ছোট ব্লগ পোষ্টকে কি নিন্মমানের পোষ্ট বলা যায়?

কয়েকদিন আগের একটি পোষ্টে দ্রুত দৌড়ানো ব্লগারের কাজ নয় শীরোনামে একটি ব্লগ পোষ্ট করি ও সেখানে বলি,

কেউ কেউ শুধু দরকারী কথাটাই তার ব্লগে লিখে যান। বিশেষতঃ খবর বা টিউটরিয়াল ধরনের লেখায় মূল বিষয় ছাড়া কিছু লেখার প্রয়োজন আছে বলে অনেকে মনে করেন না। কেউ কেউ শুধু দরকারী কথাটা এত সঙ্খেপিত করে লিখেন যে তা বুঝে উঠতে কষ্ট হয়।

এর প্রক্ষিতে অনেকেই বলেন যে, দিনে  ৪-৫ টা পোষ্ট না লিখে একটি পোষ্ট লেখাই উত্তম।  এখানে ছোট-বড় পোষ্ট ও মান সম্পন্ন ও মানহীন পোষ্টের প্রসঙ্গটি জরিয়ে গেছে তাই সে বেপারে আলোচনার অবকাশের প্রেক্ষিতে আজকের এ পোষ্ট।

ছোট ব্লগ পোষ্ট কি নিন্মমানের পোষ্ট বলা যায়?

অনেকেই নিজের ব্লগটিকে একটি ব্যাতিক্রমধর্মী ব্লগে পরিনত করার জন্য আপ্রান চেষ্টা করে থাকে। এর তাই অনেকে বিশেষ একটি বিষয়ের উপর লেখালেখি করতে চেষ্টা করে। একটি বিষয়ে প্রাথমিক কয়েকটা কথা বলা প্রায় সবার কাছেই সহজ। আর তাই সামাজিক নেটওয়ার্কে ও মাইক্রোব্লগে আলাপ আড্ডা চলতেই থাকে। আর ঠিক সেইভাবে যদি নিজের কথাগুলো সংক্ষেপে ব্লগে বিবরণ আকারে প্রকাশ করেন তাহলে লেখার মান তেমন ভাল করা সম্ভব না।

গরুর রচনা লেখতে বললে গরু সম্পর্কে পাঁচ-সাতটা বাক্য সবাই বলতে পারবে। আর গরুর রাখাল বলতে পারবে আরও বেশি কিছু। গরুর ডাক্তার গরু সম্পর্কে জানে আরও  অনেক বেশি তথ্য। এখন কথা হলো ওয়েবে লোকজন কেন আপনার ব্লগটি পড়তে আসবে? মূলতঃ সারা বিশ্বের মানুষজন তিনটি কারনে ইন্টারনেট ব্যবহার করে থাকে-

  • ১. যোগাযোগ ও সামাজিক বন্ধন
  • ২. প্রয়োজনীয় ও শিক্ষনীয় বিষয়গুলো সম্পর্কে জানতে
  • ৩. বিনোদন

অধিকাংশ প্রফেশনাল ব্লগই দুই নম্বর প্রয়োজনটা মিটায়। আর তাই অবশ্যই নিজের কন্ঠস্বরকে সেইভাবে উপস্থাপন করতে হবে। পাঠক মাত্রই শিক্ষনীয় বিষয় খোজে যা সে জানে না। আর তার অজানাকে জানানোর জন্য পোষ্টের আকার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করতে পারেন। অনেক মনীষীর কয়েক শব্দের কথা মধ্যে অনেক কথা লুকিয়ে থাকে। কিছু ছোট পোষ্টের ব্লগ দেখেছি যা ব্যাপক জনপ্রিয় কারন সেখানে যে কথাটি বলা হয়েছে তা আর কেউ কখনো বলে নাই-চিন্তাও করে নাই।

যদি কোন টিউটরিয়াল বা তথ্য ভিত্তিক ব্লগ হয় বা ধারাবাহিক ব্লগ হয় তাহলে ইচ্ছাকৃতভাবে অনেক ছোট ছোট অংশে ভাগ করে পোষ্ট প্রকাশ করাকে আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি।স্ম্যাসিং ম্যাগাজিনের পোষ্টগুলো দেখেন । পোষ্টগুলো বেশ বড় ও একটি বিষয়ে মোটামুটি সামগ্রিক তথ্য সমৃদ্ধ।

টিউটরিয়ালবিডিতে ছোট বা শুধু মাত্র ধন্যবাদসুচক কম শব্দের মতামত গ্রহণ করা হয় না। বেপারটা আপনার কাছে কেমন লাগে? একটা বিষয়ের উপরে মতামত দিতে গেলে নিজের চিন্তার প্রকাশ করতে হয়। হা বা না বলে মতামত দেওয়ার জন্য এই  ব্লগ না। মুক্তমঞ্চে নিজের কথা ও আইডিয়া শেয়ার করার জন্য বলা হয়েছে। তার অর্থ এই নয় যে, কম শব্দের মতামত সুন্দর হবে না।

