পানবিবি দিয়ে বানাই বাংলা ফোরাম

পানবিবি একটি ওপেনসোর্স ফোরাম ইঞ্জিন। ২০০৩ সালে Rickard Andersson তার নিজের একটি প্রোজেক্টের জন্য পানবিবি ডেভলপ করেন। ২০০৫ সারে পানবিবি সর্বসাধারনের ব্যবহারউপযোগি করে ১.৩ ভার্শন প্রকাশ করা হয়। সেই থেকে পানবিবি ফোরামের জনপ্রিয়তা বেড়েই চলছে। হাজার হাজার ফোরাম চলছে এই ইঞ্জিনের উপর। খুবই দ্রুতগতির এ ফোরাম নিয়ে আজকের এ টিউটরিয়াল। আমরা এ টিউটরিয়ালে পানবিবি ইনস্টল ও তা বাংলা করার পদ্ধতি নিয়ে আরোচনা করবো। পরবর্তিতে এ বেপারে আরও টিউটরিয়াল পাবেন বলে আশা রাখি।

পানবিবি সেটআপ

জুমলা, ওয়ার্ডপ্রেস ট্রাই করার পর এবার একটু ইচ্ছে হল পানবিবি ট্রাই করার। গত দুদিন ধরে ট্রাই করার পর মোটামুটি নিজের একটা ফোরাম দাড় করিয়ে ফেললাম। তারপর যখন ফোরাম ভিজিট করলাম তখন দেখলাম ফোরামটা ভালই লাগছে।

আমি বিশ্বাস করি

জ্ঞান কোন লুকানো গুপ্তধন নয়

তাই যেটুকু করেছি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। আশাকরি আমার এ টিউটোরিয়াল পড়ে আপনারা সহজেই আপনাদের নিজের ফোরাম তৈরি করতে পারবেন বা ফোরাম সম্পর্কে কিছুটা হলেও ধারণা অর্জন করতে পারবেন। তবে আমার এই টিউটোরিয়াল পড়ার ক্ষেত্রে শর্ত আছে।

যেতেতু আমি এ লাইনে (পানবিবিতে) নতুন তাই আমার টিউটোরিয়ালে ভুল হওয়া স্বাভাবিক। ভুল গুলো ক্ষমার চোখে দেখতে হবে। আর আমি যেহেতু পানবিবি সম্পর্কে অল্প জানি সেহেতু পানবিবি জনিত সমস্যার সমাধান সবগুলো জানা নেই। তবে সাধ্যমত চেষ্টা করব সমাধান দিতে।

আপনি যদি উপরের লিখাতে একমত হন তাহলে আসুন টিউটোরিয়াল শুরু করে দেই।

পানবিবি কি?

পানবিবি হল ইনফর্মার টেকনোলজিস এর একটি ফোরাম স্ক্রিপ্ট। এটি একটি সিম্পল, সহজ ও শক্তিশালী ফোরাম স্ক্রিপ্ট। ইনফর্মার টেকনোলজিস সম্পর্কে জানতে এখানে দেখুন।

আপনি জানেন কি? পানবিবির লেটেষ্ট ভার্সনের সাইজ মাত্র ৩৯৮ কিলোবাইট!! ;T_n কি? বিশ্বাস হচ্ছে না? আমার ও প্রথম প্রথম বিশ্বাস হয়নি। ভাবতে পারেন মাত্র ৩৯৮ কিলোবাইটের স্ক্রিপ্ট এতবড় ফোরাম চালাচ্ছে?!!!

পানবিবির লেটেষ্ট ভার্সন (১.৩২৪) এখান থেকে সরাসরি ডাউনলোড করুন। আপনি ইচ্ছা করলে এর পুরাতন ভার্সন এখান থেকে ডাউনলোড করতে পারেন। তবে আমি এখানে লেটেষ্ট ভার্সন নিয়ে টিউটোরিয়াল লিখেছি। তাই আপনাদের ভাল হবে যদি আপনারা লেটেষ্ট ভার্সন ডাউনলোড করেন।

পানবিবি ডাউনলোড করে কি করব?

