ইউজারের পছন্দ ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভবিষ্যত

২০১০ ও ২০১১ সালে বিখ্যাত সার্চ ইঞ্জিনগুলোর গুণগত মানের বেশ কিছু পরিবর্তন এসেছে। মানুষের চাহিদা, পছন্দ, অপছন্দের বেপারটি অনেক আগে থেকেই সার্চ ইঞ্জিনগুলোর নিয়ামক হিসেবে কাজ করলেও এখন সরাসরি কিছু জিনিসকে গুরুত্ব দেওয়ার বেপারটি সবার নজর কাড়ছে।

সার্চ ইঞ্জিনের বেপার অধিকাংশ লোকের কথা হচ্ছে- যা দরকার তা সার্চ করে পাওয়া যাচ্ছে না। মানুষের দরকারের বেপারটা বুঝে ফেলে তা তার সামনে এনে হাজির করাটা এত সহজ কাজ না। একই কীওয়ার্ড দিয়ে সার্চ করেও এক এক জন এক এক রকমের জিনিস খুজে বেড়ায়। তবে সার্চ ইঞ্জিনগুলোর সাম্প্রতিক সময়ের পরিবর্তনের প্রায় সবগুলোই মানুষের পছন্দ ও অপছন্দের ভিত্তিতে এনে দিয়েছে।

এবার নিজস্ব পছন্দ ও সার্চ ইঞ্জিনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করছি।

১. সামাজিক নেটওয়ার্কে আপনার ও আপনার বন্ধুদের পছন্দ ও অপছন্দ

গুগল সার্চে আপনি একটি কী-ওয়ার্ড সার্চ দিয়ে যেই ফলাফল পাবেন অন্য কেউ সার্চ দিয়ে একই ফলাফল নাও পেতে পারেন। কারন সামাজিক নেটওয়ার্কে আপনার পছন্দের বিষয়গুলোর সাথে (আপনি এবং আপনার বন্ধুরা যা পছন্দ করেছে) সেই বিষয়ে মিল রেখে সার্চ দিলে সেই বিষয়গুলোকে সার্চ ইঞ্জিন প্রাধান্য দিবে। মূলতঃ ফেসবুকে লগইন থাকা অবস্থায় সার্চ দিলে এই বেপারটি ঘটে।

২. সাম্প্রতিক আলোচনা

বিশ্বে এই সময়ে কি হচ্ছে এবং কোন একটি বিষয়ে কোন কোন কথা আলোচনা হচ্ছে তা জানার জন্য টুইটারের জুরি নেই। টুইটারের মাধ্যমেই মানুষ সাম্প্রতিক আলোচিত বিষয় সম্পর্কে মানুষের উম্মুক্ত মতামত জানতে পারে । সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করলে এবং সার্চকৃত বিষয়টি আলোচিত বিষয় হলে সেটাও সার্চ ফলাফলে দেখানো হয়।

৩. গুগলের +১ বাটন

ইউজারের পছন্দ ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভবিষ্যত
যদিও গুগলের +১ বাটনটি পরিক্ষামূলকভাবে চালু করা হয়েছে তার পরেও এটিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এমনও হতে পারে এই বাটনের মাধ্যমে অধিক নম্বর পাওয়া লিংকগুলোকে সার্চ ইঞ্জিনগুলো বেশি গুরুত্ব দিবে।

এই তিনটি বিষয়ে কথা বলার অবশ্য একটি কারন আছে- মানুষের পছন্দকে সরাসরি কাজে লাগানো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে। আপনার পছন্দ, আমার পছন্দ এক না। কিন্তু আপনার পছন্দটাকেও ট্র্যাক করে সেটা তালিকাভূক্তির কাজ চলছে। এখন সেই সময়টা এসেছে যখন আপনাকে সার্চ ইঞ্জিন বুঝতে পারবে এবং আপনার চাহিদা মতো এগিয়ে যাবে।

ভবিষ্যত সার্চে বিষয়টা কেমনভাবে প্রতিফলিত হতে পারে? কেউ কেউ বলেছে সার্চে প্যাজ র‌্যাংকের বিষয়টা একসময় গুরুত্বহীনও হয়ে যেতে পারে। আপনি কোন দেশের নাগরিক সেটা দেখেও আপনার সম্পর্কে ধারণা লাভ করা যায়। আপনার চাহিদাগুলো কি হতে পারে? এইসব বিষয়ে ব্যাপক গবেষনায় এটাই বুঝা যাচ্ছে যে- পছন্দ ও অপছন্দের উপরে ভিত্তি করে আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য প্রদানে চেষ্টা চালিয়ে যাচ্ছে সার্চ ইঞ্জিনগুলো। আর তাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেও ব্যাপক ভিত্তিক পরিবর্তন আসতেই পারে।

আরো পড়ুনঃ

5 thoughts on “ইউজারের পছন্দ ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভবিষ্যত”

    1. google এর সার্চ এলগরিদম তো প্রতিনিয়ত বদলাচ্ছে বলে মনে হয়। যেখানে ইয়াহু বা বিং অনেকটা পিছিয়ে। তবে গুগল আমার মনের মত সার্চ রেজাল্ট দেখাতে পারে না তার প্রথম পেজে।

  1. আমি সার্চ রেজাল্ট ভিত্তিক ফিড তৈরি করতে ইচ্ছুক। কিন্তু কিভাবে? জানতে পারি কি?

  2. ভবিষ্যতে সার্চ ইঞ্জিন অপটিমাজেশন ব্যাপারটা খুবই স্বল্প একটা গন্ডির মধ্যে চলে আসার সমূহ সম্ভাবনা রয়েছে যখন অথরিটি সাইটগুলোই বেশি মূল্য পাবে

Leave a Comment