আপনার ওয়েবসাইটকে কিভাবে দ্রুতগতি সম্পন্ন করবেনঃ গুগল বলে দিবে

গুগলের একটি অনলাইন টুলই বলে দিবে কি কি কাজ করলে আপনার ওযেবসাইটটি আরো দ্রুত গতি পাবে। মূলতঃ ওয়েবসাইটের কোন পাতার লিংকটি দিলেই সেই পাতা অপটিমাইজেশনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা চলে আসবে।

আপনার ওয়েবসাইটকে কিভাবে দ্রুতগতি সম্পন্ন করবেনঃ গুগল বলে দিবে

তিন ধরনের সাজেশন আপনাকে দিবে।

  • High Priority: ব্রাউজার ক্যাশিং সহ বেশ কিছু সারভার সাইড স্পিড বাড়ানোর বেপারে সাজেশন দিবে
  • Medium Priority: এ ক্ষেত্রে মূলতঃ ছবি, স্ক্রিপ্ট বা রিডাইরেকশনের বেপারে আপনাকে সাজেশন দিবে। আমি বেশ কিছু ওয়েবসাইটে টুলটি ব্যবহার করে দেখেছি তারা মূলত স্ক্রিপ্টগুলোকে কম্প্রেশ করতে বলে। এবং কত % স্পিড বাড়তে পারে তাও উল্লেখ করে।
  • Low Priority: অপ্রয়োজনীয় কোয়েরীগুরোকে ঝেড়ে ফেলতে পরামর্শ দেয়।

মূলতঃ কোন পাতার গতি বাড়ানোর জন্য বেশ কিছু সাধারন কাজ করতে হয় যা তালিকা ভূক্ত করা সম্ভব। আর এই টুলটিতে সব সময় সেই সাজেশনগুলোকেই উল্লেখ করা হয়।

মোবাইল সাইটের জন্য অপটিমাইজেরও সুব্যবস্থা আছে।

গুগল অনেক আগে থেকেই ওয়েবসাইটের গতির ব্যপারে বেশি গুরুত্ব দিয়ে আসছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেও এটার গুরুত্ব বেশি দেওয়া হয়। আশা করি এই টুলটির যথাযথ ব্যবহার করে অনেকেই তাদের সাইটের গতি বাড়াতে সক্ষম হবে।

আরো পড়ুনঃ

4 thoughts on “আপনার ওয়েবসাইটকে কিভাবে দ্রুতগতি সম্পন্ন করবেনঃ গুগল বলে দিবে”

Leave a Comment