কিভাবে ফেসবুকের ল্যান্ডিং পেজকে নিজের পছন্দমত ডিজাইন করবেন

আমি অনেক ব্লগারদের দেখেছি যারা তাদের ফেসবুকের পেজকে নিজেরমত ডিজাইন করেন , আমি অনেক চেষ্টার পর সফল হলাম তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম

স্ক্রীনসট হিসাবে এই লিংকে গিয়ে দেখতে পারেন

প্রথমে এই লিংকে যান

এই পেজকে লাইক করুন তারপর Add to my page এ ক্লিক করুন আপনার যে পেজকে ডিজাইন করবেন , সেই পেজকে এ্যাড করুন

তারপর আপনার পেজের সেটিংস এ যান , পেজের সেটিংস এ যেতে এই লিংকে যেতে পারেন

http://www.facebook.com/pages/manage

তারপর দেখুন FBML-FBML আছে সেটার Application settings এ ক্লিক করুন

আপনার পেজকে এ্যাড করা না থাকলে এ্যাড করে নিন

এরপর Edit এ ক্লিক করুন ,

তারপর Box Title এ আপনার পছন্দমত Title দিন আর FBMl এ HTML কোডে আপনার পছন্দমত HTML কোড দিয়ে ডিজাইন করুন তারপর Save করুন

এরপর আপনার ব্রাউজার থেকে ব্যাকে আসুন Wall settings এ গিয়ে Default landing tab for Everyone else এ আপনারর FBML এ তৈরীকৃত FBML Title টি সিলেক্ট করুন

এবার আপনার ফ্যান পেজটি চেক করুন

4 thoughts on “কিভাবে ফেসবুকের ল্যান্ডিং পেজকে নিজের পছন্দমত ডিজাইন করবেন”

  1. ফেসবুক পেজের ডিজাইন এটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ওয়েবসাইটের ও প্রতিষ্ঠানের ব্যান্ডিং এর প্রকাশ ভঙ্গির জন্য পেজের ডিজাইন করা প্রয়োজন। মোঃ তাওহিদুল ইসলাম কে ধন্যবাদ, অনেক দিন পরে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে লেখার জন্য।

Leave a Comment