ফেসবুকে সিডিউল পোস্ট করার পদ্ধতি চালু

ফেসবুকে অনেক কিছুই নতুন এসছে বিভিন্ন এপ্লিকেশনের ব্যবহারের কারনে। টাইমলাইনও একটি এপ্লিকেশনই ছিল। বিভিন্ন তারিখের পোস্টগুলো একই দিনে দেওয়ার ব্যবস্থার জন্য তৃতীয় পক্ষের কাছে যেতে হতো ব্যবহারকারীদের। এপ্লিকেশন ব্যবহার না করে এখন সরাসরিই  ব্র্যান্ড পেজের এডমিনরা আগে থেকে পোস্ট দিয়ে রাখতে পারবে।

এজন্য অবশ্য কয়েক ধরনের অনুমোদন ব্যবস্থা চালু আছে। নিচে দেখুন এডমিনদের কারা কি কাজের আনুমোতি পাবেন।

 

আপনি পেজের পোস্ট করতে গেলে নিচের বাম পাসে ঘড়ি চিহ্ন দেখতে পাবেন ওখানে ক্লিক করলেই তারিখ সেট করার অপশন পাবেন। আর শিডিউল করে রেখে দিন আপনার পোস্ট। সময় বাঁচবে অনেক। 🙂

2 thoughts on “ফেসবুকে সিডিউল পোস্ট করার পদ্ধতি চালু”

  1. মোঃ মামুনুর রাশিদ

    আমি জানতে চাচ্ছি ফেসবুক এ কি ভাবে ইনকাম করা যাই।।

Leave a Comment