আপনি কি কারো লেখা নিয়মিত অনুসরন করেন ও তার কাছ থেকে ব্লগ বিষয়ে বিভিন্ন সাহায্য সহায়তা পেয়ে থাকেন? কার বা কাদের কাছ থেকে আপনি ভাল মানর পোষ্ট লেখার অনুপ্রেরণা ও আদর্শ শিখেছেন? ও কার লেখার ষ্টাইল ভাল লাগে আপনার এবং তার মতো করে লেখার চেষ্টা করেন?
সব সময় টিউটরিয়ালবিডির সাথে থাকতে
আরএসএস ফিড সাবক্রাইব করুন
ই-মেইলের মাধ্যমে টিউটরিয়াল পেতে এখানে ক্লিক করে আপনার ই-মেইল আইডি দিন
আমি নিজেও বেশ কিছু লেখকের ভক্ত। ও তাদের কাছ থেকে লেখার স্টাইর শিখে নিতেছি। আমার ব্লগিং জীবনের জন্ম মূলতঃ প্রথমআলো ব্লগ থেকে। সেখানে বাংলা ভাষায় ছোট ছোট টপিকস লিখি ও তা সহজেই প্রকাশ হয়। বাংলা ব্লগে নিজের ব্লগিং জীবন শুরু হলেও বেশ কিছু ইংরেজী ব্লগকে আমি নিয়মিত অনুসরণ করি।
কে আপনার ওস্তাদ?
জন্মের পর থেকে বাবা মায়ের কাছ থেকেই আমরা প্রাথমিক বেপারগুলো শিখে নেই। তার পর জীবন চলার পথে আনেকের সাথেই পরিচয় হয় আর এক এক জনের এক একটা দিক ভাল লেগে যায়। তা হয়তো নিজেই রপ্ত করে নেই। একই ভাবে ব্লগিং জীবনেও অনেক লেখকের লেখার স্টাইল পছন্দ হয়ে যেতে পারে। তার পর দেখা গেল আপনি তার ভক্ত হয়ে গেলেন। তার লেখাগুলো অনুসরণ করতে করতে তার ভক্ত না হয়ে উপায় নেই।
তবে ব্লগ অনেকটা উম্মুক্ত পরিবেশ বিধায় মতামতের মাধ্যমে, সামাজিক নেটওয়ার্কে যুক্ত হয়ে বা অনেক সময় ব্যক্তিগত মোবাইল নম্বর নিয়ে আলাপনের মাধ্যমে সহযোগিতা নিয়ে থাকেন হয়তো। ব্লগিং জীবনে এরকম ওস্তাদের প্রয়োজন অনেক।
কিভাবে ওস্তাদ খুজে নিবেন?
অধিকাংশ ব্লগারই মুক্তমনা। মতামত বা প্রশ্নের উত্তর দিতে কৃপনতা করেন না। আপনি হয়তো অনেকদিন ধরে সেই ব্লগারের লেখা পড়ে আসছেন অথচ সে আপনাকে জানেও না। তাই আপনার প্রিয় ব্লগারের সাথে সম্পর্ক গড়ে তুলে তার কাছ থেকে অনেকগুরো বেপার জেনে নিতে পারেন। সম্পর্কের একটা সময় সে হয়ে যেতে পারে আপনার ওস্তাদ।
যার একটি লেখা পছন্দ হলো তার অন্যান্য আগের লেখাগুলো নিয়মিত পড়তে থাকেন। সেই ব্লগার সম্পর্কে সহজেই জেনে নিতে পারবেন।
কিভাবে একজনকে আপনার ওস্তাদ বানিয়ে নিবেন?
শুধু মাত্র লেখা পড়লেই চলবে না। আপনাকে অবশ্যই তার সাথে যোগাযোগের মাধ্যম খোজতে হবে। প্রথমতঃ তার সবলেখায় মতামত দেওয়ার চেষ্টা করুন। মতামতের জবাব দেওয়ার পরে একটি আলোচনামূলক অবস্থা তৈরী করুন।
দ্বিতীয়তঃ সামাজিক নেটওয়ার্কে তাকে খুজে নিন ও তার সাথে যুক্ত হোন। এক সময় তার সাথে যোগাযোগ করুন ও আপনার যে সহযোগিতার দ্বার উম্মুক্ত হয়ে যাবে বলে আশা করি।
আপনার কোন ওস্তাদ আছে?
