মজার মজার কমিকস তৈরী করুন কয়েক ক্লিকেই

অনেকেরই মজার মজার কমিক্স আইডিয়া মাথা চাড়া দেয় কিন্তু ওয়েবে সহজে উপস্থাপনের জন্য সুন্দর ভাবে ডিজাইনের কাজটি করতে পারেন না। তারা জন্য এবার খুব সহজেই বিনা খরচে বানাতে পারবে তাদের কমিক্স।

ছবি আঁকা বা টেক্সট বক্স বানানোর ঝামেলাও পোহাতে হবে না আর। বেশ কিছু দিন আগে বলেছিলাম যে, ওয়েব এপ্লিকেশনগুলো ডেক্সটপ এপ্লিকেশনের স্থান দখল করতে এসেছে। তাহলে জেনে নেই কোন কোন ওয়েবগুলো আপনাকে কমিকস এর কার্টুন বানাতে সহায়তা করতে পারে।

১. MakeBeliefsComix.com

মজার মজার কমিকস তৈরী করুন কয়েক ক্লিকেই

সাইটটি বেশ হালকা ও বাচ্চারা সহজে এখান থেকে কমিক্স বানাতে পারবে। অনেকটা গেমের মতো ইন্টারফেজ আর সহজ চিন্তা থেকে ২ডি কমিক্স দেখে নিন।

২. MarvelKids.com’s Create Your Own Comic

মজার মজার কমিকস তৈরী করুন কয়েক ক্লিকেই

বিভিন্ন বক্স আকারে সুন্দরভাবে আরও মান সম্পন্ন ছবি সহ কমিক্স বানানোর প্রগ্রাম এটি।

৩. Pixton.com

কমিক্স তৈরীর এ ওয়েবসাইটে বিভিন্ন ব্যাগ্রাউন্ড সহ সুন্দর ভাবে কার্টুন চরিত্রগুলোকে প্রকাশ করা যায়। বিভিন্ন ধরনের শেপ ও প্রাকৃতিক চবি সংগ্রহ আছে এতে।

ভিডিওটিতে দেখে নিন এর ব্যবহার পদ্ধতি।সবচেয়ে মজার যে ফিচারটি তা হলো একই চরিত্রের বিভিন্ন অবস্থার ডিজাইনও খুব সহজে করা যায় এখানে। পূর্ণ একটি ধারাবাহিক কার্টুন রঙ্গ বানাতে ব্যবহার করতে পারেন।

৪. ToonDoo

মজার মজার কমিকস তৈরী করুন কয়েক ক্লিকেই

এখানে কিন্তু শুধু ডিজাইনই নয়। অনেক সুন্দর সুন্দর কমিক্স আইডিয়াও পাবেন। আপনার ডিজাইনটিও সাবমিট করতে পারবেন। এখানে বসে আপনি একটি কমিক্স বইও বানিয়ে নিতে পারেবন।

এছাড়াও অনেক অনেক সাইট খুজে পেতে পারেন আপনার কমিক্স বানানোর জন্য। স্ট্রিপজেনারেটরপিকিস্ট্রিপও অন্যতম চাইলে ইলাস্ট্রেটরে কিছু চরিত্র কিছু সোয়াচ ও অবজেক্ট বানিয়ে নিতে পারেন বিভিন্ন সময়ে ব্যবহার করা জন্য।

পোষ্ট সূত্রঃ ম্যাশেবল

6 thoughts on “মজার মজার কমিকস তৈরী করুন কয়েক ক্লিকেই”

  1. এই না হলে মাহবুব ভাই এর টিউটোরিয়াল আমি ২ ঘণ্টা নষ্ট করে ফটোশপে ফোল্ডার বানানো শেখায় আর উনি ১০ মিনিটে কমিক্স বানানো শেখান।
    আল্লাহ্‌ বিচার করবে!

    1. @সবাইকে, কিছু দিন আগে সাপ্তাহিককার্টুন রঙ্গ চালু করেছিরাম। পরবর্তিতে মজার আইডিয়া না পেয়ে তা বন্ধ করতে হলো। আপনাদের মধ্যে কেউ যদি কমিক্স বানাতে পারেন তাহলে প্রতি সপ্তাহে কমিক্স পোষ্ট করা হবে। আমিও সেই ধারাবাহিক পোষ্ট করার চেষ্টা করবো। অবশ্য এক সময় আমার মজার মজার কথা ও রহস্য জনক বিষয় নিয়ে একটি রহস্য পত্রিকা/ব্লগ বানানোর আইডিয়া ছিল। দেকা যাক সময়, সুযোগ ও সাথী পেলে শুরু করতে পারি।

  2. মনি: তুই কেরে?
    সযন: আপনার যেটা মেন হয়?
    মনি: আমার তো মনে হয় আপনি ১টা গরু!!!
    সযন: কী, আমি গরু? হম্বা! হম্বা! ওপপস….

Leave a Comment