ফেসবুক সম্বন্ধে নবীনদের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান!!

আসসালামুয়ালাইকুম।
আশা করি সৃষ্টি কর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন।
112166 glowing green neon icon social media logos facebook logo square ফেসবুক সম্বন্ধে নবীনদের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান!!! {মিস করবেন না} |

এটি ফেসবুক সম্বন্ধে নবীনদের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান।

নিচে পর্যায়ক্রমে প্রশ্ন এবং উত্তর দেয়া হলঃ

প্রশ্নঃ আমি কিভাবে নিবন্ধন করবো?

উত্তরঃ নিবন্ধনের পাতায় শুধু আপনার পুরো নাম, ইমেল ঠিকানা, জন্মদিন এবং কাঙ্খিত শব্দচাবি{Captcha} দিন। আপনি যদি Facebook  সমর্থিত কোন উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয় অথবা কর্ম সম্প্রদায়ের অংশীদার হয়ে থাকেন, তবে আপনাকে অধিভুক্ত হবার যথাযথ নির্দেশনা দেয়া হবে। আপনি যদি এই সম্প্রদায়গুলোর কোন একটির সদস্য না হয়ে থাকেন, তবে আপনি Facebook এর আঞ্চলিক সম্প্রদায়গুলোতে নিবন্ধিত হবার পর যোগ দিতে পারেন। নিবন্ধন ফরম পূরণ করার পর আমরা আপনার উল্লেখিত ঠিকানায় একটি ই-মেল পাঠান হবে। নিশ্চয়তার সংযোগে ক্লিক করলে নিবন্ধনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

প্রশ্নঃ আমার কনফার্মেশন ই-মেল আসছে না।

উত্তরঃ সমস্যাটির নিষ্পত্তির জন্যে অনুগ্রহ করে এই ধাপগুলো অনুসরণ করুন:

  • আপনার ই-মেইল আবেদনের স্পেম অথবা জাঙ্ক অথবা ফিল্টার-এ খোঁজ করুন
  • লক্ষকরুন আপনি সঠিক ই-মেইল ঠিকানা ব্যাবহার করে প্রবেশ করার চেষ্টা করছেন
  • অনুগ্রহ করে লক্ষ্য করুন কিছু ইমেইল আপনার ইন্টারনেট সেবাদানকারী সংস্থা কর্তৃক অবরুদ্ধ থাকতে পারে।
  • উপরের পদক্ষেপগুলোর পর আপনি যদি এখনও সমস্যার মধ্যে থাকেন তাহলে এখানে ক্লিক করুন।

Please note that some emails may be blocked or delayed by your ISP (internet service provider).

প্রশ্নঃ নিশ্চিতকরণ ই-মেল ব্যবহারে সমস্যা পাচ্ছি।

উত্তরঃ সমস্যাটির নিষ্পত্তির জন্যে অনুগ্রহ করে এই ধাপগুলো অনুসরণ করুন:

  1. প্রথমে আপনি লগ ইন করার চেস্টা করুন।(with the email address you signed up with).
  2. আপনি যদি প্রবেশ করতে ব্যর্থ হন, তাহলে আপনার নিশ্চয়তার ই-মেইলে আপনাকে যে সংযুক্তি দেয়া হয়েছে তা সম্পূর্ণ টুকে নিয়ে আপনার ব্রাউজারে সংযুক্ত করুন।
  3. উপরের পদক্ষেপগুলোর পর আপনি যদি এখনও সমস্যার মধ্যে থাকেন তাহলে এখানে ক্লিক করুন।

প্রশ্নঃ আমি আমার পাসওয়ার্ড ভুলে গিয়েছি।

উত্তরঃ আপনি যে কোন কিছু ভুলে যেতেই পারেন, কারণ মানুষ মাত্রিক ভুল ।  এখানে ক্লিক করে আপনার শব্দসঙ্কেত আপনি পূনঃস্থাপন করতে পারেন।

প্রশ্নঃ আমার নাম কিভাবে পরিবর্তন করব?

উত্তরঃ দয়া করে আপনার নাম পরিবর্তনের আবেদন জমা দিন এখানে। আবেদনটি অনুমোদনের জন্য অনুগ্রহ করে ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।

আপনি যদি ইতিমধ্যেই আপনার আবেদন জমা দিয়ে থাকেন এবং ২৪ ঘন্টা পার হয়ে থাকে, তবে অনুগ্রহ করে ফেসবুক-কে আপনার অভিযোগ জমা দিন।

প্রশ্নঃ আমার জন্মদিনের তারিখ পরিবর্তন করা প্রয়োজন, কিভাবে করব?

