সাপ্তাহিক কার্টুন রঙ্গ পর্ব-২

একটি ছবি হতে পারে হাজার কথার উৎস। তাই ছবি রম্যের মাধ্যমে শুরু হবে আমাদের প্রযুক্তি ও শিক্ষা বিষয়ক আড্ডা। ছবিগুলো সাধারনত বিভিন্ন নামী দামী উরেজী ওয়েবসাইটথেকে উৎস নিয়ে তা সম্পাদনা করে (সেই সাইটের লিংক সহ) প্রকাশ করা হবে। আপাতত: টিউটরিয়ালবিডিতে ভাল কার্টুনিষ্ট নেই, ভাল কোন কোন কার্টুন পেলে মেইল করে দিতে পারেন। প্রকাশের চেষ্টা করা হবে।

কাটুর্নগুলো ইংরেজী ওয়েব থেকে বাংলায় অনুবাদকৃত

তুমি তো ফটোশপ-২ এর আমলে এই ডিজাইনটা শুরু করেছিলে….এখন ফটোশপ ৮ এসেছে তাও শোষ করতে পারছো না??? বলো তো ফটোশপ কত ভার্শণ আসলে তুমি তোমার ডিজাইনটা শেষ করবা?

কিছু লোক অন্যের ডিজাইন থেকে কিছু কিছু জিনিস চুরে করে সাইট বানায়, আমার ডিজাইন কেউ চুরি করছে না-ওরা কি আমাকে সম্মান করছে, না অবজ্ঞা করছে কিছুই বুঝতে পারছি না!!!

কয়েকটা মনিটর নিয়ে কাজে বসলে নাকি কাজের গতি বাড়ে…তাই আমি ১০০ টা মনিটর কিনেছি !!!!

কাজের চাপে আমি দাতঁটা পর্যন্ত নিজে ব্রাশ করতে পারি না। তাই সবকিছু অটোমেটিক করার সিস্টেম করেছি দাঁত ব্রাস, খাওয়া দাওয়া এমন কি বাথরুমের কাজটাও অটোমেটিক করার সিস্টেম করেছি!!! হে হে হে !!!

আগের পর্বের কার্টুন রঙ্গ দেখুন এখান থেকে

2 thoughts on “সাপ্তাহিক কার্টুন রঙ্গ পর্ব-২”

Leave a Comment