ওয়েবসাইটে অডিও ফাইল স্ট্রিমিং করার পদ্ধতি

অনেক সময় ওয়েব সাইটে অডিও ফাইল চালানোর দরকার হতে পারে। আপনি ইচ্ছে করলে সহজেই আপনার ওয়েবসাইটে অডিও ফাইল এমবেড করতে পারেন। খুব সহজ কয়েকটি পদ্ধতির মাধ্যমে এখানে অডিও ফাইল এমবেড করার পদ্দতি বর্ণনা করা হবে। সরাসরি অথবা তৃতীয় পক্ষের সহায়তায়ও সহজে এমবেড করতে পারেন এমপিথ্রি ফাইল।

mp3_file_image

অবজেক্ট ট্যাগের মাধ্যমে

এমপি থ্রি ফাইলকে সরাসরি এমবেড করতে হলে নিচের মতো করে কোড লিখুন।

<object width="300" height="42">
<param name="src" value="LINKHERE">
<param name="autoplay" value="false">
<param name="controller" value="true">
<param name="bgcolor" value="#FFFFFF">
<embed src="LINKHERE" autostart="false"
loop="false" width="300" height="42"
controller="true" bgcolor="#FFFFFF"></embed>
</object>

গুগোলের সার্ভিস

গুগলের নিজস্ব অনলাইন প্লেয়ার সার্ভিসটির মাধ্যমেও সহজে এমবেড করতে পারেন আপনার ফাইল। প্লেয়ারটির জন্য নিচের মতো কোড লিখতে হবে।

<embed type="application/x-shockwave-flash"
src="http://www.google.com/reader/ui/3247397568-audio-player.swf?
audioUrl=http://LINK" width="400" height="27"
allowscriptaccess="never" quality="best" bgcolor="#ffffff"

ইয়াহু মিডিয়া প্লেয়ার

ইয়াহু মিডিয়া প্লেয়ারের মাধ্যমে আরও সহজে কাজটি করা যায়। এক্ষেত্রে ইয়াহুর জাভাস্ক্রিপ্ট ফাইল কে প্রথমে কল করতে হবে।

<script type="text/javascript"
src="http://mediaplayer.yahoo.com/js">
</script>

তারপর প্রতি বার সাধারনভাবে এমপিথ্রি ফাইল লিংক করলে সয়ংক্রিয়ভাবে প্লেয়ারে চালু হবে।

MixPod সার্ভিস

MixPod এর মাধ্যমে খুব সহজেই বিনা মূল্যে এমপি থ্রি প্লে করতে পারবেন। এখানে অবশ্য সাইন আপ করে এমপি থ্রি ফাইলটি এমবেড করে তার কোড গুলো প্রকাশ করতে হবে।

আশা করি এই পদ্ধতিগুলো অনেকেরই কাজে লাগবে। আমার পরবর্তি লেখার সাথে থাকার আমন্ত্রন জানিয়ে শেষ করছি।

3 thoughts on “ওয়েবসাইটে অডিও ফাইল স্ট্রিমিং করার পদ্ধতি”

    1. আপনাকেও ধন্যবাদ কাব্য। আপনাকে তো ফেসবুকে সারাদিনই পাই। আসলে অন্যের লেখা পড়ার পাসাপাসি নিজেও কিছু লেখা লেখি শুরু করতে পারেন। মতামত দেওয়ার জন্য ধন্যবাদ।

Leave a Comment