উত্তরঃ আমার বৃত্তান্ত সম্পাদন করুন পৃষ্ঠাতে “মৌলিক কোষ“-এ আপনি আপনার জন্মের মাস এবং তারিখ সম্পাদন করতে পারেন।

আপনি যদি অনুর্দ্ধ ১৮ হন, অনুগ্রহ করে এখানে ক্লিক করুন

প্রশ্নঃ একজন বন্ধুকে কিভাবে যোগ করবো?

উত্তরঃ একজন বন্ধুকে যোগ করতে ফেসবুক অনুসন্ধান ব্যবহার করুন অন্যদের খুঁজতে এবং তারপর পৃষ্ঠার ডান দিকে “বন্ধু হিসেবে যোগ করুন” বা “Add as friend” বোতামে ক্লিক করুন। সেই ব্যক্তিকে একটি বন্ধুত্বের প্রস্তাব পাঠানো হবে। যখন তারা নিশ্চিত করবেন যে তারা আপনার বন্ধু, তখন তারা আপনার বন্ধুবান্ধবের তালিকায় দৃশ্যমান হবেন। উল্লেখ্য যে, গোপনীয়তার নিয়ন্ত্রণের কারণে আপনি হয়তো আপনার “বন্ধু হিসেবে যোগ করুন” বা “Add as friend” লিঙ্কটি কিছু ব্যবহারকারীদের ক্ষেত্রে নাও দেখতে পারেন।

প্রশ্নঃ একটি অ্যালবাম কিভাবে তৈরী করবো?

উত্তরঃ

  1. প্রবেশ করে ছবির পৃষ্ঠায় যান।
  2. ওই পৃষ্ঠাতে একটি ছবির অ্যালবাম তৈরি করুন নির্বাচন করুন।
  3. অ্যালবামের নাম, বর্ণনা এবং গোপনীয়তার স্তর উল্লেখ করুন এবং “অ্যালবাম তৈরী করুন” বা “Create a Album”  এ ক্লিক করুন।
  4. আপনাকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করার প্রম্পট করা হবে যা আপনার ছবিগুলোর সহজ আপলোডে সহায়তা করে। এপ্লিকেশনটি আপলোডের সময় কোন বার্তা এলে তাতে অনুগ্রহ করে “বিশ্বাস করি”-এ ক্লিক করুন। ছবি আপলোডের অ্যাপ্লিকেশনটি সংস্থাপনে অথবা ব্যবহারে যদি কোন সমস্যার সম্মুখিন হন, তবে “আরো ছবি সংযুক্ত করুন” বা “Add More Photos”-এর নিচে এর সরল সংস্করণটি চেষ্টা করে দেখুন।

প্রশ্নঃ একটি দলে{Group} কিভাবে যোগ দেবো?

উত্তরঃ আপনার সম্প্রদায়ে যেকোন উন্মুক্ত দলে আপনি যোগ দিতে পারবেন। আপনি যেকোন “সার্বজনীন” দলেও যোগ দিতে পারবেন যা উন্মুক্ত। এই দলগুলো ফেসবুক অনুসন্ধান পৃষ্ঠাটি ব্যবহার করে পাওয়া যাবে। আপনি যেই দলটি খুঁজতে চান, তার একটি মূলশব্দ অন্তর্ভুক্ত করুন এবং আপনি যে “দল” খুঁজছেন, তা উল্লেখ করে দিন। এছাড়াও, দলের পৃষ্ঠাতে গিয়ে ধরণ অনুযায়ী আপনি দল খুঁজতে পারেন। যখন আপনার কাঙ্খিত দলটি খুঁজে পাবেন, তখন পর্দার ডান দিকে “দলে যোগ দিন” বা”Join In This Group”-এ ক্লিক করুন।কিছু দলে যোগদানের জন্যে আপনার প্রশাসনিক অনুমোদন প্রয়োজন। আপনি যদি এইসব দলে যোগদানের চেষ্টা করেন, তবে আপনাকে দলের প্রশাসকের অনুমোদনের জন্যে অপেক্ষা করতে হবে।

পরিশেষে, ফেসবুকে কিছু দল আছে যা কেবল আমন্ত্রণের ভিত্তিতে কাজ করে। আপনি এইগুলোতে যোগদানের আবেদন করতে পারবেন না। কেবল দলের প্রশাসকের আমন্ত্রণই আপনাকে দলে প্রবেশাধিকার দেবে।

প্রশ্নঃ আমার গোপনীয়তা কিভাবে রক্ষা করবো?

