ফটোশপে LCD মনিটর তৈরি

আমি এখন ৱ টিউটোরিয়াল বিডিতে নিয়মিত হবার চেষ্টা করছি। আমি মূলত ফটোশপ এর পোস্ট করেই সম্মান ও প্রশংসা পাই (মাহবুব ভাইয়ের) তাই ফটোশপ বাদ দেই কিভাবে? তাই আমার এবার এর টিউটোরিয়াল টাও ফটোশপের ওপর।
ফটোশপ মূলতঃ ছবি এডিটিং করার কাজের জন্য তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে এটা বিভিন্ন ধরণের ডিজাইন তৈরির কাজেই বেশী ব্যবহৃত হয়। যেমন আমি নিজেও ফটোশপে ছবি এডিটিং এর কাজ ভালো পারি না। তো আমি মূল প্রজেক্টে চলে আসি। আজ আমাদের প্রজেক্ট ফটোশপে LCD মনিটর তৈরি। আমি Samsung এর ১৫ ইঞ্চি মনিটর ব্যাবহার করি। এটা ঐটার আদলেই তৈরি করেছি।

১. নিচের মত সেটিং নিয়ে একটা নতুন ডকুমেন্টরই নিন।

২. Rectangular Marquee Tool এর সাহায্যে একটা চতুর্ভুজ আঁকুন এবং এটা করলো রং দিয়ে ভরাট করুন।

৩. এবার Layer >Layer Style>Gradient Overlay যান এবং নিচের মত সেটিং করার চেষ্টা করুন কম বেশী হলে সমস্যা নাই।

৪. এবার নতুন একটা লেয়ার নিন। এটাতে Rectangular Marquee Tool এর সাহায্যে একটা চতুর্ভুজ আঁকুন {অবশ্যই মনিটরের মূল চতুর্ভুজটার চেয়ে ছোট}

৫. এবার Layer >Layer Style>Inner Shadow যান এবং সেটিং নিচের মত করে করুন।

৬. তারপর Gradient Overlay এ যান এবং সেটিং নিচের মত।

৭. এবার আর একটা লেয়ার নিন তারপর, Rectangular Marquee Tool এর সাহায্যে একটা চতুর্ভুজ আঁকুন এবং এটা করলো রং দিয়ে ভরাট করুন {Ctrl+T চেপে জায়গা মত বসিয়ে নিতে পারেন}।

৮. এবার Layer >Layer Style>Gradient Overlay যান এবং সেটিং নিচের মত করে করুন।

৯. এটা ড্রাগ করে সব গুলো লেয়ার এর নিচে নামিয়ে আনুন।

১০. Elliptical Marquee Tool এর সাহায্য একটা একটা বৃত্ত আঁকুন এবং এটা ঐ স্ট্যান্ড এর নিচে ড্রাগ বসান {এই লেয়ারটাও ড্রাগ করে সবার নিচে নামিয়ে আনুন} এবং Layer >Layer Style>Gradient Overlay যান সেটিং নিচের মত।

১১. এবার এর আগের মানে স্ট্যান্ডের লেয়ারটা সিলেক্ট করুন এবং Blur Tool এর সাহায্যে এর গোঁড়াটা একটু ঘুষে ঝাপসা করে দিন।

১২.এবার আমাদের একটা বাটন তৈরি করতে হবে। তার জন্য নতুন একটা লেয়ার নিন এবং Elliptical Marquee Tool এর সাহায্যে একটা ছোট্ট বিত্ত আঁকুন, কালো রং দিয়ে ভরাট করতে পারেন। এটা Ctrl+T চেপে জায়গা মত বসিয়ে নিন।

১৩. এবার Layer >Layer Style>Stroke যান এবং সেটিং নিচের মত।

ব্যাস হয়ে গেল আপনার মনিটর। মনিটরটা এখন নিচের মত দেখাবে।

আমি বেশ কিছু অংশ ডেভেলপ করে ফেলেছি কিন্তু সমস্যা হল স্কিন সট নেই নাই। তাই ঐ গুলো শেখাতে পারছি না। তবে আপনি এখন থেকে PSD ফাইলটা নামিয়ে নিতে পারেন। ডাউনলোড লিংক

11 thoughts on “ফটোশপে LCD মনিটর তৈরি”

    1. @রাফসান, ভাই আপনি বাংলা ব্লগ পড়া বাদ দেন! বেশীর ভাগ বাঙ্গালি অনুবাদ করে লিখে। তবে আমার মনে হয় ইংরেজিতে পড়েও আপনি সুবিধা করতে পারবেন না। কারণ ভালো লেখকরাও ১০ টা পোস্ট রিসার্চ করে একটা লিখে।

      1. @শিবলী, বাংলা পড়া বাদ দিতে বলেন আবার ইরেজীতে সুবিধা করতে পারবে না-তাহলে রাফসান যাবে কোথায়?

        টিউটরিয়ালটি বেশ সুন্দর হয়েছে।

          1. @ইমরান, সত্যিই ভালো হয়েছে। আপনার কাজ আপনার পছন্দ না হলে আমার কি দোষ?
            আচ্ছা এইবার ল্যাপটপ বানানি ভালো করে শিখাবো।

Leave a Comment