উইন্ডোজ সেভেন/৭ কে আরও গতিশীল করুন

আমারা কম বেশী সাবাই উইন্ডোজ সেভেন (৭/7) এর সাথে পরিচিত। আমিও এই উইন্ডোজ সেভেন ব্যাবহার করি। উইন্ডোজ ভিস্তা ও এক্স পি এর চেয়ে এটা আমার ভালো লাগে। আমার কম্পিউটার’টা একটা ডেক্সটপ। এটা একেবারে ফাটাফাটি শক্তিশালি না হলেও বেশ ক্ষমতাশালী বলা যায়। আমি কিছু দিন আগে ঝামেলায় পড়ি আমার একটা বন্ধুর কম্পিউটারে উইন্ডোজ দিয়ে। কারণ ওর মেশিন ছিল বেশ দুর্বল। তবে কিছু জিনিস পরিবর্তন করলে আপনার উইন্ডোজ সেভেন এক্সপির চেয়ে শক্তিশালী হয়ে যাবে আমার ধারণা। ঠিক আছে তবে টিউটোরিয়াল শুরু করি। কি বলেন।

১. Computer এর গিয়ে Propertics এ ডান তারপর বামে চার নম্বর অপশন Advanced System Setting যান।

২.  এখানে নিচের মত উইন্ডো আসবে এখানে Perfomance এর Settings.. ক্লিক করুন।

৩. নিচের মত সেটিং করুন এবং OK চাপুন।

৪. এবার Control Panel>Folder Options>View যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।

এবার একবার রিস্টার্ট দিন দেখুন কম্পিউটারের গতি অনেক বেড়ে গেছে। তবে তাতেও যদি পছন্দ মত কাজ না করে। তবে আরও কিছু সেটিং করতে হবে।
৫. এজন্য Run অপশনে msconfig টাইপ করুন। Startup যান। আর অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো থেকে ঠিক চিহ্ন তুলে দিন।

৬. পারলে উইন্ডোজ এর ওয়েলকাম টিউন বন্ধ করে দিন। তার জন্য Desktop>Personalization> sounds গিয়ে No sounds করে দিন।

আশার করি আপনার উইন্ডোজ এর গতির সমস্যা কিছুটা হলেও লাঘব হয়েছে। উইন্ডোজ সেভেন এ এন্টিভাইরাস ব্যাবহার করার দরকার নাই। এটাতে অন্য অপারেটিং এর চেয়ে ভাইরাস কম আক্রমণ করে। আমি প্রায় ৬ মাস থেকে এন্টিভাইরাস ব্যাবহার বন্ধ করে দিয়েছি।

14 thoughts on “উইন্ডোজ সেভেন/৭ কে আরও গতিশীল করুন”

  1. সামনের দিনগুলো যে উইনডোজ সেভেনের হাতে..তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ল্যাপটপে সেভেনের ভিজুয়ালাইজেশন বেশ সুন্দর লাগে। তবে বেশ কিছু বেপারে সেভেন অনেক স্লথ ও নিজে নিজে ভেতরে ভেতরে অনেক কাজ করে (যেমন- ড্রাইভার ইন্সস্টল) যা অনেক সময় বিরক্ত লাগে। আইপিভি৬ সহ অনেক নতুন নতুন ফিচার আছে যা হয়তো এক্সপির ব্যবহারে ধ্বস নামাবে। ধন্যবাদ..শিবলু ভাই।

  2. সামনের দিনগুলো যে উইনডোজ সেভেনের হাতে..তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ল্যাপটপে সেভেনের ভিজুয়ালাইজেশন বেশ সুন্দর লাগে। তবে বেশ কিছু বেপারে সেভেন অনেক স্লথ ও নিজে নিজে ভেতরে ভেতরে অনেক কাজ করে (যেমন- ড্রাইভার ইন্সস্টল) যা অনেক সময় বিরক্ত লাগে। আইপিভি৬ সহ অনেক নতুন নতুন ফিচার আছে যা হয়তো এক্সপির ব্যবহারে ধ্বস নামাবে। ধন্যবাদ..শিবলু ভাই.

  3. @টিউটো: আমি যখন প্রথম উইন্ডোজ সেভেন ব্যাবহার শুরু করি তখন কত জনের কত কথা। কিন্তু আমি হলফ করে বলতে পারি যে সেভেন ব্যাবহার করবে সে এক্স পি কিংবা বিষ্ঠা থুক্ক ভিস্তা’তে কোন দিন শান্তি পাবে না। আর ড্রাইভার ইন্সটল অতি প্রয়োজনীয় একটা ফিচার (অন্তত আমার কাছে)। কারণ অনেক রকমের ডিভাইস কম্পিউটারে লাগাতে হয়।
    তার পর আমার কাছে সবচেয়ে বড় যে সুবিধা মনে হয় সেটা হল ভাইরাস। এটাতে কোন এন্টিভাইরাস লাগে না। আর এক্স পিতে আমার প্রতি ১০ দিন পর পর মেশিন ফরমেট দিতে হত। আমার কাছে এন্টিভাইরাস ভালো লাগে না।

  4. আমিও সেভেন ভক্ত, তবে মাঝে মাঝে কিছু কাজের জন্য এক্সপি তে ব্যাক করতে হয়, সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ.

  5. @jewel: আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে সেভেনে তো এক্স পির সব কিছু চলে কোন সমস্যা হলে ট্রাবল সুট করলেই হয়।

  6. 7 এর RC যখন ছাড়া হল তখন মাক্রোসফটের সাইট থেকে নামালাম। এরপর থেকে ৭ ব্যবহার শুরু। এর আগে এক্সপি ও উবুন্টু ব্যবহার করলেও এখন ৭ বেশ ভাল লাগছে। তবে উবুন্টুকেও ভাল লাগে। বিশের করে কম্পিজের ব্যবহার, চরম ও জটিল….। সে হিসেবে ৭ কে কেমন জানি পানসে মনে হয়। তারপরও ৭ এর ব্যবহার। কারণ বহু পদের সফটওয়ার ব্যবহার ও এর সহজ লভ্যতা ৭ এর ব্যবহারকে নমনিয় ও আকর্ষনিয় করেছে।

    @শিবলী: না, কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো ৭ সাপোর্ট করে না। তবে সে খাতার লিস্ট খুব বেশি বড় না। কারণ প্রায় সব বড় বড় প্রতিস্ঠানই ইতোমধ্যে তাদের সফটওয়ারের উইন-৭ কম্পাটিবল সফট বের করেছে।
    @জুয়েল: আপনাকে কি কাজের জন্য এক্সপিতে যেতে হয়? ৭-এতে তো এক্সপির প্রায় সব কাজই করা যায়। খুব বেশী প্রব্লেম হলে এক্সপি এনভায়রনমেন্টটা ডাইনলোড করে নিতে পারেন। সেক্ষেত্রে ৭ নিয়ে আর কোন ঝামেলা হওয়ার কথা না।

  7. @শরীফ উদ্দীন: ভাইয়া গঠন মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ কিছু সফটওয়্যার থাকতে পারে। আমিও ডুয়েল বুথ এ উবুন্টু চালাবো বলে ঠিক করেছি। শুধু ফটোশপটা থাকলে পুরোপুরি উবুন্টু চলে যেতাম।

  8. সেভেনে ক্রিয়েটিভ লাইভ ভ্যালুকে কিভাবে সম্পূর্ণ কনফিগার করা যায় তা জানালে খুব খুশি হবো। ধন্যবাদ।

    1. @shuvro, খুব ঝামেলায় আছি ক্রিয়েটিভ লাইভ এর সেভেন এর ড্রাইভার নিয়ে…পাইলে জানাইয়েন

  9. Windows7 আমার ও ভালো লাগে। কিন্তু কিছু কিছু Software আছে Windows৭ চলে না। যেমনঃ বিজয়, জাভা Stdio, অ্যাপচি, Turbo C, Zoom মডেম। আরো কত কি। Ubuntu IS THE BEST Operating System. কারন এতে প্রোয়জনিও যা যা লাগে সব ই ইন্সটাল্ করা থাকে। Ubuntu কেউ বাবহ্যার করছেন। Programmer দের জন্য Ubuntu খুব কাজের।

    1. @মারুফ, উইনডোজ ৭ এ উপরোল্লেখিত সবগুলো সফটওয়্যারই চলে। আমি বিজয়, সিটিসেল জুম মডেম উইনডোজ সেভেনে চালিয়ে দেখেছি। উবুন্তু ওপেন সোর্স সফটওয়্যার হওয়ার এর প্রতি সবারই (এমন কি আমারও) একটু বেশি ভালবাসা। লিনাক্সের উপরে জানা থাকলে আমাদের জন্য কিছু কিছু টিউটোরিয়াল লিখলে উপকৃত হতাম।

      আপনার পটুয়াখালীর সাইটটা দেখলাম।

  10. Turbo c chole but, full screen hoy na. Zoom setup hoy but open hoy na. Hazar o chesta korchi. Apnar jana thakle ek2 bolben. Apche chole. Java stdio onek chesta korche zoom er moto obostha.

Leave a Comment