ফটোশপে আরও একটা 3D লেয়ার স্টাইল

আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন ফটোশপ আমার ফেভারিট গ্রাফিক্স সফটওয়্যার। আসলে ফটোশপে সব ধরনের ডিজাইন করা সম্ভব। আমার একটা বন্ধুর সাথে কদিন আগে এই নিয়ে তর্ক শুরু হয়। যদিও ও আমার চেয়ে অনেক বড় গ্রাফিক্স ডিজাইনার। যাই হক ও আবার Illustrator এর মহা ভক্ত। ও বিভিন্ন ওয়েব ডিজাইনও Illustrator ব্যাবহার করেই করে। Illustrator ভক্ত এর সাথে সাথে ফটোশপ বিদ্বেষী।
যাই হক 3D Extrude & Bevel Options একটা কাজ দেখিয়ে বলল, এইটা কি তোমার ফটোশপে মাত্র কয়েক সেকেন্ড এ সম্ভব? আমিও কি কম যাই! বানালাম একটা লেয়ার স্টাইল। তাও মানে না। আসলে আমরা দুই জনও ঠিক আছে। যাই হোক আজকের লেয়ার স্টাইল এর নাম দিলাম SEMPLE 3D।

১. ব্যাকগ্রাউন্ড ও টেক্সটা যোগ।

নিচের সাইজ অনুযায়ী ডকুমেন্ট্রি নিন।

লাল রং ব্যবহার করা হবে বলে হলুদ রং দিয়ে ভরাট করুন। আমি টেক্সটা যোগ করেছি Ash ফন্ট ব্যাবহার করে। আপনি যে কোন মোটা ফন্ট ব্যাবহার করতে পারেন। চিকন ফন্ট এর ক্ষেত্র Drop Shadow এর সাইজ কমাতে হয়।

২. স্টাইল শুরু:

আগেও দেখিয়েছি, সবার আগে রং বাছতে হয়। লাল রং দিলাম, ইদানীং রংটা ভালো লাগছে। Opacity 60% দিলাম কারণ রং এর পার্থক্য করতে Gradient ব্যাবহার করা হবে।

রং এর পার্থক্য করার জন্য Gradient ব্যাবহার করি। রংটা শুধু মাত্র Gradient ব্যাবহার করেও করা যেত তবে আপনার স্টাইল যে কিনবে সে যাতে খুব তাড়াতাড়ি রং এর বদল করতে পারে সেই সুবিধা দেবার জন্য Gradient এবং Color Overlay দুটোই ব্যাবহার করছি।

এইবার একটা 3D করার জন্য Drop Shadow ব্যাবহার করি। এই খানে লাল রং এর চেয়ে গাড় রং ব্যাবহার করা উচিৎ তাহলে ভালো দেখায় আর মূল টেক্সটা কালো জাতীয় রং হলে হালকা রং ব্যাবহার করতে হবে। ফটোশপ অনুশীলন এর মাধ্যমে এইটা বুঝতে পারবেন।

নিচের দিকে একটু গ্লেস ব্যাবহার করার জন্য Inner Shadow ও ব্যাবহার করলাম।

স্টাইলটা প্রকটিস করে হয়তো বুঝতে পারছেন খুবই সহজে রং বদল করা যায় দেখুন। আপনি আপনার ইচ্ছা মত আরও রং ব্যাবহার করতে পারেন।

.PSD ফাইলটা ডাউনলোড করুন

6 thoughts on “ফটোশপে আরও একটা 3D লেয়ার স্টাইল”

  1. এইতো সবে মাত্র তোর বকবকানি শুরু হইসে, এরকমভাবেই সব সময় লেখার মাঝে বকবকাবি, তাইলে লেখার কোয়ালিটি ভালো হবে।

    1. @ডিজে আরিফ, বস লেখার চেয়ে স্কিন সট এর মূল্য বেশী ডিজাইন ট্রেনিং টিউটোরিয়াল গুলোতে। এই সব পোষ্টে বেশী বকবক করলে পাঠক বিরক্ত হতে পারে(আমি হই!)।
      আর আমার লেখার কোয়ালিটি ভালো না এইটা কি সরাসরি বলা ঠিক হল?

Leave a Comment