কেউ কি আছে যিনি/যারা আপনার ব্লগের বেপারে আপনাকে বিভিন্ন উপদেশ দিয়ে থাকে- যাদের লেখা আন্যদের লেখা থেকে বেশি ভাল লাগে। আমার মনে হয় ভবিষ্যৎ ব্লগিং জীবনে আপনার জন্য আরও ভাল পথের সন্ধান পেতে পারেন সেই সব ব্যক্তির সাথে যুক্ত হয়ে।
লেখাটি আমার এক ওস্তাদ ব্লগার স্টিফেন ব্রাডলি থেকে নেওয়া।
আরও পড়ুন:
সৃষ্টিশীলতা বনাম মার্কেটিং: দুই প্রান্তের কাজ
শুনেছি মানুষ সামাজিক জীব,সেই সাথে ব্লগও কি
টিউটো ভাই ধন্যবাদ,
“আপনার কোন ওস্তাদ আছে?
কেউ কি আছে যিনি/যারা আপনার ব্লগের বেপারে আপনাকে বিভিন্ন উপদেশ দিয়ে থাকে- যাদের লেখা আন্যদের লেখা থেকে বেশি ভাল লাগে। আমার মনে হয় ভবিষ্যৎ ব্লগিং জীবনে আপনার জন্য আরও ভাল পথের সন্ধান পেতে পারেন সেই সব ব্যক্তির সাথে যুক্ত হয়ে।”
ঠিক যেমনটা আপনি আর আমি। আমি আমার ওস্তাদ খুজে পেয়েছি!
আমিও পেয়েছি.
কাকে পেয়েছেন..বললেন না যে… অনেক ক্ষেত্রে দেখা যায়। ওস্তাদ হওয়ার যোগ্য ব্যক্তিরা অনেক ব্যস্ত থাকে। আমি আরও আন্তরিক কয়েকজন মেধাবী লোকের ছাত্র হতে আগ্রহী।
আমি গুগলে সার্চ দিয়ে যে লেখাটা ভাল লাগে সেটাই দেখি ।
তবে রিয়া আপু ,হাসান ভাই ,সামহোয়ার ইন ও আপনার ব্লগে আসা হয়,প্রায় নিয়মিতই ।
আজ থেকে আপনার ওস্তাদকেও ওস্তাদ মানলাম ।এরুপ আরো কিছু ওস্তাদের ঠিকানা দিলে উপক্রিত হতাম।
ধন্যবাদ, আসলে আমি নিজে অনেক কিছুই জানি না। বাংলা ব্লগে সবার সাথে সম্পর্কটা অনেক আন্তরিক হয়। একটা সুন্দর শিক্ষনীয় পরিবেশ রক্ষা করতে ও সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে অবশ্যই আমাদের মধ্যে সহযোগিতার ভাব থাকা বাঞ্চনীয়। আশা করি শিক্ষা বিস্তারে আমারা এক অপরকে সহযোগিতা করবো।
ভাল লাগলো ।আমিও পেয়েছি কিছু ওস্তাদ
আমার ওস্তাদ হিসেবেকে নিজেকেই বেশি মনে হচ্ছে!!! পারত পক্ষে একটা বই কিনেছিলাম সেখান থেকে আমি এখানে……………
Prothome ami khoma chassi..Je ami ata bangla te na likhe, mobile diya english e likhlam…Asol kotha holo,main Ostad ra kinto apnake chupi chupi help korben..Ata tader niom..Amar ak matro ostad holo,manuser doa… Manuser doa tokhon e paben,jokhon apni kawke help korben..Arekta kotha..Je “Ami nijeke sobsomoy vabi je,Ami kisuy janina” ai dialog ta je vabbe..Se aro upore jete parben..
হুম আমার ওস্তাদ কে সেটা আপাতত বলবোনা , একটু সিক্রেট আরকি, প্রতিষ্ঠিত হতে পারলে অবশ্য ঢাক-ঢোল পিটিয়েই বলবো…
Vai ami blogging a notun. Ami ki vabe sikbo. Blogging sekhar kono bangla book ase. Ki vabe Blog a RADIO add kora jay. Nijer radio. Plz tell me.
kano jano mone hoy ami ekhan theke sikhsi but pasi na. Tahole ostad kivabe kake manbo jani na.
ami chai apnake…. Help me plz….