ফটোশপে বেগুন তৈরি

বেশ কদিন ধরে আমার শুধু ড্রয়িং করার ইচ্ছা করছে তাই টিউটোরিয়াল গুলোতেও আপাতত ড্রইং করি। পরে অন্য বিষয় গুলোর ওপর লিখবো। আর ড্রইং আমার খুব প্রিয় কাজ বিশেষ করে ফটোশপে কারণ এটা একদম মৌলিক (নিজের) তারপর তৈরি করারও সহজ। আর এটাতে যে ডিজাইনার এর সৃজনশীলতা বিকাশ পায়। তাই ড্রয়িং করি। এই টিউটোরিয়ালে আমারা আমাদের দেশী সবজী বেগুন তৈরি করবো এবং তা অবশ্যই ফটোশপে। আসেন গুনে ভরা বেগুন তৈরি করি। আশা করি ফটোশপ ইতিমধ্যে ওপেন!

১. প্রতি বারের মত নিচের সেটিং অনুসারে এটা নতুন ডকুমেন্ট নিন।

২. তারপর Elliptical Marquee Tool এর সাহায্যে একটা বৃত্ত আঁকুন। বলে রাখি বেগুনি রং দেবার চেষ্টা করুন আমার রং এর সাথে কম বেশী হলে সমস্যা নাই। ভরাট করে ফেলুন

৩. Ctrl+T চেপে একটু সরিয়ে বাঁকা করে নিন। তাহলে বেগুনের আকার দেবার সময় আমাদের সুবিধা হবে।

৪. এবার বেগুনের রংটা ঠিক করি তাহলে আকারটা দেবার বেলায় বুঝতে সুবিধা হবে। তার জন্য Layer> Layer Styles> Drop Shadow যান এবং সেটিং নিচের মত।

৫. এবার Inner Shadowযান এবং সেটিং গুলো নিচের মত।

৬. Inner Glow যান এবং সেটিং গুলো নিচের মত।

৭. আবার Bevel and Emboss যান এবং সেটিং গুলো নিচের মত।

৮. এবার Pattern Overlay যান এবং সেটিং গুলো নিচের মত।

এবার আমারা বেগুনের আকার প্রদান করবো।

৯. এবার Filter>Render>Fibers যান এবং এবং নিচের মত করে বেগুন এর আকার দেবার চেষ্টা করুন। খুব একটা কঠিন হবে বলে আমার মনে হয় না।

১০. এবার Polygonal Lasso Tool ব্যাবহার করে এর বোটা তৈরি করুন।

১১. Gradient Tool নিন এবং নিচের মত কালার সেটিং করুন। রং কম-বেশী হলে সমস্যা নাই।

১২. তারপর এপার থেকে ওপর থেকে নিচে ড্রাগ করে বোঁটাটাকে কালার প্রদান করুন।

১৩. এবার Edit> Transform>Warp এ যান এবং টেনে-টুনে বোটার আকার ঠিক করুন।

১২. এবার Dodge and Burn Tools ব্যাবহার করে এটাকে একটু মডিফাই করুন। পেটের কাছটা একটু বেশী সাদা করে দিন তারপর বোটাটা একটু কালো।

তারপর শেভ করুন। আমি সব বিখ্যাত বিখ্যাত সাইটে দেখি যে .psd ফরমেটের ছবি গুলোও দেয়। আমিও দিলাম ডাউনলোড লিং

9 thoughts on “ফটোশপে বেগুন তৈরি”

Leave a Comment