দ্রুত পাঠ: গুগলের সারভারে রাখুন আপনার ওয়েবের ফন্ট

নতুন নতুন সাভির্সে গুগল ওস্তাদ। কয়েকদিন আগে গুগল তার ফ্ন্ট সার্ভিস চালু করেছে। যার মাধ্যমে আপনার ওয়েবে গুগলের সার্ভারের ফন্ট ব্যবহার করতে পারবেন। কয়েক সেকেন্ডেই এই কাজটি করতে পারবেন, যাতে আপনার সাইটের ব্যান্ডউইথ অনেকআংশেই বাচবে। ইউজাররাও দেখতে পাবে সুন্দর সুন্দর ফন্ট।

এ জন্য যা যা করা লাগবে তার সবই বলে দিয়েছে গুগল।
দুই ধাপে কাজটি করা যাবে-

এক:

হেডার এ নিচের কোড সংযুক্ত করুন যদি Yanone+Kaffeesatz ফ্যামিলির ফন্ট যুক্ত করতে চান।

<link href=’http://fonts.googleapis.com/css?family=Yanone+Kaffeesatz’ rel=’stylesheet’ type=’text/css’>

দুই:

তারপর সিএসএস কোডে সেই ফন্টটির নাম ধরে ডাকুন এভাবে

body { font-family: ‘Yanone Kaffeesatz’, serif; font-size: 100px; }

নিচের ছোট প্রজেক্টটি দেখুন

  1. <!DOCTYPE html>
  2. <html lang=”en”>
  3. <head>
  4. <meta charset=”utf-8″>
  5. <title>untitled</title>
  6. <link href=’http://fonts.googleapis.com/css?family=Yanone+Kaffeesatz’ rel=’stylesheet’ type=’text/css’>
  7. <style>
  8. body { font-family: ‘Yanone Kaffeesatz’, serif; font-size: 100px; }
  9. </style>
  10. </head>
  11. <body>
  12. Hello World
  13. </body>
  14. </html>

আউটপুট হবে

ভিডিওটিতে আরো বিস্তারিত দেখুন

কৃতজ্ঞতা:

8 thoughts on “দ্রুত পাঠ: গুগলের সারভারে রাখুন আপনার ওয়েবের ফন্ট”

    1. @Rasel Ahmed, এই মাত্র চোখে পড়লো আপনার নতুন ডোমেনসহ সাইটটা। জুমলা দিয়ে খুব সুন্দর হয়েছে,আশা করি এগিয়ে যাবেন। কিছু আপনার সাইটে কিছু লেখা দিব ভাবছি। বাংলায় মতামত দেয়া সহ আরও কিছু সুবিধা যুক্ত করলে আরও সুন্দর হবে। এগিয়ে যান, পাসে আছি…।

  1. ছোট্ট একটি বিষয় কিন্তু বেশ কাজের ।
    ধন্যবাদ টিউটোভাই।

    আপনার মেইল পেয়েছি।

  2. নিঝুমদ্বীপ ভাই স্বাগতম।
    আশাকরি টিউটোরিয়ালবিডির সাথে সবসময় থাকবেন।
    আপনার জন্য শুভ কামনা রইল।

    1. @নিঝুমদ্বীপ,এক সময় এরকম সার্ভিসও পেতে পারেন। অবশ্য এখনো একটু টেকনিক করে আপনার সাইটের অনেক কিছুই গুগলে রাখতে পারেন। যেমন-ছবি পিকাসা তে রাখতে পারেন। ভিডিও ইউটিউবে রাখতে পারেন। ব্লগস্পটেতো সাইটের সবকিছুই রাখা যায়। ধন্যবাদ,মতামত দেওয়ার জন্য।

Leave a Comment