৬টি অত্যন্ত কাজের এবং ফ্রী পাসওয়ার্ড ম্যানেজার টুলস

ওয়েব সাইটে ভিজিট করার সময় অনেক রকম পাসওয়ার্ড দেয়া লাগে। ব্যক্তিগত তথ্য জমা রাখতেও পাসওয়ার্ডের বিকল্প নেই। তবে এক এক সাইটে একেক রকম পাসওয়ার্ড দিতে হয় যা মনে রাখাটাও অনেক সময় কঠিন হয় পড়ে।

তাই এখানে কিছু পাসওয়ার্ড ম্যানেজার টুলস দেয়া হলো যা দিয়ে আপনার সব পাসওয়ার্ড নিরাপত্তার সাথে সেভ করে রাখতে পারবেন।

KeePass Password Safe

এটা একটি ফ্রী ওপেন সোর্স পাসওয়ার্ড ম্যানেজার, যা আপনার পাসওয়ার্ডকে নিরাপদে সেভ করে রাখবে। আপনি ইচ্ছা করলে সব পাসওয়ার্ড এক ডাটাবেজে সেভ করে রাখতে পারবেন যা একটি মাস্টার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে।

iPassMan

এটা হলো এমন একটি সিম্পল টুল যা আপনার সব ইউজার নেম এবং পাসওয়ার্ড ম্যানেজ করবে।

iPassMan

অনলাইন একাউন্টের জন্য পাসওয়ার্ড ম্যানেজার টুল।

MobileWitch Pass Safe: Password Manager for PC and Mobile

এটা অনেক শক্তিশালী এবং নিরাপদ পাসওয়ার্ড ম্যানেজার টুল যা শুধু আপনার পিসিরই নয় মোবাইলের জন্যেও কাজ করবে। এটা পাসওয়ার্ড এনক্রাইপ্ট করে আপনার ডাটাবেজের সবোর্চ্চ নিরাপত্তা নিশ্চিত করে। বাকিটা নিজেই পরখ করে দেখুন।

LastPass

এটা অনেক জনপ্রিয় পাসওয়ার্ড ম্যানেজার টুল ব্যবহার করে দেখতে পারেন।


Leave a Comment