PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট (CPU) এবং Arithmetic Logic Unit (ALU) -স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৭।

সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট (CPU):

সেন্ট্রাল প্রোসেসিং ইউনিটকে মাইক্রোকন্ট্রোলারের ব্রেইন বলা হয় । যা মাইক্রোকন্ট্রোলারের সকল অংশের সাথে সংযুক্ত থাকে । এই অংশের মাধ্যমেই কোন ইন্সট্রাকশনকে Fetching এবং Execution করা হয়। যখন প্রোগ্রামার প্রোগ্রাম রচনা করে, যেমন একটি ইন্সট্রাকশন হল MOVLW 0x20 তখন এই ইন্সট্রাকশনকে ট্রান্সলেট করে বাইনারী কোডে রূপান্তর করা হয়। এই ইন্সট্রাকশন সমূহ প্রোগ্রাম মেমরি থেকে Fetch হয় এবং সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট দ্বারা Decoded এবং Executed করা হয়।

Arithmetic Logic Unit (ALU):

Arithmetic Logic Unit এর মাধ্যমে মাইক্রোকন্ট্রোলার adding, subtracting, moving এবং Logic অপারেশন সম্পাদন করে। PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে একটি 8 – bit ALU রয়েছে।

মাইক্রোকন্ট্রোলার বিষয়ক অন্যান্য লেখাসমূহ:

১. স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়,পর্ব-১(সাধারণ আলোচনা)।

২. স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়,পর্ব-২(মাইক্রোকন্ট্রোলারের ব্যবহারিক ক্ষেত্র )।

৩. (PIC16F84 মাইক্রোকন্ট্রোলার পরিচিতি) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৩। 

৪. (PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের Pin configaration) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৪।

৫. (PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে অপারেটিং ভোল্টেজ প্রদান) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৫।

৬. (PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে Clock এবং Reset সিগন্যাল প্রদান) স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৬।

5 thoughts on “PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট (CPU) এবং Arithmetic Logic Unit (ALU) -স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৭।”

  1. অসিম ভাই স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার এর পূনাঙ্গ টিউটোরিয়াল চাই with project

Leave a Comment