পানবিবি ডাউনলোড করে একে মাইএসকিউএল ডাটাবেজ এ সার্ভারে ইনষ্টল করতে হবে। এবং আপনার একটি ডোমেইন লাগবে। অবশ্য সার্ভারে রেজিষ্ট্রেশন করলে ওরা আপনাকে সাব ডোমেইন দেবে। আর যদি তা না চান তাহলে এখানে দেখুন আমি ডোমেইন রেজিষ্ট্রেশন পক্রিয়া দিয়েছি। আর হোস্টিং রেজিষ্ট্রেশন? আমি এখানে দুটো ফ্রি হোস্টিং সার্ভারের নাম দিচ্ছি আপনি চটপট এখানে ফ্রি রেজিষ্ট্রেশন করে ফেলুন। রেজিষ্ট্রেশন পদ্ধতি

একাউন্ট তৈরি করে ফেলুন।

১। http://ifahim.co.cc/
২। http://www.freehostia.com/

ভিসতা প্যানেল

এখানে প্রথমটাতে ফি প্ল্যানে রেজিষ্ট্রেশন করুন। তারপর লগিন করুন। লগিন করলে নিচের মত ভিসতা প্যানেল দেখতে পাবেন

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-3.gif

এখানে আপনার যদি ডোমেইন থাকে তাহলে Addon Domain এ ক্লিক করুন। আর ডোমেইন না থাকে তাহলে Sub Domain  এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে। এখানে আপনার পছন্দসই নাম দিয়ে add domain এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-1.gif

তারপর আপনার ডোমেইন তৈরি হয়ে গেলে এমন দেখাবে

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-2.gif

তারপর Home এ ক্লিক করে ভিসতা প্যানেলে ফিরে আসুন। এরপর MySQL Databases এ ক্লিক করুন। এবং এখানে একটি ডাটাবেজ তৈরি করুন। ব্যস কাজ শেষ। এবার এটিকে মিনি মাইজ করে ফেলুন।

ফাইলজিলার ব্যবহার

ফাইলজিলা হল ফ্রিওয়ার একটি এফটিপি ক্লায়েন্ট যা দিয়ে আপনি আপনার হোস্টিং সার্ভারের ফাইলের সাথে সমন্বয় সাধন করে। এটি ব্যবহার করে আপনি খুব সহজেই এক্সটেন ইনষ্টলসহ বিভিন্ন কাজ করতে পারেন। এটি আপনি এখান থেকে ডাউনলোড করুন। (বিঃদ্রঃ FileZilla Client ডাউনলোড করুন)

তারপর ইনষ্টল করে পোগ্রামটি চালু করুন। নিচের মত আসবে

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-4.gif

এখানে আপনার সার্ভারের ইনফরমেশনগুলো দিয়ে লগিন করুন। এখানে আপনার সাইটের ডোমেইনের নামে একটি ফোল্ডার দেখতে পাবের তার মধ্যে htdocs নামে একটি ফোল্ডার দেখতে পাবেন। এখানে পানবিবির জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে সব ফাইলগুলো আপলোড করুন।

পানবিবি ইনস্টল

তারপর আপনার ডোমেইন ব্রাউজারের অ্যাড্রেসবারে লিখে এন্টার করুন।

পানবিবি কনফিগারেশন ফাইল না খুজে না পেয়ে এমন ইরর দেখাবে।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-5.gif

ভয় পাবেন না!! এখানকার install.php এ ক্লিক করুন। এখানে একটা ফর্ম আসবে।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-6.gif

ফর্মের এই অংশের এখানে

  • Database server: এখানে ডাটাবেজ সার্ভার এর নাম দিতে হবে। ডাটাবেজ সার্ভারনের ভিসতা প্যানেলে পাবেন।
  • Database name: ডাটাবেজ এর নাম
  • Database username: ডাটাবেজ ইউজার এর নাম
  • Database password: ডাটাবেজ পাসওয়ার্ড
  • Table prefix: ফাকা রাখুন।

