পোশাকের যত্ন সম্পর্কিত কেয়ার কোড সমূহ সম্পর্কে জেনে নেই – (পর্ব-২)

পোশাকের যত্ন তথা পোশাকটি কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে পরিষ্কার করতে হবে, কিভাবে শুকাতে হবে ইত্যাদি বিষয় গুলো সম্পর্কে আমাদের সকলেরই ধরণা থাকা দরকার। আপনি নিশ্চয় চাইবেন না আপনার পছন্দের পোশাকটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক। আমরা একটু সতর্ক হলেই আর সাধরণ কিছু বিষয় মেনে চললেই আমাদের সৌন্দর্য এবং ব্যাক্তিত্ব প্রকাশের অন্যতম উপকরণ আমাদের পোষকের যথোপযুক্ত পরিচর্যা নিশ্চিৎ করতে পারি।

পোশাকের যত্ন সম্পর্কিত কেয়ার কোড সমূহ সম্পর্কে জেনে নেই – (পর্ব-১)  লেখাটিতে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু কেয়ার লেবেলিং কোড সম্পর্কে জেনেছি। আজ আমরা আরো কিছ কোড সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব।

ড্রাই ক্লিনিং কোড সমূহ

ড্রাই ক্লিনিং হচ্ছে একটি প্রসেস যার মাধ্যমে অরগানিক সলভেন্ট ব্যবহার করে কাপড়ে অবস্থিত ময়লা ও দাগ গুলোকে দূর করা হয়। বানিজ্যিকভাবে ড্রাই ক্লিনিং করার সময় এ সকল  অরগানিক সলভেন্ট এর সাথে কিছু পরিমাণ পানি ব্যবহার করা হয় । ড্রাই ক্লিনিং কোড সমূহ নিম্নরূপ:

ড্রাইং কোড সমূহ

কাপড় পরিষ্কার করার পর এটিকে ভালভাবে শুকানোর প্রয়োজন পড়ে। তবে কাপড়ের ধরণের উপর শুকানোর পদ্ধতি কেমন হবে তা নির্ভর করে । এজন্য কিছু কোড লেবেলে দেয়া থাকে। কোড সমূহ নিম্নরূপ:

……………………………………………………..

আজ এখানেই শেষ করছি। আসুন আমরা আমাদের জ্ঞানের পরিধীকে বৃদ্ধি করার জন্য আমাদের জানা ছোট ছোট বিষয় গুলিকে সবার সাথে বিনিময় করি।সবার জন্য শুভকামনা রইল।

2 thoughts on “পোশাকের যত্ন সম্পর্কিত কেয়ার কোড সমূহ সম্পর্কে জেনে নেই – (পর্ব-২)”

Leave a Comment