Google+ এবার লাইভ ভিডিও ব্রডকাস্ট করার সুযোগ দিচ্ছে “Hangouts on Air” নামে!

গুগল+ সোমবারে “Hangouts on Air” নামে নতুন এক ফিচার ঘোষণা দিল। এই ফিচারের মাধ্যমে আপনি লাইভ ভিডিও ব্রডকাস্ট করতে পারবেন যা সবাই দেখতে পারবে যেমনটা গত জানুয়ারি মাসে বারাক ওবামা প্রচার করেছেন।

“Hangouts on Air” আপনি  আপনার গুগল+ আইডিতে পোস্ট করে প্রচার করতে পারবেন, ইউটিউব চ্যানেল বা ওয়েব সাইট থেকেও চেক করা যাবে। এছাড়াও ভিডিও রেকর্ড, কতবার দেখা হয়েছে এবং শেয়ার করার সুযোগ থাকবে।

গতবছর ২০১১ সালে এই সুযোগ ছিল ছোট পরিসরে মানে শুধু গ্রুপে। গুগলের এই ফিচারের কারণ হলো ক্রিয়েটিভ কাজে যেন ব্যবহার করা যায় যেমন, লাইভ কনসার্ট লিভিং রুম থেকে, ক্লাস যেন সবাই উপস্থিত থাকতে পারে, এছাড়াও যেকোন মিটিং এ এই ভিডিও লাইভ ব্রডকাস্ট অনেক কাজে দিবে।

তো আপনার যদি কিছু বলার থাকে যেমন, কোন আর্টিস্ট নিয়ে উৎসাহমূলক কথা, গ্লোবাল সেলেব্রেটি বা সতর্ক নাগরিকের বক্তব্য- যে কোন কিছু আপনি সারা বিশ্বের দর্শকের মাঝে প্রচার করতে পারবেন বললেন গুগলের ইঞ্জিনিয়ার ডিরেক্টর Chee Chew।

কিভাবে কি করতে হবে তা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে নিচের এই ভিডিও দেখে নিন।

2 thoughts on “Google+ এবার লাইভ ভিডিও ব্রডকাস্ট করার সুযোগ দিচ্ছে “Hangouts on Air” নামে!”

  1. আপনি কি আপনার গার্ল ফ্রেন্ডের মোবাইল হ্যাক করতে চান? আপনি তার সকল মোবাইল কল হিস্টরি ও মেসাজ হিস্ট্রি দেখতে পাবেন । চলুন তাহলে >> http://bdtechdoctor.blogspot.com/

Leave a Comment