ফটোশপে পানির ছায়ার ইফেক্ট দিন: দুইটি টিউটরিয়াল

এক

এ পর্বে আমারা পানির মধ্যে ছায়া তৈরি করা শিখব। সেটা কোন মানুষের হতে পারে অথবা হতে পারে কোন বিল্ডিং এর তো আসুন। প্রথমে ফটোসপে আপনার কাংখিত ছবিটি ওপেন করুন। বিতর্ক এড়ানোর জন্য আগেই বলে দিচ্ছি যে, এটা একটা অনুবাদ টিউটোরিয়াল। অনুবাদ করা হয়েছে এখান থেকে

এখানে ওপেন করা হয়েছে এই টা

তারপর বিল্ডিং এর প্রয়োজনীয় অংশ Polygonal Lasso Tool দিয়ে ঘিরে/ব্লক করে নিন

তারপর লেয়ারটাকে কপি করুন। এজন্য কিবোর্ড থেকে Ctrl+J চাপুন। তারপর Edit > Transform > Flip Vertical করলে আপনার ইমেজ এমন হবে

খেয়াল করে দেখুন এতে কিছু অপ্রয়োজনীয় অংশ চলে এসেছে এগুলো Eraser Tool দিয়ে মুছে ফেলুন

এরপর Select > Load Selection এ যান এবং এরপর Filter > Distort > Ripple এ যান এবং চিত্রের মত করে মান দিন

আপনার ইমেজ এমন হবে

এখানে এসে আপনাকে একটা বিশেষ ইমেজ বানাতে হবে। সেজন্য নতুন ফাইল নিন। (যে কোন মাপের; একটু বড় হলে ভাল হয়) তারপর Filter > Sketch > Halftone Pattern এ গিয়ে চিত্রের মত মান দিন

আপনার ইমেজ এমন হবে

এটিকে .psd মুডে সেভ করে ক্লোজ করে দিন

তারপর Filter > Distort > Displace এ যান এবং চিত্রের মত মান দিন

এখানে ওকে করলে আপনাকে আগের .psd মুডে সেভ করা ফাইলটি দেখিয়ে দিতে হবে। দেখিয়ে দিয়ে ওকে করুন। তাহলে আপনার ইমেজ এমন হবে।

এরপর ছবিটিকে Quick Mask মুডে গ্রিডেন্ট দিন। মনে রাখবেন কুইক মাস্ক মুডে

তাহলে ইমেজ এমন হবে

তারপর ব্রাশটুল ব্যবহার করে চিত্রের মত সাদা সাদা ঢেউ আকান

তারপর Filter > Blur > Motion Blur এ যান এবং চিত্রের মত করে মান দিন

তাহলেই হয়ে যাবে…….

আশাকরি পারবেন ……….

পূর্বে প্রকাশিত এখানে

দুই

এই টিউটোরিয়ালটা অনুবাদ করা হয়েছে এখান থেকে

এই টিউটোরিয়ালে দেখানো হয়েছে কিভাবে আপনি ছবিতে পানির ছাঁয়া ইফেক্ট দিতে পারেন। তো আসুন দেখেনেই

প্রথমে ফটোসপে যে কোন একটা ছবি ওপেন করুন।

তারপর লেয়ার ডুপ্লিকেট করে নিন। (কিবোর্ড থেকে Ctrl+J চাপুন) নিশ্চিত হতে দেখেনিন লেয়ার প্যালেটে দুটো লেয়ার দেখা যাচ্ছে কি/না

তারপর Image > Canvas Size এ গিয়ে চিত্রের মতকরে মান দিন

আপনার ইমেজের নিচে এমন অনেকাংশ সাদা হয়ে যাবে। (যদি ব্যাকগ্রাউন্ড কালার সাদা করা থাকে)

তারপর Edit > Transform > Flip Vertical এ যান। আপনার ইমেজ এমন উল্টো হয়ে যাবে। ভয় পাবেন না!!

তারপর Move Tool ব্যবহার করে উপর থেকে একটা লেয়ারকে নিচে টেনে আনুন

তাহলে আপনার ইমেজ এমন হবে

তারপর একটি খালি/ব্লাংক লেয়ার যোগ করতে হবে। এজন্য নিচের চিত্রের মত ক্লিক করুন

তারপর একটি নতুন পেজ নিন ৩৫০*৪৫০ মাপের।

তারপর Filter > Sketch > Halftone Pattern এ গিয়ে চিত্রের মত মান দিন

আপনার ইমেজ এমন হবে.

তারপর Filter > Blur > Gaussian Blur এ গিয়ে নিচের মত মান দিন

তারপর এই লেয়ারটাকে নতুন ডকুমেন্টে ডুপ্লিকেট করতে হবে এজন্য Layer > Duplicate Layer এ যান এবং New Document সিলেক্ট করে ওকে করুন।

এবং একে .psd মুডে সেভ করুন। এটিকে পরে আমরা মূল ইমেজের সাথে ডিসপ্লেস করব।

এরপর আবার আগের মূল ছবিটা ওপেন করুন। দুটো লেয়ার মার্জ করুন এজন্য কিবোর্ড থেকে Shift+Ctrl+Alt+E চাপুন। এবং লেয়ার উইন্ডে থেকে দেখে নিন মার্জ হয়েছে কি/না।

তারপর Filter > Distort > Displace এ যান এবং চিত্রের মত মান দিন

এরপর একটা বক্স আসবে সেখানে আপনার পূর্বের .PSD মুডে সেভ করা ফাইলটি দেখিয়ে দিন।

তাহলে আপনার ইমেজ এমন হবে

এরপর লেয়ার প্যালেট থেকে একটা লেয়ার উপরে নিয়ে আসুন Ctrl ধরে ক্লিক করে।

এরপর Layer Mask ব্যবহার করুন চিত্রের মত করে।

তাহলে আপনার ইমেজ এমন হবে

তারপর নিচের অংশটুকু ক্রপ করে ছেড়ে দিন

একইভাবে এটাও করা হয়েছে

ফোরামে পূর্ব প্রকাশিত

ফটোশপের আরও কিছু টিউটরিয়াল:

ফটোগ্রাফারের ফটোশপ একশনের সেরা কালেকশন

ছবির মধ্যে ফিল্ম ইফেক্ট দেয়া

গ্রাফিক্স ফাইল ফরমেট.

1 thought on “ফটোশপে পানির ছায়ার ইফেক্ট দিন: দুইটি টিউটরিয়াল”

Leave a Comment