(PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে Clock এবং Reset সিগন্যাল প্রদান) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৬।

PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে Reset সিগন্যাল প্রদান:

PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে Reset সিগন্যাল প্রদানের জন্য নিচের সার্কিটটি ব্যবহৃত হয়।

 

যখন মাইক্রোকন্ট্রোলারটিকে কার্যক্ষম করা হয় তখন এর Pin no 4 (MCLR) এ সবসময় +Ve করে রাখতে হয়। এজন্য 1kΩ রেজিস্টরের মাধ্যমে এই ভোল্টেজ প্রদান করা হয়। যখন মাইক্রোকন্ট্রোলারকে Reset করার প্রয়োজন হয় তখন Push Switch এর মাধ্যমে MCLR এ গ্রাউন্ড ভোল্টেজ প্রদান করে Reset করা হয়।

PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে Clock সিগন্যাল প্রদান:

PIC16F84 মাইক্রোকন্ট্রোলারকে কার্যকর করার জন্য অপারেটিং ফ্রিকোয়েন্সি খুবই গুরুত্বপূর্ণ। PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের সর্বোচ্চ অপারেটিং ফ্রিকোয়েন্সি 10MHz কিন্তু সচরাচর 4MHz ই বেশি ব্যবহার করা হয়। PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে অপারেটিং ফ্রিকোয়েন্সি প্রদান করার জন্য নিচের সার্কিটটি ব্যবহার করা হয়।

 

সার্কিটটির মাধ্যমে প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি উৎপাদনের জন্য একটি ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করা হয়। যা PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের Pin no15 এবং  Pin no 16 এর সাথে যুক্ত করা হয়। সার্কিটে ব্যবহৃত ক্যপাসিটর দুইটি 30pf হয়ে থাকে।

4 thoughts on “(PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে Clock এবং Reset সিগন্যাল প্রদান) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৬।”

  1. আপন আহম্মেদ

    PIC16F84 মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে আরো কিছু জানতে চাই। ধন্যবাদ

  2. Wow, amazing blog layout! How long have you been blogging for? you made blogging look easy. The overall look of your web site is magnificent, as well as the content!. Thanks For Your article about (PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে Clock এবং Reset সিগন্যাল প্রদান) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৬। | টিউটোরিয়ালবিডি .

  3. This is the precise (PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে Clock এবং Reset সিগন্যাল প্রদান) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৬। | টিউটোরিয়ালবিডি blog for anyone who wants to essay out out roughly this content. You remark so some its nearly debilitating to debate with you (not that I rattling would want…HaHa). You definitely put a new protract on a matter thats been handwritten virtually for eld. Fastidious block, just outstanding!

Leave a Comment