ব্যবসায়ীদের জন্য টপ-১০ গুগল ক্রোম প্লাগ ইন (পার্ট-১)

বর্তমানে ক্রোম হলো দ্বিতীয় ফেভারিট ব্রাউজার। এর রয়েছে ওয়েব স্টোর যেখানে রয়েছে প্লাগ ইনের সমাহার।

আপনার যদি ছোট ব্যবসায় চালু থাকে এবং পিসিতে সফটওয়্যার ইন্সটল করে পিসি বোঝাই করতে চান না তাহলে এই পোস্ট আপনার জন্যই। এখানে এমন কিছু এপস শেয়ার করবো যেগুলো দিয়ে দৈনন্দিন রুটিন ম্যানেজ, ফিনান্সিয়াল ম্যানেজম্যান্ট বা অফলাইন মেইল চেক সহ অনেক কিছুই পাবেন।

আপনি যদি অফলাইনে মেইল চেক করতে চান তাহলে দরকার হবে এই এপস। এর মাধ্যমে নেট ছাড়াই আপনি মেইল পড়ার কাজ করতে পারবেন। প্রথম সেট আপের সময় শুধু নেট লাগবে। তারপর থেকে নেট ছাড়াই পড়তে পারবেন আপনার সব মেইল।
Evernote হলো ফ্রী নোটপ্যাড সার্ভিস যার মাধ্যমে আপনি ওয়েব সাইটে থাকা অবস্থায় আপনার কাজের কথা মনে করিয়ে দিবে। আপনি যে কোন সময় কুইক নোট, টাস্ক বা ট্যাগ করতে পারবেন ক্যাটাগরি অনুযায়ী। এটার মোবাইল ভাইর্শন ও রয়েছে!

3. Mint

ফিনান্সিয়াল ম্যানেজম্যান্টের জন্য মিন্ট হলো অসাধারন এপস। এটা আপনার বাজেট, ট্র্যাক এবং ম্যানেজ অর্থাৎ আপনার অর্থের সব খবর পাবেন এক জায়গায়। আপনি এর মাধ্যমে ব্যাংক, ক্রেডিট, লোন সহ যাবতীয় আদান-প্রদান ক্যাটাগরি সহ সাজিয়ে রাখবে। আর এসব কিছুই হবে অটো!

 

4. PollDaddy

এটা দিয়ে খুব সহজেই আপনি পোল, সার্ভে এবং কুইজ তৈরি করতে পারবেন। সম্ভাব্য কাস্টমারদের চাহিদা জানতে এর জুড়ি নেই।

 

এটা পাবলিশার্স, মার্কেটার্স এবং ব্যবহারকারীদের চাহিদা কে চিহ্নিত করে তাদের কনভার্শন থেকে। স্যোসাল মিডিয়ার ব্যবহারকারীদের মোষ্ট চাহিদা সম্পর্কে আপনাকে অবগত করে। এটার মাধ্যমে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন বা টুইট শেয়ার করতে পারবেন।

 

 

Leave a Comment