উত্তরঃ গোপনীয়তার পৃষ্ঠা থেকে আপনি আপনার গোপনীয়তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে কে বা কারা আপনার বৃত্তান্তের খুঁটিনাটি দেখতে পাবে তা আপনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। উল্লেখ্য, শুধুমাত্র আপনার বন্ধুরা, তাদের বন্ধুরা এবং আপনার সম্প্রদায়ের লোকজনেরা আপনার বৃত্তান্ত দেখতে পাবেন। আপনাকে কে বা কারা অনুসন্ধানে খুঁজে পাবেন এবং তারা আপনার অনুসন্ধানের ফলাফলে কী দেখতে ও করতে পারবেন তা নিয়ন্ত্রণ করতে চাইলে শুধু আপনার অনুসন্ধানের গোপনীয়তা সম্পাদন করুন।

শেষমেষ, আপনি আমাদের প্রতিবিন্ধক সুবিধাটি ব্যবহার করে ফেসবুকের যেকোন ব্যবহারকারীর সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারেন। এটি করতে হলে তাদের নাম “লোকজনদের প্রতিবন্ধন করুন” “Block Peoples” বাক্সে ভরে দিন। অনুসন্ধানে তাদের খুঁজে পেলে, তাদের নামের ডান পাশে “প্রতিবন্ধন করুন” বা “Block This Person” সংযোগে ক্লিক করুন। তারা ফেসবুক ব্যবহার করে আর আপনাকে খুঁজে পাবেন না।
উত্তরঃ না, ফেসবুক আপনাকে এমন কোন সুবিধা দেবে না।

প্রশ্নঃ ফেইসবুক কি আমার  তথ্য বিতরণ করে?

উত্তরঃ না, ফেসবুক্ এমনটি করে না। তবে মাঝে মাঝেই তাদের বিরুদ্ধে অভিযোগ শোনা যায়। যেহেতু আমি কখনো এরকম কিছু নিজ চোখে দেখিনি সুতরাং আমি ফেসবুক কে খারাপ বলবোনা।গোপনীয়তা সঙ্ক্রান্ত নীতিমালা. দেখুন।

প্রশ্নঃ অপব্যবহার সম্পর্কে কিভাবে অভিযোগ করবো?

উত্তরঃ কোন গ্রুপ বা ব্যক্তিকে নিয়ে অভিযোগ করতে হলে তার পেয়ে গিয়ে একদম নিচে বামদিকে থাকা Report/Block এ ক্লিক করলে এক্তি ডায়ালগ বক্স আসবে। এরপর আপনি নিজেই পারবেন।

প্রশ্নঃ আমার একটি ভূয়া প্রোফাইলের ব্যাপারে অভিযোগ আছে।

উত্তরঃ কেউ নকল করলে অথবা অন্য কোন ব্যক্তির রূপ ধারণ করলে, এমন কারও সম্পর্কে অভিযোগ করতে অনুগ্রহ করে এখানে ফর্মটি ব্যবহার করুন।

প্রশ্নঃ ফেইসবুক ঠিক ভাবে কাজ করছে না, এবং আমি অসুবিধা দূরীকরণের তথ্য চাই।

উত্তরঃ এ জাতীয় সমস্যা সাধারণত ব্রাউজারের কারণে হয়। তাই সব সম্য লেটেস্ট ভার্শন ব্যবহার করা উচিত।আর সব সময় কুকিজ ডিলিট করা উচিত।

প্রশ্নঃ আমার অ্যাকাউন্ট কিভাবে নিষ্ক্রিয় করবো?

