পর্ব ৫: কিভাবে ওয়ার্ডপ্রেসের তৈরী ব্লগকে সম্পূর্ণ বাংলায় পরিণত করবেন

ওয়ার্ডপ্রেস ব্লগ বাংলা করতে যা প্রয়োজন হবেঃ

(১) প্রথমে .mo ফাইলটি ডাউনলোড করুন এবং Filezilla দিয়ে আপনার রুটে প্রবেশ করুন , রুটটি হলো yourdomain.com —> htdocs —> wp-contents —> এইখানে একটি ফোল্ডার বানান , ফোল্ডার বানাতে মাউসের ডান বাটন ক্লিক করে Creat Directory তে ক্লিক করুন , ফেল্ডারটির নাম দিন languages এবং এই languages ফোল্ডারে rm2334.mo আপলোড করে দিন। এবার রুট থেকে ব্যাকে আসুন লেখা আসবে languages , plugins , themes, আবার ব্যাকে আসুন শো করবে wp-contents , wp-admin , wp-includes ইত্যাদি এর নিচে config.php ফাইলটি খুজুন , খুজে পেলে– এখন দুইভাবে করা যাবে(১) ফাইলটির উপর ডান বাটন ক্লিক করুন view and edit এ ক্লিক করুন ফাইলটি কোড ইডিটর সফ্টওয়ার(Macro Media Dream weaver বা এই জাতীয় সফ্টওয়ার) থাকলে ওপেন হবে define (’WPLANG’, ”); এই কোডটুকু খুজে বের করুন তারপর এই কোডের উপর define (’WPLANG’, ‘rm2334′); এইকোড টুকু রিপ্লেস করুন , ফাইলটি সেভ করুন , সেভ করতে গেলে লেখা আসবে Finish Editing and Delete Local , এখানে টিক দিয়ে yes দিন . স্ক্রিনসট দেখুন

(২) ফাইলটি ডাউনলোড করুন , তারপর নোটপ্যাড এর মাধ্যমে ফাইলটি ওপেন করুন , এখন define (’WPLANG’, ”); এই কোডটুকু খুজে বের করুন তারপর এই কোডের উপর define (’WPLANG’, ‘rm2334′); এইকোড টুকু রিপ্লেস করুন , ফাইলটি সেভ করুন এবং এই ফাইলটি পুনরায় yourdomain.com —> htdocs —> এই রুটে আপলোড করুন , ফাইলটি আপলোড করতে গেলে রিপ্লেস করতে বলবে রিপ্লেস করুন। আপলোড বা Filezilla ব্যবহার করার নিয়ম জানতে এই পোষ্টটি পড়ুন অথবা এইখান থেকেও পড়তে পারেন
ব্যাস হয়ে গেল , এখন আপনার ড্যাসবোর্ডটি চেক করুন দেখুন হয়ে গেছে

তারপরেও যদি বাংলা না দেখা যায় তবে এ নিয়মে করতে পারেন

(১) প্রথমে .mo ফাইলটি ডাউনলোড করুন এবং Filezilla দিয়ে আপনার রুটে প্রবেশ করুন , রুটটি হলো yourdomain.com —> htdocs —> wp-contents —> এইখানে একটি ফোল্ডার বানান , ফোল্ডার বানাতে মাউসের ডান বাটন ক্লিক করে Creat Directory তে ক্লিক করুন , ফেল্ডারটির নাম দিন languages এবং এই languages ফোল্ডারে rm2334.mo আপলোড করে দিন। এবার রুট থেকে ব্যাকে আসুন লেখা আসবে languages , plugins , themes, আবার ব্যাকে আসুন শো করবে wp-contents , wp-admin , wp-includes ইত্যাদি এর নিচে config.php ফাইলটি খুজুন , খুজে পেলে– এখন দুইভাবে করা যাবে(১) ফাইলটির উপর ডান বাটন ক্লিক করুন view and edit এ ক্লিক করুন ফাইলটি কোড ইডিটর সফ্টওয়ার(Macro Media Dream weaver বা এই জাতীয় সফ্টওয়ার) থাকলে ওপেন হবে define define(’DB_CHARSET’, ”); এই কোডটুকু খুজে বের করুন তারপর এই কোডের উপর define define(’DB_CHARSET’, ‘UTF-8′); এইকোড টুকু রিপ্লেস করুন , ফাইলটি সেভ করুন , সেভ করতে গেলে লেখা আসবে Finish Editing and Delete Local , এখানে টিক দিয়ে yes দিন . স্ক্রিনসট দেখুন

(২) ফাইলটি ডাউনলোড করুন , তারপর নোটপ্যাড এর মাধ্যমে ফাইলটি ওপেন করুন , এখন define define(’DB_CHARSET’, ”); এই কোডটুকু খুজে বের করুন তারপর এই কোডের উপর define define(’DB_CHARSET’, ‘UTF-8′); এইকোড টুকু রিপ্লেস করুন , ফাইলটি সেভ করুন এবং এই ফাইলটি পুনরায় yourdomain.com —> htdocs —> এই রুটে আপলোড করুন , ফাইলটি আপলোড করতে গেলে রিপ্লেস করতে বলবে রিপ্লেস করুন। আপলোড বা Filezilla ব্যবহার করার নিয়ম জানতে এই পোষ্টটি পড়ুন অথবা এইখান থেকেও পড়তে পারেন
ব্যাস হয়ে গেল , এখন আপনার ড্যাসবোর্ডটি চেক করুন দেখুন হয়ে গেছে।

4 thoughts on “পর্ব ৫: কিভাবে ওয়ার্ডপ্রেসের তৈরী ব্লগকে সম্পূর্ণ বাংলায় পরিণত করবেন”

  1. পাগলা

    rm2334.mo এটা দিয়ে বাংলা করলে dashboard এর জায়গায় Rajib board থাকে
    যা ব্যক্তিগত ব্লগে আরেক জনের নাম থাকা দৃষ্টিকটু ।

  2. “Parse error: syntax error, unexpected T_STRING in /home/gmsujon/public_html/lyricslab/wp-config.php on line 36”

    আপনি যেভাবে করেছেন, সেভাবে করলে আমাকে এই মেসেজ দেখায়… কি করব বলেন?

  3. স্ক্রিনসট দেখুন দেকায় না কেনে? আমার কম্পিউটার এ আপচি সারভাভ ইন্সটল করা আছে । নেট ছারা কম্পিউটার এ হবে নাকি হবে না ???? pppppপ্লিজ হেল্প …………………………

Leave a Comment