(PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের Pin configaration) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৪।

মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে কোন প্রজেক্ট তৈরি করতে হলে, বা মাইক্রকন্ট্রোলার প্রোগ্রামিং শেখার পূর্ব শর্ত হল আমরা যে মাইক্রোকন্ট্রোলারকে প্রোগ্রাম করব তার Pin configaration জানা। আমাদের উদ্দেশ্য যেহেতু PIC16F84 মাইক্রোকন্ট্রোলার দিয়ে একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট তৈরি করা, তাই আমরা প্রথমেই PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের Pin configaration জেনে নেই।

PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের Pin configaration:

 

 

PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের প্রত্যেকটি Pin এর বর্ণনা:

Pin no.1 RA2 port A এর তৃতীয় Pin.

Pin no.2 RA3 port A এর চতুর্থ Pin.

Pin no.3 RA4 port A এর পঞ্চম Pin এবং TOCK1 যা timer হিসেবে ব্যবহৃত হয়।

Pin no.4 MCLR রিসেট ইনপুট যা মাইক্রোকন্ট্রোলারকে রিসেট করতে ব্যবহৃত হয়।

Pin no.5 Vss Power supply এর Ground সংযোগ।

Pin no.6 RB0 port B এর প্রথম Pin এবং INT অর্থৎ ইন্টারাপ্ট ইনপুট ইনপুট হিসেবে কাজ করে।

Pin no.7 RB1 port B এর দ্বিতীয় Pin.

Pin no.8 RB2 port B এর তৃতীয় Pin.

Pin no.9 RB3 port B এর চতুর্থ Pin.

Pin no.10 RB4 port B এর পঞ্চম Pin.

Pin no.11 RB5 port B এর ছষ্ঠ Pin.

Pin no.12 RB6 port B এর সপ্তম Pin.

Pin no.13 RB7 port B এর অষ্টম Pin.

Pin no.14 Vdd Positive power supply.

Pin no.15 এবং Pin no.16 যথাক্রমে OSC1 এবং OSC2 Oscillator সংযোগ।

Pin no.17 RA1 port A এর দ্বিতীয় Pin.

Pin no.18 RA0 port A এর প্রথম Pin.

 

মাইক্রোকন্ট্রোলার বিষয়ক অন্যান্য লেখাসমূহ:

১. স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়,পর্ব-১(সাধারণ আলোচনা)।

২. স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়,পর্ব-২(মাইক্রোকন্ট্রোলারের ব্যবহারিক ক্ষেত্র )।

৩. (PIC16F84 মাইক্রোকন্ট্রোলার পরিচিতি) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৩। 

5 thoughts on “(PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের Pin configaration) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৪।”

  1. ধন্যবাদ, মাইক্রো কন্ট্রোলারের নিয়মিত টিউটরিয়ালের জন্য। আশা করি কিছু দিনের মধ্যেই প্রোজেক্টের মুখ দেখতে পাব।

  2. Pingback: টিউটরিয়ালবিডি » Blog Archive » PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট (CPU) এবং Arithmetic Logic Unit (ALU) -

  3. Wow, marvelous blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your site is excellent, let alone the content!. Thanks For Your article about (PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের Pin configaration) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৪। | টিউটোরিয়ালবিডি .

  4. খুব ভালো হয়েছে, আর ও চাই, তাড়াতাড়ি কম্পিল্ট টিঊন চাই, 3 বছর ধরে অপেক্ষা .করছি. …….

Leave a Comment