(PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে অপারেটিং ভোল্টেজ প্রদান) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৫।

PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে অপারেটিং ভোল্টেজ প্রদান:

PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে অপারেটিং ভোল্টেজ রেন্জ 2.0v-6.0v হলেও সচরাচর DC 5v ব্যবহৃত হয়। এবং এজন্য উপযুক্ত ভোল্টেজ সোর্স হিসেবে নিচের সার্কিটটি ব্যবহৃত হয়।

 

সার্কিটির আউটপুটকে PIC16F84 এর Vdd এবং Vss এর মধ্যে সংযুক্ত করা হয়। এর মাধ্যমে Vdd (PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের 13 নং Pin) এ +5v এবং Vss (PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের 5 নং Pin) এ গ্রাউন্ড ভোল্টেজ প্রদান করা হয়।

সার্কিটে ব্যবহৃত ট্রান্সফরমারটি একটি সাধারণ AC 220v-9v স্টেপ ডাউন ট্রান্সফরমার , যার কাজ হল 220v AC কে 9v AC তে রূপান্তর করা । এর সাথে চারটি ডায়োড যুক্ত করে একটি ব্রিজ রেকটিফায়ার সার্কিট গঠন করা হয়েছে , যার কাজ হল ট্রান্সফরমারের আউটপুট 9v AC কে 9v DC তে রূপান্তর করা। রেকটিফায়ার সার্কিটের আউটপুট হিসেবে যে 9v DC পাওয়া গেল তাতে কিছু নয়েজ থাকতে পারে তা দূর করার জন্য C1 ( 22µF) এর একটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়।

সার্কিটে ব্যবহৃত LM7805 IC টি একটি ভোল্টেজ রেগুলেটর IC, যার কাজ হল আউটপুটে কনস্ট্যান্ট 5v DC সাপ্লাই প্রদান করা । এই সার্কিটে LM7805 ইনপুট হিসেবে 9v DC নিয়ে আউটপুটে কনস্ট্যান্ট 5v DC সাপ্লাই প্রদান করছে। সার্কিটে ব্যবহৃত C2 ( 100nF) এবং C3 ( 10µF) সিটর দুটিও সার্কিটে নয়েজ দূরীকরনের জন্য ব্যবহৃত হয়।

শেষে দুটি কথাঃ  আমরা যে সার্কিটটি সম্পর্কে জানলাম তা শুধুমাত্র PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে অপারেটিং ভোল্টেজ প্রদানের জন্য নয় যে কোন স্থানে যেখানে কনস্ট্যান্ট 5v DC সাপ্লাই ভোল্টেজ প্রয়োজন সেখানেই ব্যবহার করা যাবে।

 

মাইক্রোকন্ট্রোলার বিষয়ক অন্যান্য লেখাসমূহ:

১. স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়,পর্ব-১(সাধারণ আলোচনা)।

২. স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়,পর্ব-২(মাইক্রোকন্ট্রোলারের ব্যবহারিক ক্ষেত্র )।

৩. (PIC16F84 মাইক্রোকন্ট্রোলার পরিচিতি) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৩। 

৪. (PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের Pin configaration) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৪।

3 thoughts on “(PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে অপারেটিং ভোল্টেজ প্রদান) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৫।”

  1. পার্থ

    আচ্ছা ভাইয়া আমি যদি ৯ ভোল্টের ব্যাটারি ব্যবহার করি তাহলে কি আমাকে নয়েজ দূর করার
    জন্য কেপাসিটর গুলো ব্যবহার করতে হবে ?ধন্যবাদ

  2. পার্থ ধন্যবাদ ,
    আসলে আমাদের উদ্দেশ্য মাইক্রোকন্ট্রোলারে Regulated constant DC 5 volt সাপ্লাই প্রদান করা । এক্ষেত্রে ব্যাটারী ব্যবহার করলে ক্যাপাসিটর না ব্যবহার করলেও চলবে।

    আশা করি সামনের দিনগুলোতেও তোমাকে পাব।
    শুভকামনা রইল।

  3. I didn’t know, what a microcontroller can do. I am grateful for your such priceless contribution without any cost. My request is, can you speed up the tutorial a little-bit before loosing our enthusiasm?

Leave a Comment