প্রফেশনাল সাইটের জন্য ফ্রী কিছু কার্যকর টুলস(পার্ট-২)

আগের পোস্ট দেখুন এখানে

6. Ge.tt

Ge.tt

এই সিম্পল টুল দিয়ে আপনি আপনার ফাইল আপলোড করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। তবে মজার বিষয় হলো আপলোড করা অবস্থায় আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন! এছাড়া আপনার ফাইল কত জন দেখল তাও আপনি জানতে পারবেন।

7. Coolendar

Coolendar

আপনার কাজের লিস্ট তৈরি করতে এটার তুলনা নেই। এটা অটো Google Calender, iCal এবং Outlook এর সাথে কানেক্ট হয়। এটা ব্যবহার করা অনেক সোজা। ধরেন আপনি লিখলেন “tomorrow 5pm wireframe for Mrs. Client’s site due” তারপর এটা অটো ঐ সময়ে টাস্ক সেভ হয়ে থাকবে!

8. Smartr

Smartr

আপনি যদি টুইটার পাগল হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্যই। এটা আপনার বন্ধুদের গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো বাছাই করে আপনার সামনে হাজির করবে।

9. Buffer

Buffer

এটাও টুইটার ফ্যানদের জন্য। বাকিটা নিজেই দেখুন।

10. FontStruct

FontStruct

এটা দিয়ে আপনার নিজের ফন্টের জন্য ডিজাইন করতে পারবেন। ফন্ট তৈরি করার পর আপনি তা ম্যাক বা উইন্ডোজ এপ্লিকেশনে ব্যবহার করতে পারবেন।

Leave a Comment