকের বিজ্ঞাপনটি দেখতে পারেন।

বিজ্ঞাপন দেওয়ার শর্ত

১. সাইটটি বাংলা ভাষার হতে হবে।

২. সাইটে অসামাজিক কোন লেখা বা কনটেন্ট থাকতে পারবে না।

৩. সাইটের প্রতিটি পোষ্টের নিচে বা সাইড বারে বিজ্ঞাপনটি প্রদর্শিত হতে হবে।  এ জন্য নিচের কোডটি সংযুক্ত করতে হবে।

<script language=”JavaScript” src=”https://tutorialbd.com/freeadds/call5.js”>
</script>
<p align=”center”><a href=”https://tutorialbd.com/?page_id=5517″>ফ্রি বিজ্ঞাপন নেটওয়ার্ক</a></p>

৪. info(at)TutorialBD(dot)com অথবা <a href=”http://www.facebook.com/mahbubpalash”>ফেসবুকে মেসেজ </a>দিয়ে জানিয়ে দিতে হবে-

ক.ওযেব সাইটের নাম

খ. বিজ্ঞাপনের ছবি ৪৬৮*৬০ পিক্সেল ব্যানার

গ.বিজ্ঞাপন দাতার নাম।

৫. ২৪ ঘন্টার মধ্যে বিজ্ঞাপনটি সক্রিয় করা হবে। বিজ্ঞাপন সক্রিয় করার পরে না জানিয়ে নিজের সাইট থেকে বিজ্ঞাপন সরানো যাবে না।

৬. প্রতি মাসে সাইটগুলো রিভিউ করা হবে এবং র‌্যাঙ্ক অনুসারে বিজ্ঞাপন প্রদর্শনের হার নিয়ন্ত্রন করা হবে।

৭. সাইটের ভিজিটরের সমানুপাতে বিজ্ঞাপন প্রদর্শিত হবে। এ বেপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুরান্ত।

এই নেটওয়ার্কে যুক্ত আছে যে সব ব্লগ

১. টিউটোরিয়ালবিডি

টিউটোরিয়ালবিডি
২. বিজ্ঞান প্রযুক্তি

বিজ্ঞান প্রযুক্তি

৩. বাবরের এলোমেলো ব্লগ
বাংলা ব্লগ বিজ্ঞাপন নেটওয়ার্ক