২০২৩ সালে পাওয়া যাবে মঙ্গল গ্রহে যাওয়ার ওয়ান ওয়ে টিকেট! প্রস্তুতি নিন এখুনি

Mars One নামের প্রযজেক্ট হাতে নেয়া হয়েছে নেদারল্যান্ড থেকে যা প্রাইভেট স্পেসের জন্য কাজ করবে। তাদের লক্ষ্য হলো ১১ বছরের মধ্যে ৪ জন করে নভোচারীর ওয়ান ওয়ে ভ্রমনের ব্যবস্থা করা।

 

 

http://youtu.be/6QoEEGySGm4

 

ভিডিওটা দেখেন আর ধারনা নিন কি রকম শৌখিন হতে পারে। নোবেল প্রাইজ উইনার থেকে সাপোর্ট সহ অনেক উৎস থেকে অর্থ জোগান হচ্ছে ফলে এই সাহসী পদক্ষেপ নেয়া সম্ভব হয়েছে।

মঙ্গলে যেতে কি কি ধাপ তা দেয়া হলো।

প্রথম ধাপঃ ২০১৬ সালে মঙ্গল গ্রহের স্যাটেলাইটের সাথে যোগাযোগ করা হবে। দ্বিতীয় ধাপঃ ২০১৮ সালে রেড প্লানেট অনুসরন করে কলোনির জন্য সেরা জায়গা বাছার করা হবে। তৃতীয় ধাপঃ ২০২০ সালে কলোনিতে বিভিন্ন জিনিস যেমন, সোলার প্যানেল, মেশিন সহ অনেক কিছু পাঠানো হবে যা পানি এবং অক্সিজেনের জন্য লাগবে।

অবশেষে আর মজার হলো নির্দিষ্ট তারিখ ১৪ই সেপ্টেম্বরে প্রথম ৪ নভোচারী মঙ্গল গ্রহে অবতরন করবে। তাদের সেখানে যেতে প্রায় ১০ মাসের মত সময় লাগবে।

তাদের আরো প্লান আছে প্রতি ২ বছরে এমন নভোচারী পাঠানোর যারা আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না। এভাবেই কলোনি তৈরি করার লক্ষ্য তাদের।

কি চান নাকি এমন নভোচারী হতে? মন্তব্য করে জানান।

 

 

 

4 thoughts on “২০২৩ সালে পাওয়া যাবে মঙ্গল গ্রহে যাওয়ার ওয়ান ওয়ে টিকেট! প্রস্তুতি নিন এখুনি”

  1. নিলুফার ইয়াসমিন

    আমি আমার যাদেরকে ভাল লাগে সবাইকে নিয়ে চলে যেতে চাই… 🙂

    1. হাসান যোবায়ের

      তারা মনে হয়না যাবে। 😛 পৃথিবীর মায়া ত্যাগ করা কঠিন 😉

Leave a Comment