এখানে অবশ্য আরো একটি কথা আসে- তা হলো একজন পাঠক ক্লিক করে যদি বাল কিছু না পায়, ক্লিকের মূল্য না এরে সেই পাঠক আর ব্লগে আসবে না। তাই বড় পোষ্টে ভাল তথ্য থাকার সম্ভাবনাই বেশি।

কয়েকটি পোষ্টের লিংক শেয়ার করছি যার মাধ্যমে আরও ভাল লেখালেখির ক্ষমতা অর্জন করা সম্ভব।

5 thoughts on “ছোট ব্লগ পোষ্টকে কি নিন্মমানের পোষ্ট বলা যায়?”

  1. আপনার লেখার মূল বিষয়টা বোধহয় ধরতে পেরেছি ।অনেকের ব্লগে আমি এটাও দেখেছি যে পত্রিকার বিনোদন পাতার সংবাদ দিয়ে ব্লগ ভরে ফেলেছেন । আমার কাছে ব্লগের অর্থটা হলো নিজের যা মনে আসে তা লেখা ।আর টিউট সেটা লেখা আমার কর্ম নয় ।অনেক ভালো একটা বিষয়ে লিখেছেন । ধন্যবাদ ।

    1. @শাম্মী, নিজের মনে অনেক কিছুই আসে। সব কিছু কি কেউ লেখে? ডায়েরীতে যা লেখা যায়, খোলা ব্লগে কি তা কেউ লেখেন? বেশ কয়েক বছর ডায়েরী লিখেছিলাম। তারপর ব্লগ লেখতে গিয়ে ডায়েরী লেখা বন্ধ হয়ে গেল। অনেক দিন পরে ভেবে দেখরাম যে, অনেক কথাই বাকি রয়ে গেছে – যে কথাগুলো ব্লগে লেখা যাবে না, হবেও না। নিজের জন্য কিছু লেখা আছে যা লিখতে পারি নি।

      তার পর একটি ব্লগ খুললাম, http://lifeofmahbub.blogspot.com সেখানে সবার প্রবেশ নিসিদ্ধ করে দিলাম। এখন অনেক বেশি স্বাধীনভাবে নিজের মনের কথা লেখা যায়।

      আমি কখনো ব্লগকে নিজের কথা বলতে পারি না,তুলনা করতে পারি না নিজের ডায়েরীর সাথে।

  2. দেখুন আমি জানি না আপনি কোনো পরিস্থিতির প্রেক্ষিতে এই ব্লগটি লিখেছেন। শুধু বলব, ব্লগ পোস্টের আকার দেখে তার মান নির্ণয় করা একান্তই বোকামী। মনের ভাষা এক লাইনে বলা যায়, আবার হাজার লাইনেও বলা যায় না। পুরোটাই নির্ভর করে লেখকের উপর। তা না হলে টুইটারের জন্ম হতো না।

    অনেক সময় অনেকেই (এমনকি আমি) বলে থাকেন, হাজার বিষয়ে না লেখবার জন্য। তাতে যেমন পাঠকের মনোযোগে সমস্যা হয়, তেমনি লেখক হিসেবে আপনার লেখার মানও কমে যেতে পারে।

    1. @জিন্নাত উল হাসান,হাসান ভাইয়ের সাথে আমি একমত আর তাই আমার এ লেখাটিতেও লিখেছি-
      “…. তার অজানাকে জানানোর জন্য পোষ্টের আকার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করতে পারেন। অনেক মনীষীর কয়েক শব্দের কথা মধ্যে অনেক কথা লুকিয়ে থাকে। কিছু ছোট পোষ্টের ব্লগ দেখেছি যা ব্যাপক জনপ্রিয় কারন সেখানে যে কথাটি বলা হয়েছে তা আর কেউ কখনো বলে নাই-চিন্তাও করে নাই। …..”

      একটি বিষয়ে পোষ্ট লেখার বিরুদ্ধেও কথা বলি নি। তবে এখানে কাউকে সুনির্দিষ্ট করে বুঝাতে চাই নি। আমি মাইক্রোব্লগের মতো নিজের ব্লগটিকে না করার জন্য বলেছি।

      লেখক হিসেবে আমারও ভুল থাকতে পারে। আমার সব কথা সবাইকে মানতে হবে এমন কোন কথা নেই। এখানে মতামত দেওয়ার জন্য ও বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ হাসান ভাই।

Leave a Comment