ফটোশপে 3D কলম তৈরি

আগের বার আমি ফটোশপে ৩ডি পেনসিল তৈরি করা শিখিয়েছিলাম। আজ আমি শেখাবো কি ভাবে ৩ডি কমল তৈরি। আমার মাথা কদিন ধরেই ফাঁকা তাই আজ আর কোন প্যাঁচাল পাড়বো না। কাজে নেমে পড়ি।

১. নিচের মত সেটিং নিয়ে একটা নতুন ডকুমেট্রি নিন এবং একটা লেয়ার নিন।

২. এবার একটা চতুর্ভুজ আঁকুন {নিচের ছবি অনুসরণ করুন}

৩. Edit> Transform>Warp এবার যান এবং নিচের দিকটা একটু চাপিয়ে দিন।

৪. Layer>Layer Style>Gradient Overlay যান এবং সেটিং গুলো নিচের মত।

৫. আবার নিচের মত একটা চতুর্ভুজ আঁকুন।

৬. আরও একটা লেয়ার নিয়ে, ঐ চতুর ভুজটার ওপর একটা লম্বা চতুর্ভুজ আঁকুন। {নিচের চিত্র লক্ষ করুন}

৭. Filter > Blur > Motion যান এবং নিচের মত সেটিং করুন।

৮. তারপর Layer>Layer Style>Gradient Overlay যান এবং নিচের মত সেটিং করুন।

৯. এইবার আরও একটা লেয়ার নিন এবং ওপরের চতুর ভুজটার ওপরে আরও একটা চতুর্ভুজ সাদা রং এর আঁকুন {নিচের ছবি লক্ষ্য করুন।} [বোঝার সুবিধার জন্য নিচে অন্য রং এর ব্যাকগ্রাউন্ড কালার ব্যাবহার করলাম]

১০.তারপর Layer>Layer Style> Inner Shadow যান এবং সেটিং নিচের মত।

১১. এবার আরও টা চতুর্ভুজ আঁকুন এবং Edit> Transform>Warp গিয়ে এর কোন গুলো দুই বডির সাথে মিলিয়ে দিন {নিচে চিত্রে অনুসরণ করুণ}

১২. Layer>Layer Style>Gradient Overlay যান এবং সেটি গুলো নিচের মত করে করুন।

১৩. এবার কলমের নিবের আকার তৈরি করুন।

১৪. তারপর Layer>Layer Style>Gradient Overlay যান এবং সেটি গুলো নিচের মত করে করুন।

১৫. Inner Shadow যান এবং সেটিং নিচের মত।

১৬. Drop Shadow যান এবং এবং সেটিং নিচের মত।

এই পুরো প্রজেক্টটা ১২০০x১২০০ PSD ফাইলে ডাউনলোড করুন এখান থেকে। নিচে ডেমো দিলাম।

8 thoughts on “ফটোশপে 3D কলম তৈরি”

  1. রুবাইয়্যাত

    চমৎকার টিউটোরিয়াল। ফটোশপে কিভাবে হাতের লেখা টাইপ ফন্টে কিছু লেখা যাবে -এই ধরনের কিছু টিউটোরিয়াল দিতে পারবেন দয়া করে? পেলে গরীবের উপকার হতো।

    1. @রুবাইয়্যাত, ফটোশপে হাতের লেখার মতো টাইপোগ্রাফী আমারকাছে বেশ ভাল লাগে। অনেক সময় লগো ডিজাইনের সময়ও দরকার পরে। পেনটুলের মাধ্যমে অনেকে সুন্দর করে হাতের লেখা বানাতে পারে। আবার আইপড ব্যাবহারকারীরা তো সরাসরি হাতে লিখেই কম্পিউটারে ঢুকিয়ে দিতে পারে। এবেপারে টিউটোরিয়াল দরকার, এক্সপার্টদের দৃষ্টি আকর্ষন করছি।

      1. @টিউটো, পেন টুল ব্যবহার করে আমিও লিখতে পারি তবে ওটা ফটোশপের চেয়ে Illustrator বেশী ভালো হয়। কিন্তু বহু পরিশ্রমের আমি একটার বেশী বর্ণ কোন দিন লিখতে পারি নাই। তাই ফন্ট দিয়েই কাজ চালাই।

    2. @রুবাইয়্যাত, আমার টিউটোরিয়ালে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
      আসলে আমি হাতের লেখার মত লেখার কাজটা Type tool দিয়েই চালাই। তবে বাংলা লিখতে গেলে বিজয় ব্যাবহার করতে হয়। আর আপনার বিজয় না থকলে এখান থেকে ইউনিকোড টু বিজয় কনভার্টটার নামিয়ে নিন। মাত্র 273kb।
      আর আমার কাছে হাতের লেখার মত দেখতে কয়েটা বাংলা ফন্ট আছে লাগলে দিতে পারি।

  2. শিবলী ভাই, আমি যদি আপনার মত টেম্পলেট ছাড়াই কিছু করতে পারতাম!!!
    ইয়ে একটা বই বানানোর টিউটেরিয়াল রিলিজ করার আবেদন রইল।
    কলমটা আকঁছি……পেটটা মোটা দিলাম……….থাঙ্কস টু শিবলী…..

  3. সুব্রত বিশ্বাস দাস

    আমি ফটোশপে এখনও নতুন, আগামীকাল চেষ্টা করবো, আশ করি সফল হবো। ভাল লেগেছে সাইটটি।

Leave a Comment