ফটোশপে ফ্লাইং সসার তৈরি

ভাবছি কদিন ফটোশপ নিয়েই লিখি! আজ আমি যে প্রজেক্ট বানানো শেখাবো সেটা হল ফটোশপে ফ্লাইং সসার তৈরি! এটা আমি আমার এক বিদেশী বান্ধবীর জন্য তৈরি করেছিলাম। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি! তো যাই হক। আসুন কাজে নেমে পড়ি।

১. নিচের মত সেটিং নিয়ে একটা ডকুমেন্ট্রি নিন।

২. এবার একটা ডিম্ব আকৃতি তৈরি করুন! নিচের চিত্র লক্ষ্য করুন।

৩. এবার Layer>Layer Style>Gradient Overlay যান এবং সেটিং নিচের মত করে করুন।

৪. এবার একটার ওপর এটার সমান একটা নতুন একই মাপের ডিম্ব আকৃতি তৈরি করুন। এটার রং যেন কালো হয়। এবং এটা একটু উপরের দিকে তুলে দিন। নিচের চিত্র লক্ষ্য করুন।

৫. সবার প্রথমে যে আমরা একটা ডিম্ব আকৃতি তৈরি করেছিলাম। এবার সেটার মত আর একটা ডুবলিকেট লেয়ার তৈরি করুন এবং এটা ড্রাগ করে সবার উপরে এবং এবং এগুলোর চেয়ে একটু উপরে তুলে দিন। নিচের চিত্র লক্ষ্য করুন।

৬. এবার এটার মাথায় আরও একটা কালো রং এর ডিম আঁকুন।

৭. Layer>Layer Style>Gradient Overlay যান এবং সেটিং নিচের মত করে করুন।

৮. এবার Stroke এ যান এবং সেটিং নিচের মত করে করুন।

৯. এবার একটা বৃত্ত আঁকুন এবং Edit>Transform>Warp গিয়ে নিচের অবস্থায় নিয়ে আসুন!

১০. এখন Layer>Layer Style>Blending Options: custom এ যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।

১১. Inner Shadow যান এবং সেটিং নিচের মত করে করুণ।

১২. Inner Glow এ যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।

১৩. Satin এ যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।

১৪. এবার Gradient Overlay যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।

১৫. দেখুন এবার আমি এর ব্যাকগ্রাউন্ডটা কালো রং করেই দিলাম, কারণ: এর পরের কাজ গুলো কালো রং ছাড়া ফুটবে না। এটার মূল বডিতে Brush টুল এর সাহায্য সাদা রং এর কয়েটা ফোটা দিন এগুলো আমারা লাইট হিসেবে ব্যাবহার করবো।

১৬. Layer>Layer Style>Inner Shadow এবং সেটিং গুলো নিচের মত করে করুন।

১৭. Outer Glow যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।

১৮. এবার নিচের মত একটা বৃত্ত আঁকুন।

১৯. Layer>Layer Style>Blending Options: custom এবং সেটিং নিচের মত করে করুণ।

২০. Gradient Overlay যান এবং সেটিং টা নিচের মত করে করুন।

২১. এবার নিচের মত করে একটা আলোর ছাঁটা আঁকুন।

২২. তারপর Layer>Layer Style>Gradient Overlay যান এবং সেটিং নিচের মত করে করুন।

ব্যাস আপনার কাজ শেষ এবার আমার তৈরি করা .PSD অর্থাৎ ফটোশপের সোর্চ ফাইলটা এখন থেকে নামিয়ে নিন। আর কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না।

10 thoughts on “ফটোশপে ফ্লাইং সসার তৈরি”

  1. বরাবরের মতোই ভাল লেখা। পরীক্ষা কেমন হলো? পরীক্ষার পর নিয়মিত হওয়ার জন্য ধন্যবাদ।

    এই সময়টাতে পড়ালেখার প্রতি একটু বেশি নজর দেওয়া উচিৎ। একটা দির্ঘ্য মেয়াদী লক্ষ্য নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়া উচিৎ। আর এখন থেকেই সেটা করা উচিৎ। অনেকে পরীক্ষা কাছে এসে গেলে আদা জল খেয়ে নামে… এটা করা উচিৎ না। আমি তো পরীক্ষার সময় তেমন পড়তাম-ই না। সারা বছরের একই রকমের পড়ালেখার ধারা রক্ষা করতে চাইতাম।
    লিউ-বাবাতুয়া’র একটা পোষ্ট দেখতে পারেন- How I Was Able to Ace Exams Without Studying

    1. @মাহবুব টিউটো, ধন্যবাদ মাহবুব ভাই। পরীক্ষা বেশ কদিন আগেই শেষ হয়েছে। তবে প্রাকটিকাল গুলো এখনও চলছে। তবে আশার কথা আমি বছর এর শুরুতেই এই গুলো শেষ করে ফেলেছি বলে এখন আর কষ্ট করতে হচ্ছে না।
      আমি সারা বছর ধরেই পড়ি স্কুল, প্রাইভেট অথবা কোচিং এর সময় বাদেও ৩ ঘণ্টা নিয়মিত পড়ি। কিন্তু ব্যাপার কি জানেন! আমার আবার পরীক্ষার সময় পড়তে হয়। কারণ আমি কিছুই মনে রাখতে পারি না। আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল। যেমন একটা উদাহরণ দেই, রসায়নের পর্যায় সারণি এই যাবত চার বার মুখস্থ করলাম। কিন্তু প্রতিবারই একটা না একটা খুদ থাকেই! আপনি যে কথাটা বলেন সেটা ভালো ছাত্রদের মাঝে আমি দেখেছি। আসলে আমি মাঝারি ধরণের ছাত্র। পরিশ্রম করে বলেই টিকে আছি।

      তবে আমি এখন একটু ছটিতে আছে এই মাসে পুরোটাই থাকবো।

      লিংকটার জন্য ধন্যবাদ। আমি ঐ ব্লগে প্রায়ই যাই। তবে এই লেখটা পড়ি নাই! পড়ছি!

  2. শিবলী ধন্যবাদ তোমাকে, আবারও অসাধারণ পোস্ট।

    থ্রিডি সসার কিভাবে বানাতে পারবো যদি জানো তাহলে শেয়ার করার রিকোয়েস্ট করছি।

    1. @ডিজে আরিফ, ভাইরে এটাই তো আমার কাছে থ্রিডি মনে হচ্ছে! তবে আপনার দেখা কোন থ্রিডি সসার এর ছবি যদি থাকে তাহলে আমাকে দেখান! কারণ আমি বুঝতে পারছি না আপনি থ্রিডি বলতে ঠিক কি বুঝিয়েছেন। আমাকে বোঝানোর জন্য মাহবুব ভাই এর দৃষ্টি আকর্ষণ করছি।

  3. আমি যদি লেখাগুলোকে কপি করে .doc file-এ নিজের সংগ্রহের জন্য রাখতে চাই তাহলে অনুমতি পাব???
    বি: দ্র: আমার কোন ওয়েব সাইট নাই এবং আমি কোন ওয়েব-এ paste করবনা…

  4. Wow, marvelous blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your web site is magnificent, as well as the content!. Thanks For Your article about ফটোশপে ফ্লাইং সসার তৈরি | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment