বহুল জনপ্রিয় মোবাইল গেম Angry Birds এর ভুয়া ভার্সনে ভাইরাস!

এনড্রয়েড ব্যবহারকারীদের জন্য সতর্কতা বানী! ভুয়া ভার্সন ডাউনলোড করার ফলে বহুল জনপ্রিয় মোবাইল গেম Angry Birds: Space
এর মধ্যে দুষ্ট ভাইরাস ধরা পড়েছে-   “Angry Birds নির্মাতাপ্রতিষ্ঠান Rovio জানালেন।


ওয়েব সিকিওরিটি ফার্ম Sophos এর বিশ্লেষক Graham Cluley, তাদের কোম্পানির ব্লগে বলেছেন-

আনফিসিয়াল অ্যাপ স্টোর থেকে তারা এই ভুয়া ভার্সন অনুসন্ধান করেছেন যার মধ্যে “Trojan horse” নামের ভাইরাস রয়েছে।
Sophos এর মতে, Trojan horse টি Andr/KongFu-L ফাইলে পাওয়া গেছে। দেখতে মনে হবে খুবই কাজের ভার্সন কিন্তু এটি তার পরিবর্তে ভাইরাস ইন্সটল করে স্মার্ট ফোনে ।
Rovio এর ব্লগে ভক্তদের সতর্ক করে দিয়ে বলেন- তাদের অফিসিয়াল স্টোর  থেকে যেন সকলে এটি ডাউনলোড করে ।
আনফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার সময় যেন এই বিষয়ে সবাই সতর্ক থাকে সবাই।
উল্লেখ্য “Angry Birds: Space” মার্চের ২২ তারিখে  iPhone, iPad,Android devices, Mac এবং PC এর ভার্সন রূপে বাজারে  নিয়ে আসে প্রতিষ্টানটি।

Angry Birds Space রিলিজ হওয়ার তিন দিনের ভিতর ১০ মিলিয়ন ডাউনলোড হয়েছে!

Leave a Comment