টিউটরিয়ালবিডি-র নীতিমালা ও ব্যবহারবিধি

১. কোন তথ্য লেখকের বিনা অনুমোতিতে অন্য ওয়েবে/কোথাও প্রকাশ করা যাবে না।
২. কোন অশ্লিল লেখা বা মতামত প্রকাশ করা যাবে না।
৩. কারো ধর্ম, বর্ণ বা রাজনৈতিক ব্যপারে কটুক্তি করা যাবে না।
৪. এলোমেলো বা অবোধ্য শব্দ ব্যবহার করে দিয়ে টিউটরিয়ালের পরিবেশ নষ্ট করা যাবে না।
৫. কোন সমস্যা হলে এডমিনকে support@tutorialbd.com এ মেইল করুন।
৬. কোন টিউটরিয়াল প্রকাশ করার পূর্বে অবশ্যই বানানগুলো শুদ্ধ করে নেয়া উচিত।
৭. আপনার কোন টিউটরিয়াল সম্পাদনা করা বা মুছেফেলার অধিকার আপনার। এবং কপিরাইট বিহীন লেখা প্রকাশ করলে তার সকল দায় দায়ীত্ব আপনার।
৮. প্রকাশের অনুপযুক্ত কোন টিউটরিয়াল অপ্রকাশিত রাখা, বানান শুদ্ধ করা, কোন অংশ সম্পাদনা করা অথবা ছবি সংযুক্ত বা বিযুক্ত করার অধিকার টিউটরিয়ালবিডি সংরক্ষন করে।
৯. ব্যক্তিগত বিজ্ঞাপন, আলোচনা, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কিত কোনো বিজ্ঞপ্তি বাদে বাণিজ্যিক উদ্দেশে বিজ্ঞাপন প্রচারের আগে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
১০. নিয়মাবলীর পরিবর্তন,পরিবর্ধন করার অধীকার টিউটরিয়ালবিডি সংরক্ষন করে।
১১. নিয়ম বর্হিভূত কাজের জন্য সাময়িক বা স্থায়ীভাবে রেজিস্ট্রশন বাতিল করা হতে পারে।

1 thought on “টিউটরিয়ালবিডি-র নীতিমালা ও ব্যবহারবিধি”

Leave a Reply