উত্তরঃ আপনাকে কে বা কারা দেখতে পাচ্ছেন এবং তারা কী দেখতে পাচ্ছেন, এই বিষয় নিয়ে আপনি চিন্তিত থাকলে মনে রাখবেন যে আপনার এই বৈশিষ্ট্যের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং আপনার কাঙ্খিত পছন্দসমূহ আপনি গোপনীয়তা পৃষ্ঠাতে সম্পাদন করতে পারেন। এর পরেও যদি আপনি ফেসবুক ছেড়ে দিতে চান, তবে আপনার খাতার{PAGE} পৃষ্ঠাতে “নিয়ন্ত্রণ” ব্যবহার করে আপনি আপনার খাতা নিষ্ক্রিয় করতে পারেন।নিষ্ক্রিয়তা ফেসবুক থেকে আপনার বৃত্তান্ত এবং আপনার খাতার সকল সম্পর্কিত তথ্যাদি সম্পূর্ণভাবে মুছে দেবে। এছাড়াও, অন্যান্য ব্যবহারকারীরা আপনাকে অনুসন্ধান করতে অথবা আপনার কোন তথ্য দেখতে পারবেন না। আপনার খাতা যদি আপনি পুনরায় সক্রিয় করেন, তবে আপনার বৃত্তান্ত সম্পূর্ণতায় পুনর্বহাল হবে (বন্ধুবান্ধব, ছবিসমূহ, আগ্রহগুলো, ইত্যাদি।)।

প্রশ্নঃ আমি স্থায়ীভাবে আমার অ্যাকাউন্ট মুছে দিতে চাই।

উত্তরঃ অ্যাকাউন্ট পাতাতে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করুন” বিভাগ থেকে আপনি আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করলে, আপনার বৃত্তান্ত এবং আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত সকল তথ্য তাৎক্ষণিকভাবে অন্যান্য ফেসবুক ব্যবহারকারীদের জন্যে অলভ্য হবে। এর মানে হচ্ছে, আপনি বস্তুত ফেসবুক থেকে অদৃশ্য হয়ে যাবেন। কিন্তু আমরা আপনার বৃত্তান্তের তথ্যাদি (বন্ধুবান্ধব, ছবিসমুহ, আগ্রহগুলো, ইত্যাদি) সংরক্ষণ করি, যেন আপনি যদি কোন সময় আপনার অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করেন, তবে আপনার অ্যাকাউন্ট যখন নিষ্ক্রিয় করেছিলেন দেখতে হুবুহু তখনকার মতো হয়। অনেক ব্যবহারকারী সাময়িক কারণের জন্যে তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেন এবং প্রত্যাশা করেন যে যখন তারা আবার ফিরে আসবেন, তাদের সকল তথ্যাদি অটুট থাকবে।

আপনি যদি মনে করেন যে আপনি আর কখনও ফেইসবুক ব্যবহার করবেন না এবং আপনি আপনার একাউন্ট সম্পূর্ণভাবে মুছে দিতে চান, তবে আমরা তা করতে পারি। মনে রাখবেন যে আপনি আপনার একাউন্ট আর সক্রিয় করতে বা আপনার সংযোজিত কোন তথ্য ফিরিয়ে আনতে পারবেন না। আপনি যদি আপনার একাউন্ট মুছে দিতে চান, তবে অনুগ্রহ করে এই আবেদন পত্র ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার আবেদন নিশ্চিত করুন।

প্রশ্নঃ একটি বৈশিষ্ট্য অতিরিক্ত ব্যবহারের জন্যে আমি সতর্ক বাণী পেয়েছি।

উত্তরঃ ফেইসবুক মনে করছে যে আপনি কোনো বৈশিষ্ট্য যে হারে ব্যবহার করেছেন, তা হয়তো অপব্যবহারের শামিল। উদাহরণস্বরূপ, আপনি যদি বন্ধুত্বের প্রস্তাব পাঠানোর সীমার নিকটবর্তী হওয়ার ব্যাপারে একটি সতর্কতা বাণী পেয়ে থাকেন, তবে আমরা মনে করছি যে আপনি মাত্রাতিরিক্তভাবে নতুন বন্ধু যোগ করছেন। মনে রাখবেন যে, এসব বৈশিষ্টের আরো অপব্যবহার আপনার একাউন্টকে স্থায়ীভাবে অচল করে দিতে পারে।

প্রশ্নঃ সাইট থেকে আমার অ্যাকাউন্ট অচল করে দেওয়া হয়েছে।

উত্তরঃ আপনার অচল অ্যাকাউন্টটি যেই ইমেল ঠিকানা দিয়ে খোলা হয়েছে, সেই ঠিকানা থেকে আমাদের এই ঠিকানায়: disabled@facebook.com যোগাযোগ করুন আপনার সমস্যার একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে।

