404 Error লেখা প্রায় সবাই চেনেন। এটি কোন সাইটের লিংক এ কোন কিছু না পাওয়া গেলে ব্রাউজার এটা দেখায় অর্থাৎ সাইটের সাভারে এমন কোন পেজ নেই। যাই হক এই পেজগুলো দেখানোর জন্য ব্রাউজারের একটা ডিফল্ডেড ডিজাইন থাক এবং সেটাই মূলত দেখায়। এই পেজ গুলো আপনি আপনার নিজের মত ডিজাইন করতে পারবেন। এই টিউটোরিয়ালটি হল হল এই পেজ ফটোশপে ডিজাইন করার এবং কিছু দিন এর মধ্যেই এটা এইটা ওয়েব পেজে কনভার্ট করার টিউটোরিয়াল লিখবো।
যাই হক এই প্রজেক্টটা করার জন্য আমি Chewy নামের ফন্ট ব্যাবহার করেছি আপনি ঐটাই করুন। এটা গুগল ওয়েব ফন্ট এর একটা ফ্রি ফন্ট।
১. নিচের মত সাইজের একটা নতুন ডকুমেন্ট্রি নিন।
ব্যাকগ্রাউন্ড ডিজাইন
২. পরের কাজ হল #8a00ff কালার ব্যাবহার করে এইটার Fill করুন।
৩. Rounded Rectangle Tool (U) নোটিস বোর্ড এর মত দুইটা চতুর্ভুজ আঁকুন নিচের চিত্র লক্ষণীয়। বড়টার কালার কোড #cdcdcd এবং ছোটার #3f3f3f।
৪. Stroke এ যান এবং এগুলো বর্ডার সাদা রং এর 5px করে দিন।
টেক্সটা যোগ ও অন্যান্য
৫. এবার নিচের চিত্রটা লক্ষ্য করুন। এখানে আমি 404 লিখেছি #343434 কালার কোড ব্যাবহার করে আর Oops! লিখেছি সাদা রং (#ffffff) ব্যবহার করে।
৬.এবার এটার পাসে একটা Rectangle Tool (U) ব্যাবহার করে একটা চতুর্ভুজ আঁকুন।
৭. তার সামনে একই ভাই Rectangle Tool (U) এর সাহায্যে একটা দাগ দিন। নিচের চিত্র লক্ষ্য করতে পারেন।
৮. এবার Filter>Blur>Gaussian Blur যান এবং নিচের মত 4px মান দিন।
৯. Filter>Blur>Motion Blur যান তবে এটা আপনার নিজের দক্ষতা অনুযায়ী মান দিন। এটা যেন আপনার ক্ষুদ্র দুটি নোটিশ বোর্ড এর উচ্চতা পার করে। চিত্রটা ভালো করে লক্ষ্য করুন।
১০. এবার এবার সেডো লেয়াটা (৭নং এ তৈরি লেয়ার) আপনার দ্বিতীয় ব্যাকগ্রাউন্ড লেয়ার (৬নং এ তৈরি লেয়ার) এর নিচে নামিয়ে দিন।
১১. এবারের কাজ ব্যাকগ্রাউন্ড এর কালার (#8a00ff) অনুযায়ী এটার কালার দিন।
১২. আরও কিছু টেক্সট যোগ করুন।
এটা আপনি বিভিন্ন রং এর তৈরি করতে পারবেন। নিচে ডেমো দেখুন। সোর্চ ফাইলে তিনটায় দিলাম।
অসাধারণ হয়েছে… 😀
ভাইয়া , টিটোরিয়াল গুলো সুন্দর হয়েছে । কিন্তু যদি লেয়ার গুলো উল্লেখ করে দিতেন তাহলে খুব ভালো হত ।