ভিজ্যুয়াল HTML কোডবার ব্যবহার করুন ওয়ার্ডপ্রেসের মন্তব্যে

প্রাথমিক কথা:

এর আগে জুমলাতে এবং পানবিবিতে ভিজ্যুয়াল কোডবার ব্যবহার করা দেখিয়েছিলাম। ভিজ্যুয়াল কোডবার থাকলে মন্তব্যকরা অনেক সহজ হয়ে যায়। এই ধরুন মন্তব্যের সাথে ছবি দেওয়া, কোন অংশকে লিংক করা, কোট করা ইত্যাদি ইত্যাদি। এগুলো সাধারণ ইউজাররা কোড লিখে দিতে পারে না। আর এই কোডবার থাকলে সহজেই যে কোন ইউজার এগুলো করতে পারবেন।

ডাউনলোড:

Comment Form Toolbar নামের এই প্লাগিনটি ডাউনলোড করুন এখান থেকে। (এটি রুশ ভাষায় করা। বাংলা সংস্করণের জন্য নিচে দেখুন) আরও তথ্যের জন্য এর প্লাগিন পেজ ও ভিজিট করতে পারেন।

ইনস্টল:

এটি ডাউনলোড করে অথবা ওয়ার্ডপ্রেসের ড্যাশবার্ড থেকে আগের নিয়মেই ইনস্টল করুন।

ব্যবহার:

এটি এতই সিম্পল প্লাগিন যে, এটি ইনস্টল করার পর আপনাকে কিছুই করতে হবে না। ইনস্টল করার পরই ব্যবহার করতে পারবেন।

এটির ডেমো দেখুন এখান থেকে

বাংলা অনুবাদ:

এই প্লাগিনটি রুশ ভাষায় হওয়ায় ব্যবহার করতে দারুণ অসুবিধা। আপনাদের সেই অসুবিধার কথা চিন্তা করেই আমি এটির বাংলা অনুবাদ করেছি। সেটি ডাউনলোড করুন এখান থেকে

6 thoughts on “ভিজ্যুয়াল HTML কোডবার ব্যবহার করুন ওয়ার্ডপ্রেসের মন্তব্যে”

    1. @শিবলী, রাসেল অবশ্য বেশ কিছু সিএমএস ও প্লাগিন বাংলায় অনুবাদ করার কাজ করছেন। তার ওয়েবে গেলে দেখতে পাবেন। মতামতের অংশটি কাষ্টমাইজেশনের টিউটোরিয়ালের জন্য ধন্যবাদ রাসেল ভাই।

  1. প্লাগিনটির বাংলায় অনুবাদ কৃত ডাউনলোড লিংকে এখন প্লাগিইটি নেই কেন…??
    অনুগ্রহ করে লিংকটি কি আবার দিবেন..??

Leave a Comment