অলিম্পিক মায়ের এই ভিডিও দেখে আপনার চোখে কান্না আসতে বাধ্য!

লন্ডন ২০১২ অলিম্পিক গেমস শুরু হওয়ার আর মাত্র ১০০ দিন বাকি। মায়েদের অবদানের কথা প্রকাশ করে এই ভিডিওটি এখন রিলিজ করা হয়েছে।

মাত্র তিন দিনেই এই ভিডিওটি প্রায় ৭০০০০০+ দেখা হয়েছে ইউটিউবে। সেরা একটি কাজ বলে স্বীকার করেছে অলিম্পিক গেমস।

এই ভিডিওটি ডিরেকশন দিয়েছেন Alejandro González Iñárritu। চারটি স্থানের মায়ের কথা তুলে ধরা হয়েছে, লন্ডন, রিও, লস এঞ্জ্যালস এবং বেইজিং। এই মায়েরাই তাদের সন্তানদের ইয়ং অলিম্পিয়ান হিসেবে গড়ে তুলেন।

“Thank You, Mom” ক্যাম্পেইন হলো সব চেয়ে বড় কোম্পানি ১৭৪ বছরের ইতিহাসে, P&G প্রেস রিলিজে এমন কথা জানানো হয়েছে। এটা সোস্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সেতুবন্ধন করেছে।

“Thank You, Mom” এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজের সদস্য সংখ্যা এখন প্রায় ৫১০০০০+। কোম্পানি ভোক্তাদের সাথে অলিম্পিকের খবর, এথল্যাট আপডেট ইত্যাদি শেয়ার করছে। এছাড়াও ছেলে এবং মেয়েরা তাদের প্রতি তাদের মায়েদের ভালবাসার যে মহাত্ব তা অনুধাবন করতে পারছে এই ভিডিও দেখে।

এই ভিডিও যদি আপনাকে এতটুকু কাদায় তাহলে মন্তব্যে জানান।

Leave a Comment