আমার জ্ঞানপূর্ণা জননী।

নিজের মধ্যে কখনো কবিত্য অনুভব করিনি , কবিরা কেমন করে কবিতা লেখে সেটাও কখনো পরখ করে দেখিনি । সুর , ছন্দ, গতিশীলতা এসবই যখন চরম সত্য , তখন মনের মধ্যে সময়ে অসময়ে একটু সুরের দোলা একটু ছন্দের শিহরণ যে করো জন্যই অনাকাঙ্খিত হতে পারে না । আর সে কারণেই কখনো কখনো সে মুহর্তগুলোকে ভবিষ্যতের জন্য জমা করে রেখেছি। ব্যস্ততার ক্লান্তিতে অখন্ড অবসরে সুবর্ণ অতীতে একটু যদি ঘুরে আসা যায়। আজ অখন্ড অবসরে তাই একটু সবার সাথে ভাগ করে নিলাম।

আমার জ্ঞানপূর্ণা জননী।

অসীম কুমার পাল

আমার জ্ঞানপূর্ণা জননী, তোমাকে শত সহস্র নমষ্কার

জ্ঞানে গুণে ঐশ্বর্যে পূর্ণ কর তব মর্তধাম সংসার।

একি মা তুমি মহা নিদ্রায় শানিত!

তব নিদ্রা মার্জনা কর।

বিস্তৃত হিমাংশু লোচন আজ সংকুচিত কেন?

দেখ, মা চেয়ে দেখ

তোমার সহস্র সন্তানেরা দাড়ায়ে দুয়ারে।

দেখ দিক ভ্রান্ত তোমার সন্তানেরা ফিরেছে আজ,

শত পর্বত শত শৃঙ্গ শত সহস্র সমুদ্র মারিয়ে।

তুমি ওদের জ্ঞান দাও ,সুর দাও,ছন্দ দাও

ওরা ধ্বনিত করুক তোমার আগমনী

সংগীতে নৃত্যে ঝংকারে মুখরিত হোক এ ধরিত্রী।

আমার জ্ঞানপূর্ণা জননী, তোমাকে আবারও  শত সহস্র নমষ্কার

জ্ঞানে গুণে ঐশ্বর্যে পূর্ণ কর তব মর্তধাম সংসার।

8 thoughts on “আমার জ্ঞানপূর্ণা জননী।”

  1. কবিতাটি খুবই ভাল হয়েছে। আপনার সবগুলো কবিতা একত্রে করে অবশ্য একটি বই প্রকাশ করা যায় । আমাদের বই প্রকাশনার সাইটটি সম্পূর্ণরূপে চালু হলে কাজটি আরও সহজ হবে। আপাতত: আপনার সাহিত্যচর্চার বেপারটি মুগ্ধ করেছে।

    1. @টিউটো, ধন্যবাদ টিউটো ভাই, কিন্তু আমার লেখা কবিতার পরিমান তো বেশি নয়। হঠাৎ দু চার লাইন মাথায় আসতো লিখে ফেলতাম এই যা…………………..

  2. একটা সমস্যা নিয়ে পোস্ট করতে হলো। আমি আসলে ইলেক্ট্রিক মিটার সম্পর্কে ভাল জানি না। ইলেক্ট্রিক মিটার কি ভাল না খারাপ তা কিভাবে সহজে বুঝা যায়? সহজ কোন পরীক্ষা আছে কি? আর কি ধরনের মিটার ব্যাবহার করা উচিৎ এ ব্যাপারে আপনার সহযোগিতা চাইছি। ধন্যবাদ।

    1. @টিউটো, ইলেকট্রনিক মিটার বলতে কি আপনি AVO মিটার কে বোঝাতে চেয়েছেন? যদি তাই হয়ে থাকে তাহলে বলি, AVO মিটার দুই ধরনের হয়ে থাকে এনালগ এবং ডিজিটাল। আমার মতে এনালগ AVO মিটারেই ভাল কাজ হয়। আর মিটারটি ভাল না খারাপ সেটি দেখার জন্য প্রথমে AVO মিটারের সিলেক্টরকে ohm এ রাখুন অর্থাৎ যার মাধ্যমে রেজিস্ট্যান্স পরিমাপ করা যাবে, এখন মিটারের প্রোব দুটোকে একত্র করুন যদি মিটারের কাটা সরে যায় তাহলে মিটারটি ভাল আছে,আর যদি না সরে তাহলে মিটারের ভেতরের ব্যাটারিটি চেন্জ করে একটা ভাল ব্যাটারি লাগিয়ে পূণরায় কাজটি করুন। যদি দেখেন মিটারের কাটা সরে যাচ্ছে তাহলে বুঝতে হবে মিটারটি ভাল আছে।

      ধন্যবাদ ।

  3. ইলেক্ট্রিক মিটার সম্পর্কে আমারও খুব বেশি জানার সুযোগ হয়নি আসলে আমি ইলেকট্রনিক্সের ছাত্র কিনা।

  4. ওয়াও খুবই সুন্দর কবিতা কিন্তু সবাই লিখতে পারে না (যেমন, আমি!)! কবিতা যারা লিখে তাদের লেখার ভাব খুব সুন্দর হয় আপনিও তার ব্যতিক্রম নন। আমি এত যত্ন করে লিখি লেখার মাঝে যেন কোন প্রাণ নাই।

  5. ডেভিড চিরান

    ভাল – শব্দ চরণ আসা করি –
    ভাল ও সুন্দর কামনা সর্বদা ।

    ধনবাদ

Leave a Comment