যারা ব্লগ/ওয়েবসাইটের জন্যে কম খরচএ সাধ্যের মধ্যে সেরা হোস্টিং সার্ভিস খুজছেন তাদের জন্যে টিউটোহোস্ট মানসম্পন্ন ও দ্রুতগতির সার্ভারে বেশ কয়েকটি দারুণ প্যাকেজ। ধারাবাহিক পোস্টের মাধ্যমে সবগুলো প্যাকেজ এরই সুবিধাদি তুলে ধরা হবে। প্রথম পর্বে আলোচনা করা হবে ইকোনমি প্যাকেজটি নিয়ে।
টিউটোহোস্ট ওয়েব হোস্টিং এর সুবিধাসমূহ
পার্সোনাল ব্লগ/ওয়েবসাইট বা ছোট পরিসরে ওয়েবসাইট যারা শুরু করতে যাচ্ছেন তাদের জন্যে ইকোনমি প্যাকেজটি বেশ মানানসই। প্রথমত খরচ খুবই কম এবং দ্বিতীয়ত ছোট পরিসরের জন্যে যথেষ্ট। টিউটোহোস্ট এর এই হোস্টিং প্যাকেজ এ আপনি পাবেন ১ জিবি ডিস্ক স্টোরেজ এবং একই সাথে থাকছে ১০ জিবি ব্যান্ডউইথ। ৩০ দিনের মানি ব্যাক গ্যারান্টিও থাকছে সাথে। আপনি যদি টেকনিক্যাল দিক থেকে একটু অজ্ঞ হন তাতেও সমস্যা নেই, টিউটোহোস্ট সদা আপনার সাহাযে হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। টেকনিক্যাল দিক থেকে অজ্ঞ হলে আপনি তাদের কাছে সাহায্য চাওয়া মাত্রই ফ্রি সেট আপ সুবিধা পেয়ে যাবেন, যার জন্যে আপনাকে কোন টাকা-পয়সা খরচ করতে হবেনা।টিউটোহোস্ট আপনাকে দিচ্ছে ৯৯.৯% সার্ভার আপটাইম গ্যারান্টি। সহজেই সম্পূর্ণ ওয়েবসাইট ব্যাকআপ এবং রিস্টোর করা জন্যে থাকছে বিল্ট-ইন সুবিধা।
ডোমেইন ও এফটিপি ফিচারসমূহঃ
ইকোনমি প্যাকেজে আপনি ১টি প্রধাণ ডোমেইন এবং ১০টি সাবডোমেইন যুক্ত করতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে ১০ টি ডোমেইন পার্কড করেও রাখতে পারেন চাইলে। এফটিপি একাউন্ট এর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ৫টি একাউন্ট খুলতে পারবেন।
ইমেল ফিচারসমূহঃ
সর্বোচ্চ ২০টি ইমেইল একাউন্ট তৈরী করতে পারবেন আপনি ইকোনমি প্যাকেজে। আপনি আপনার হোস্টিং থেকে যে মেইল একাউন্ট তৈরী করবেন তা চাইলে আপনি সিপ্যানেল এ লগ ইন না করেই দেখতে পারেন। এর জন্যে আপনি মেইল ক্লায়েন্ট সফটওয়্যারে ইমেইল এর প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে সেই সফটওয়্যার দিয়েও চেক করতে পারেন। চাইলে আপনি আপনার মেইলগুলোকে অন্য কোন মেইল একাউন্টে অটোমেটিকভাবেই ফরওয়ার্ড করতে পারেন। বিল্ট ইন ভাবে আপনি অটো রেসপণ্ডার সুবিধাও পাচ্ছেন আপনি। আর স্প্যাম প্রোটেকশনেরও ব্যবস্থা রয়েছে।
কন্ট্রোল প্যানেল ফিচারঃ
সম্পূর্ণ ব্যবহারকারী বান্ধব সিপ্যানেল পাবেন আপনি টিউটোহোস্টের মানসম্পন্ন ইকোনমী প্যাকেজে। আপনি চাইলে হোস্টিং প্যাকেজটির সি প্যানেল এর ডেমো দেখতে পারেন। সিপ্যানেল ডেমো দেখতে এখানে ক্লিক করুন। বিল্ট ইন ভাবেই থাকছে ওয়েব সাইট বানানোর জন্যে আরভিসাইট বিল্ডার প্রো। অনেক সময় অনেকেই আপনার ইমেজ লোকেশন কপি করে লিঙ্ক করে তাদের ওয়েবসাইট/ব্লগে দেখাতে পারে। এই কারণে আপনার ব্যান্ডউইথ নষ্ট হয়। অনাকাঙ্ক্ষিত এই ব্যান্ডউইথ হারানো বন্ধে সিপ্যানেলে পাচ্ছেন হটলিঙ্ক প্রোটেকশন। ভাইরাসের হাত থেকে রক্ষার জন্যে থাকছে ভাইরাস প্রোটেকশন সুবিধাও। পাসওয়ার্ড প্রোটেক্টেড ডিরেক্টরিও থাকছে। ভিজিটর স্ট্যাটিস্টিকস চেক করার জন্যে থাকছে ওয়েব বেইসড স্ট্যাটিস্টিকস সুবিধা।
টিউটোহোস্টের ইকোনমী প্যাকেজটির জন্যে বার্ষিক ভাবে আপনার খরচ পড়বে ১২০০টাকা। আর আপনি যদি প্রতি মাসে টাকা দিতে চান বার্ষিক ভাবে না দিয়ে তাহলে প্রতি মাসে আপনাকে ১.৫০ ডলার করে দিতে হবে। এই প্যাকেজটি অর্ডার করতে এখানে ক্লিক করুন
টিউটোহোস্টের কম দামে হোস্টিং প্যাকেজসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন