ফটোশপে Prodded Style তৈরি

দুই-দুইটা তো 3D লেয়ার স্টাইল শিখলাম। আজ আর 3D নয় কিছু অস্ত্র-সন্ত্রের স্টাইল বানাই কি বলেন। তাই আজকের প্রজেক্ট ফটোশপে Prodded Style লেয়ার স্টাইল তৈরি করা। এটার জন্য আমি Jokerman ফন্ট ব্যাবহার করেছি। আপনিও এই ফন্ট ব্যাবহার করুন।

১. ব্যাকগ্রাউন্ড ডিজাইন

নিচের সাইজ অনুসারে একটা একটা নতুন ডকুমেন্ট নিন।

এবার Filter>Artistic> Sponge যান এবং নিচের স্কিন সট অনুসরণ করুন।

১. লেয়ার স্টাইল শুরু:

আশা করি এইবার আর টেক্সটা যোগ করার কথা বুঝিয়ে দিতে হবে না, যোগ করে ফেলুন। প্রথম কাজেই হল Gradient Opacity এর কাজ সারা। এইটা যেহেতু Metal স্টাইল তাই ধূসর রং ব্যাবহার করলাম।

Satin এর ব্যাবহার করবো এখন।

Bevel and Emboss এ যান এবং নিচের মত সেটিং করুন। এই খানে আমাদের মূল ডিজাইন সংগঠিত হয়েছে লক্ষ করলেই বুঝতে পারবেন।

Inner Glow এর ব্যাবহার করবো নয়েজ এর প্রয়োগ এর জন্য।

Stroke এর ব্যাবহার এই স্টাইলে খু্বই জরুরি ভূমিকা পালন করবে। চকচকে বর্ডার এই স্টাইল এর সুন্দর্য বৃদ্ধি করবে।

Inner Shadow এর ব্যবহার করি তাহলে Stroke বর্ডার এর সামনে খুবই দুর্বল একটা বর্ডার দেখা যাবে।

Drop Shadow এর কথা ভুলে যাবেন না। “আলো তো ছায়া ফেলবেই”। কি বলেন?

আপনার ফাইনাল প্রজেক্ট এর অবস্থা নিজের মত হবার কথা।

ফটোশপের .PSD ফাইলটা নামিয়ে নিন

2 thoughts on “ফটোশপে Prodded Style তৈরি”

  1. সুব্রত বিশ্বাস দাস

    তোমার লেখার স্টাইল ভাল। তুমি ফটোশপের কোন ভার্সন ব্যবহার কর?

Leave a Comment