প্রফেশনাল সাইটের জন্য ফ্রী কিছু কার্যকর টুলস (পার্ট-১)

ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভলপার হিসেবে একটি প্রফেশনাল সাইট তৈরি করতে কঠোর পরিশ্রম করতে হয়।

এখানে এমন কিছু ফ্রী টুলস শেয়ার করবো যা ব্যবহার করে কম সময়ে অধিক ক্রিয়েটিভ কাজ করা যায়। এক্ষেত্রে ডেভলপার ডিজাইনিংএ বেশি সময় দিতে পারবেন আর অন্য দিকে ছোট কাজগুলো এই টুলস দিয়ে সহজেই করা যাবে।

তাহলে চলুন শুরু করা যাক।

1. Bounce

Bounce

এটা অনেক মজাদার এবং কাজের একটি টুলস। ধরুন আপনার একটি সাইটের স্ক্রিনশট দরকার তখন জাস্ট ঐ সাইটের লিঙ্ক এই Bounce বক্সে কপি পেস্ট করে দিন। বাকি কাজ এই টুলই করবে। তারপর স্ক্রিনশটে ক্লিক এবং ড্রাগ করে আপনার প্রয়োজনীয় নোটস লিখে রাখতে পারেন আবার ফেসবুকেও শেয়ার করতে পারবেন!

2. MindMeister

MindMeister

নতুন কোন প্রজেক্টের আইডিয়া মাথায় আসলে কিছু অনন্য ফিচার সমৃদ্ধ এই টুল দিয়ে সেই আইডিয়ার একটা রুপরেখা দাড় করানো যাবে। এটা এমন একটা টুল যা দিয়ে আপনার ক্রিয়েটিভ সব আইডিয়া ম্যাপিং টুল, কম্পোজ বা ড্রয়িং এর মাধ্যমে বহিঃপ্রকাশ করা যাবে। এর সহজ ইন্টারফেস আপনাকে মুগ্ধ করবেই!

3. Simplenote

Simplenote

কম্পিউটার এর মাধ্যমে নোট আদান প্রদানের ধারনা পাল্টে দিবে এই টুল। আপনার আইডিয়া বা গঠনমূলক চিন্তার নোটগুলো যে কোন ইন্টারনেট এনাবল ডিভাইসের মাধ্যমে শেয়ার করতে পারবেন। কারণ এটা ওপেন প্লাটফর্ম, যার মাধ্যমে আরও অনেক টুলের সুবিধা এক সাথেই পাবেন।

4. Woorank

Woorank

.

আপনার সাইট কেমন কাজ দিচ্ছে? এক ক্লিকেই সম্পূর্ণ রিপোর্ট জানতে চান? তাহলে এই টুল আপনারই জন্য। এই সুপার হ্যান্ডি টুলের মাধ্যমে আপনার সাইট আপনার বন্ধুর সাইট থেকে ভাল নাকি খারাপ কাজ করছে তার স্কোর জানাবে। শুধু তাই নয় সাথে এলেক্সা র‍্যাংকিং এবং SEO এনালাইসিস এমনকি লোডিং টাইমও জানিয়ে দিবে।

শুধু এটুকুই নয় আপনার সাইট কিভাবে আরও ইম্প্রুভ করা যায় তার বুদ্ধিও বাতলে দিবে!

5. ResizeMyBrowser

ResizeMyBrowser

এই টুল আপনাকে বিভিন্ন মনিটর বা ব্রাউজারে আপনার সাইট কেমন দেখায় তার সুস্পষ্ট ধারণা দিবে। জনপ্রিয় সব ব্রাউজার বা মনিটরে কেমন ডাইমেনশন তার প্রিসেট ধারনা দিবে।

2 thoughts on “প্রফেশনাল সাইটের জন্য ফ্রী কিছু কার্যকর টুলস (পার্ট-১)”

  1. Wow, superb blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your website is magnificent, as well as the content!. Thanks For Your article about প্রফেশনাল সাইটের জন্য ফ্রী কিছু কার্যকর টুলস (পার্ট-১) | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment