একাধিক মনিটর নিয়ে কাজ করার প্রয়োজনিয় তিনটি সফটওয়্যার

ইদানিং একাধিক মনিটর নিয়ে কাজ করার একটা প্রচলন শুরু হয়েছে। অনেক ক্ষেত্রে এক মনিটের কোড লেখা আরেক মনিটরে তার আউটপুট দেখে কাজ করতে প্রগ্রামারদের অনেক সুবিধা হয়। আবার অনেক সময় টিউটরিয়াল বা ভিডিও দেখে দেখে কোন প্রজেক্টে কাজ করতে গেলেও একাধিক মনিটর ব্যবহারের জুরি নেই। এখানে বেশ কিছু বিনামূল্য পাওয়া ভাল কিছু টুল সম্পর্কে বলবো।

(আমি নিজেও ভাবছি তিনটি মনিটর নিয়ে কাজ করবো তাই কিছু দিন আগে একটি ২০ ইঞ্চি স্যামসাং এলসিডি মনিটর কিনলাম।)

Synergy

Synergy

এটি একটি ওপেসসোর্স সফটওয়্যার মাউস ও কীবোর্ডের মাধ্যমে সহজে সু্ইচ করতে এ সফ্টওয়্যারটি ব্যবহার করতে পারেন। চাইলে স্ক্রিন সেভারে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন সে ক্ষেত্রে সু্ইচ করার পর পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন।

ইংরেজীতে (সূত্র)

Synergy+ (synergy-plus) lets you easily share a single mouse and keyboard between multiple computers with different operating systems, without special hardware. All you need is a LAN connection. It’s intended for users with multiple computers, where each system uses its own display. It’s a little like having a 2nd or a 3rd desktop…

Input Director

Input Director

ইনপুট ডিটেক্টর নেটওয়ার্কে অন্তরভূক্ত একাধিক কম্পিউটার মনিটরকে একই কীবোর্ড ও মাউস দিয়ে কাজ করার সুবিধা দেয়।

ইংরেজীতে (সূত্র)

Input Director is a Windows application that lets you control multiple Windows systems using the keyboard/mouse attached to one computer. It is designed for folks who have two (or more) computers set up at home and find themselves regularly sliding from one system to the other (and wearing out the carpet in the process!).

UltraMon

UltraMon

এটি আরও একটি চমৎকার সফটওয়্যার যা দশটি পর্যন্ত মনিটর সাপোর্ট করে। এটি ভিন্ন ভিন্ন মনিটেরের জন্য রেজুলেশন, স্ক্রিন সাইজ, ওয়ালপেপার ইত্যাদিও যুক্ত করা যায়।

ইংরেজীতে (সূত্র)

UltraMon is a utility for multi-monitor systems, designed to increase productivity and unlock the full potential of multiple monitors.

  • efficiently move windows and maximize windows across the desktop
  • manage more applications with the Smart Taskbar
  • control application positioning with UltraMon Shortcuts
  • multi-monitor support for desktop wallpapers and screen savers
  • mirror your main monitor to secondary monitors for a presentation

5 thoughts on “একাধিক মনিটর নিয়ে কাজ করার প্রয়োজনিয় তিনটি সফটওয়্যার”

  1. Pingback: Tweets that mention টিউটরিয়ালবিডি » Blog Archive » একাধিক মনিটর নিয়ে কাজ করার প্রয়োজনিয় তিনটি সফটওয়্যার -- Topsy.com

  2. কি ভাবে সেটআপ করতে হবে সেই বিষয়ে বিস্তারিত লিখা আশা করছি।ধন্যবাদ আপনাকে পলাশ ভাই।

  3. @nijhumdip : কিছুদিন পরে এগুলো নিয়ে বেশি করে ঘাটাঘাটি করবো । তখন হয়তো আরো বেশি বিস্তারিত লিখতে পারবো। নেটওয়ার্কিএ আরও অনেক লেখার ইচ্ছা আছে। ধন্যবাদ, নিঝুম…।

  4. Nazmul Huda Khan

    পলাশ ভাই
    মনিটর ইনপুট করেত গেলে একটা জ্যাক দরকার আছে । তা কিন্তু আপনি বলেননি…..

Leave a Comment