বন্যার পরে মাকড়সার জালে আবৃত অস্ট্রেলিয়ার কিছু ছবি

অস্ট্রেলিয়ার বন্যা-পরিস্থিতির পর আরও একটি খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এই খারাপ পরিস্থিতি সৃষ্টির মূলে রয়েছে অসংখ্য মাকড়সা!

 

মাকড়সার জাল

একটি  দুর্দশা দুঃস্বপ্নময় রাতে,অস্ট্রেলিয়ার “ওয়াগাওয়াগা“র বন্যা কবলিত এলাকায় ঝাঁকে ঝাঁকে মাকড়সা  এসে আশ্রয় নেয় এবং জাল বুনে।এটি সত্যিই বিস্ময়কর! এমন ঘটনা আগে কখনও ঘটেনি!

মাকড়সার জালের ঝোপ

রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের সপ্তাহ খানেক পরে পশ্চিম অস্ট্রেলিয়া জুড়ে

বন্যার পানি বিপুলসংখ্যক মাকড়সা এবং কমপক্ষে ১৩০০০ মানুষকে তাদের গৃহ ত্যাগে বাধ্য করেছে।

মাকড়সার জালে আক্রান্ত ছোট ছোট চারাগাছ

 

বন্যার পরবর্তী সময়ে মাকড়সার জালে দুর্বিষহ হয়ে উঠেছে আস্ত্রেলিয়ার ওয়াগা ওয়াগাবাসীর জনজীবন।

দুর্বিষহ ওয়াগাওয়াগাবাসির জনজীবন

মুক্ত জালে আবৃত ওয়াগা ওয়াগা  গ্রাম যেন মাকড়শার চলাচলের উন্মুক্ত প্রাঙ্গন!

মাকড়সার জালে আবৃত ওয়াগা ওয়াগা গ্রাম

বিবেচনা করা হচ্ছে পূর্ব অস্ট্রেলিয়াই ১৬০ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় বন্যা যা এক মাসেরও বেশী সময় ধরে চলে।

হেলিকপ্টারে ওয়াগা ওয়াগা পরিদর্শন করছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
মাকড়সার জাল পরিদর্শন করছে এক দর্শনারথী

 

 

Leave a Comment