*এখানে কিছু বাক্য বাংলা ফেসবুক ইউজারদের জন্য। যারা ইংরেজী ব্যবহার করছেন তার তা ট্রান্সলেশন করে নিবেন। (আমি ফেসবুক বাংলা ইউজ করি)

আমার ইসলামি ব্লগকে এগিয়ে নিতে সহায়তা করুন। কপি পেস্ট ছাড়া ইউনিক আরটিকেল সেখানে প্রকাশ করতে পারেন। আপনার লেখায় ইসলাম সম্বন্ধে সঠিক জ্ঞান দান করুন মানুষকে।

ইসলামী ব্লগের Link: http://islaminsidetheheart.com/

লেখা পোস্ট করুন এখানে- http://islaminsidetheheart.com/submit-your-writing-here/

15 thoughts on “ফেসবুক সম্বন্ধে নবীনদের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান!!”

  1. বেশ ভালো পোষ্ট। নতুন ইন্টারনেট ব্যাবহার কারিদের কাজে লাগবে। অথবা যে কোন নন-টেকিদের জন্য!

    1. @শিবলী,
      আসলে শুধু নতুন না, পুরাতন অনেকেই আছে যারা এর অনেক কিছুই জানেনা, যেমন আমার এক বেস্ট ফ্রেন্ড, পিসি পেয়েছে ১৯৯৮ সালে অথচ এখনো তেমন কিছুই পারে না!

      1. @ডিজে আরিফ, এই রকম প্রায় দেখা যায়। অনেকে আছে সারাদিন ফেজবুকেই কাটিয়ে দেয়, আর ভালো সেলিব্রেটি ব্লগার দের চাটিং এ বিরক্ত করে। তাদের ধারণা চাটিং করে সেলিব্রেটিদের সাথে এ ভাবে চাটিং করে সব জানা হয়ে যাবে। তাই আমি শুধু নতুন দের কথা বলি নাই। নন-টেকিদের কথাও বলেছি।

  2. “”আপনি যদি আপনার একাউন্ট মুছে দিতে চান, তবে অনুগ্রহ করে এই আবেদন পত্র ব্যবহার করে “আমাদের সাথে” যোগাযোগ করুন এবং আপনার আবেদন নিশ্চিত করুন।””

    আপনি কি ফেইসবুকের এডমিন লেভেলের কেউ নাকি? 😮

    1. @ইমতিয়াজ মাহমুদ,ম্ভবতঃ একটু ভুল বোঝাবুঝি হয়েছে। ডিজে আরিফ ফেসবুকের বাংলা সংস্করণ ব্যবহার করেন। সখানে এরকম একটি বাক্য লেখা আছে এবং লিংকটি দেওয়া আছে। কথাটি মূলতঃ ফেসবুকের। সেই লিংকটিতে প্রবেশ করলে একাউন্ট মুছে ফেলার আবেদন আসে। ধন্যবাদ, ইমতিয়াজ ভাই।

      1. @মাহবুব টিউটো,
        না না ইমতিয়াজ ভাই আমি ফেসবুকের এডমিন লেভেলের কেউ না, আমি পোস্ট টি লেখার সময় ফেসবুকের হেল্প অংশে সাহায্য নিয়েছিলাম, তাই বোধহয় এই রকম ভুল হয়েছে।

        আপনি বেশ বিচক্ষণ পাঠক, ধন্যবাদ।

  3. অনেক ভাল হয়েছে লিখাটি। ডিজে আরিফ আপনি লিখাটি কি অনুবাদ করেছেন কোথাও থেকে নাকি নিজের আইডিয়া থেকে লিখেছেন?

  4. Bhai,ami Facebook sing in korar somoy protibar amake akta kore new security code diya dito amar mobile number a.
    ami ai system a pray 5-6mash dhore fb use kortachi.
    goto 2-3din dhore hotath kore amar number a text message ashtechena.

    kintu fb sing in korar okhane lekha ashtase j ora message pathaise.
    kintu dukkher bisoy holo,amar number Security code dissena & kono text message o dissena.

    ami akhon ki korbo Bhaiya?

Leave a Comment