আন্ড্রয়েড নিয়ে এলো ইন্সটাগ্রাম

আন্ড্রইড ব্যবহারকারীদের জন্য সুখবর! জনপ্রিয় ছবি ফিলটারিং  এবং শেয়ারিং এপ্স “ইন্সটাগ্রাম” এখন গুগলের এই মোবাইল অপারেটিং সিস্টেমে!
ইন্সটাগ্রামের সহকারী প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রম SXSW  কে ঘোষণা দেন অনেক অপেক্ষার পর আন্ড্রোইড এর ইন্সটাগ্রাম ভার্সন এখন বাজারে! সিস্ট্রম বলেন-এই এপ্সটি iOS এপ্সএর চেয়ে ভাল এবং iOS উপর সুস্পষ্ট নেতৃত্ব স্থাপন করেছে, তিনি আর ও বলেন- এরই মধ্যে এটির ২৭ মিলিয়ন রেজিস্টারকৃত ব্যবহারকারী রয়েছে।
এই এপ্সটি খুবই দ্রুত কাজ করে বড় স্ক্রিনে এবং এর মাধ্যমে ফেইসবুক, টুইটার এবং অন্যান্য সামাজিক নেটওয়ার্কে ছবি শেয়ার করা যাবে।
এখানে ইন্সটাগ্রামের অসাধারন কিছু ছবি শেয়ার করছি।

1 thought on “আন্ড্রয়েড নিয়ে এলো ইন্সটাগ্রাম”

Leave a Comment