এবং এই অংশে অ্যাডমিনের তথ্য দিন।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-7.gif

এই অংশে সাইটের নাম এবং স্লোগান দিন।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-8.gif

তারপর ইনষ্টল এ ক্লিক করুন। ইনষ্টল হয়ে গেলে এমন দেখাবে।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-9.gif

তাহলে সফলভাবে হয়ে গেল।

পানবিবির  বাংলা করা

এ পর্বে আমরা দেখব কিভাবে পানবিবিকে বাংলা করা যায়। আপনি যদি বাংলা ফোরাম তৈরি করতে চান তাহলে অবশ্যই পানবিবিকে বাংলাতে রুপান্তর করতে হবে। আর এ কাজটি অত্যন্ত সহজে করা যায়। পানবিবিতে ডিফল্টভাবে ইংরেজি থাকে। বাংলা করতে হলে আপনাকে বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করতে হবে।

ডাউনলোড:

পানবিবির লেটেষ্ট ভার্সন (১.৩x) এর জন্য ত্রিভুজ নেটওয়ার্কের করা এই প্যাকটি ডাউনলোড করুন। আর অন্যান্য ভার্সন (১.২x) এর জন্য কোডার ভাইয়ের এটি ডাউনলোড করতে পারেন।

ব্যবহার:

ডাউনলোড শেষে প্যাকটি আনজিপ করুন। Bangla নামে একটি ফোল্ডার পাবেন। এরপর আপনি আপনার এফটিপি দিয়ে আপনার সাইটের /htdocs/lang এ ফোল্ডারটি আপলোড করুন। তারপর আপলোড হয়ে গেলে আপনার ফোরামে লগইন করুন। এখন আপনার ফোরামে দুই জায়গায় বাংলা করতে হবে। (পরবর্তীতে আর বাংলা করা লাগবে না; ডিফল্টভাবে বাংলা সেট হয়ে থাকবে)

১। অ্যাডমিন প্যানেলে: ফোরামে লগইন করে Administration এ যান।

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-10.gif

তারপর এখান থেকে Settings এ যান। এখান থেকে Default language এ বাংলা সিলেক্ট করুন

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-11.gif

২। প্রোফাইলে: এখনও বাংলা দেখতে পারছেন না!! কারন আপনার প্রোফাইলে বাংলা সিলেক্ট করা নেই তাই। এখন আপনার প্রোফাইলে যান

http://www.rongmohol.com/uploads/1805_punbbtuto-12.gif

তারপর একইভাবে এখান থেকে Settings এ যান। এখান থেকে Default language এ বাংলা সিলেক্ট করুন । তাহলেই সব বাংলা দেখতে পারবেন।

আশাকরি পেরেছেন।

8 thoughts on “পানবিবি দিয়ে বানাই বাংলা ফোরাম”

  1. মামুন

    রাসেল ভাইকে যে কি বলে ধন্যবাদ জানাবো তা এই মুহুর্তে বলতে পারছি না, মনে হলে পরে বলবো! আসলে ইন্টারনেটের বিশাল পরিমন্ডোলে একটি নতুন ফোরামের জন্ম দিয়ে আত্ম হারা হয়ে লিখছি। ভাষা হারিয়েছি ধন্যবাদ জানানোর! একটু সমস্যা এখনও আছে তা হলো ফোরামের সাইটে ফন্ট সাইজ খুবই ছোট, সহজে দেখা যাচ্ছে না। সমাধান দিলে লিখে ধন্যবাদ জানানোর ক্ষমতাও হারাতে পারি!

  2. Pingback: BIOS Password ভুলে গেলে আপনার করণীয় | প্রযু্ক্তির জানালা

  3. Wow, wonderful blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your site is excellent, as well as the content!. Thanks For Your article about পানবিবি দিয়ে বানাই বাংলা ফোরাম | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment