ভিপিএস হোস্টিং বিষয়ক তথ্যভান্ডার

ওয়েব সাইট বা ব্লগের ক্ষেত্রে হোস্টিং একটি খুবই গুরুত্বপূর্ন বিষয়। শেয়ার হোস্টিং এর দাম খুবই কম ও সহজ ব্যবস্থাপনায় চালানো যায়। কিন্তু কনটেন্ট এবং ভিজিটর একটু বেশি হলেই গতি স্লথ হয়ে যায়। অধিকাংশ শেয়ার হোস্টিং-ই বলে অসীম পরিমান যায়গা দেবে, ব্যান্ডউইথও দিবে অসীম অথচ টাকা অনেক কম। আসলে বেপারটা কি তা- কি জানেন? অধিকাংশ লোকেরই অল্প পরিমানে যায়গা আর ব্যান্ডউইথ প্রয়োজন হয় সাইট বানাতে গেলে। আর তাকে আনলিমিটেড দিলেও কোন সমস্যা হবে না করন তার যদি বড় ধরনের প্ল্যান থাকতো তাহলে তার মেধাও এত বড় হতো যে সে এই শেয়ার হোস্টিং নিতো না।
ভিপিএস হোস্টিং বিষয়ক তথ্যভান্ডার

এ ব্যাপারে গতকালের মেরিডিয়ান রেস্টুরেন্টে আমি আর আমার অফিস কলিগের খাওয়ার বেপারটা বলি, সেখানে আমাদের জন্য ৫০+ রকেমের বিভিন্ন খাবারের মেনু সাজানো আছে। আর সেখান থেকে যার যা দরকার তাই নিয়ে খেতে পারেন। জনপ্রতি মূল্য ৬০০ টাকা। এটা একটা ব্যবসায়িক বুদ্ধি, মেনুতে যা আছে তা নিশ্চয়ই সেই টাকার সমানুপাতে দাম। একজন লোক এত বেশি খেতে পারবে না যা খাবারের মূল্যকে অতিক্রম করে। আসলে আনলিমিটেড হোস্টিং এর মান কখনো ভাল হয় না। আনলিমিটেড হোস্টিং এ একটা গতি নির্ধারণ করা থাকে তার উপরে ডাউনলোড বা আপলোড হবে না। তাই সারা মাস ব্যবহার করার পরেও খুব বেশি পরিমানে ব্যবহার করতে পারবেন না।

এবার নিজের একটি ডেডিকেটেড সারভারের কথা ভাবতে পারেন, যা শুধু আপনার জন্যই কাজ করে যাবে। আপনার পরিচালনার ক্ষমতা থাকবে। কিন্তু এটার খরচ এবং টেকনিক্যাল বেপার দুইটাই অনেকের কাছে মনে হতে পারে আকাশতুল্য। আর এর সমাধানের জন্য একটাই পথ খোলা তা হলো ভিপিএস।

ভিপিএস (Virtual Private Server) সহজে ব্যবহারযোগ্য কমদামে ভালমানের হোস্টিং বলা যেতে পারে। যারা শেয়ার হোস্টিং থেকে সরে আসতে চান এবং একটু ভাল মানের কিছু চান তারা ডেডিকেটেড এ না গিয়ে ভিপিএস ব্যবহার করতে পারেন।

এটা জেনে রাখা ভাল যে, এক এক হোস্টিং এর ভিপিএস এর সার্ভিস এক এক রকমের। অনেক সময় এটা আকাশ পাতাল তফাৎ ও দেখা যায়। তাই এ বেপারে আগে জেনে নেওয়া দরকার।

শেয়ার হোস্টিং বনাম ডেডিকেটেড

আপনার ওয়েব সাইট যখন প্রয়োজন হবে তখনই সার্ভার আপনার জন্য কাজ করবে, এবং অন্য সময় অন্য ওয়েব যেগুলোকে ডাকা হয় তাদের জন্য কাজ করবে। এখন কথা হলো অনেক গুলো ওয়েব সাইট যদি একটি সার্ভার থেকে ডাকা হয় একই সময় তখন আপনার সাইটের জন্য ব্যবহৃত রিসোর্স (সিপিইউ, র‌্যাম ইত্যাদি) ভাগ করে দেওয়া হবে তাই সার্ভার ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে ডেডিকেটেড সার্ভার শুধু মাত্র আপনার সাইটের জন্যই কাজ করবে। সাইটকে ডাকাডাকি না করলেও আপনার জন্য বসে বসে অপেক্ষা করবে।

ভিপিএস কি?

ভিপিএসের বেপারটা হলো এরকম যে, এটি (শেয়ার হোস্টিং এর মতো) একটি সারভারে একাধিক (বা একাধিক ইউজারের) ওয়েবসাইট সংরক্ষন করবে। কিন্তু (ডেডিকেটেড সারভারের মতো) অন্যদিকে আপনার জন্য সিপিইউ, মেমরী আলাদা করে ভাগ করে দেয়া হবে।vps ফলে ঐ সার্ভারে থাকা অন্য কোন সাইট আপনার জন্য সংরক্ষিত রিসোর্স ব্যবহার করতে পারবে না। আবার একাধিক সারভারেও আপনি ভাগ ভাগ করে সাইটের বিভিন্ন অংশ রাখতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন এটা আপনাকে বাড়তি টাকা খরচ থেকে বাচিয়ে দিবে।

ভিপিএস এর ধরন

আপনার ভিপিএস সার্ভিস হোস্টিং প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। CPU, Ram কিন্তু সমানভাবে ভাগ নাও হতে পারে। তিন ধরেনের অধিকার পেতে পারেন ভিপিএসএ-
Un-Managed: আপনাকে দেওয়া সফ্টওয়্যার ব্যবহার করা ও সেই মতো পরিচালনা করা।
Semi-Managed: স্ট্যান্ডার্ড সফটওয়্যার হোস্টিং প্রতিষ্ঠান নিয়ন্ত্রন করবে এবং কাস্টম কিছু সফট হোস্টিং ক্রেতা পরিচালনা করতে পারবে।
Fully-Managed: সফটওয়্যার নিজেরাই সেটআপ করা যাবে।

আপনার কি দরকার?

আপনি যদি নিজের এটা পোর্টফোলিও বা জীবনবৃত্তান্ত টাইপের কিছু কাজ করতে যেখানে সাধারন এইচটিএমএল, সিএসএস ব্যবহার করা হবে তাহলে আপনার ভিপিএসএর দরকার হবে না। আরএকটু বড় মাপের সাইট যাতে অনেক লোকজন ভীর করবে তার জন্য ভিপিএস নিতে পারেন। আর যদি সাইটের ভিজিটর দিনে ৫০০০ এর বেশি হয় আর ভিডিও, ছবি ইত্যাদিতে ভরে থাকে তাহলে ডেডিকেটেড এ চলে যেতে পারেন। আরেকটা কথা বলি, কোন সারভার টেস্ট করার জন্য ১ মাসের জন্য কিনেও পরীক্ষা করে নিতে পারবেন।তারপর এটি পছন্দ হলে এক বছরের জন্য নিয়ে নেন।

10 thoughts on “ভিপিএস হোস্টিং বিষয়ক তথ্যভান্ডার”

  1. গুগল থেকে খুব কম ভিজিটরই পাই। আপনাকে গুগলের মাধ্যমে পেয়ে মজা পেলাম। আপনি মনে হয় এখানে কম আসেন।

  2. এর আগেও VPS নিয়ে অনেক লেখা পড়েছি কিন্তু তখন কিছুই বুঝি নাই, হয়ত বুঝার মত জ্ঞান ছিল না 🙁
    এই পোস্টে কিছুটা হলেও বুঝলাম সার্ভারের কাপঝাপ 🙂

  3. সাকিব

    আপনার কি নিজের ভিপিএস বানাতে চান তাহলে নিচের লিঙ্ক ভিজিট করুন ।

    http://hack-engine.com/download.php?file=Free%20VPS%20Creator%202.1

    কিন্তু শর্ত আছে আপনাকে Survey Complete করতে হবে।
    ভাইয়া দয়া করে ডাউনলোড করার পর Mediafire বা এ রকম অন্য কোন সাইট এ আপলোড করে শেয়ার করবেন।
    এই সফটওয়্যার দ্বারা আপনি ২০০ টা ভিপিএস বানাতে পারবেন।

Leave a Comment