ইদানিং ব্যাপক ভিত্তিক কোন বিষয় মাথায় আসে না। সব কিছুকেই হালকা আর ঝাপসা মনে হওয়ায় টিউটরিয়াল লেখার গতি অনেকটা কমে গেছে। অসিমের মাইক্রোকন্ট্রলারের টিউটরিয়ালের ধারাবাহিকতার মাঝে নিজে একটু জায়গা করে নিলাম।
বেশ কয়েকটা টপিকেই এডসেন্স ফর ডোমেইনের ব্যাপারে উৎসাহ দেয়া হয়েছে। আমি নিজে এডসেন্স ফর ডোমেইনটাকে একটা ধাপ্পাবাজি মনে করলেও টাকা কামাইয়ের এ পদ্ধতিটা এপ্লাই করে দেখলাম, কেমন হয়।
টাকা দিয়ে ডোমেইন কিনে তারপর টাকা না পেলে অনেকেরই লাভের চেয়ে লসের সম্ভাবনাই বেশি। আমি তো মনে করি অনলাইনে টাকা কামাই করতে এসে অনেকে অনেক পরিশ্রম করেছে, কিন্তু টাকা পায় নাই-তবে লাভ একটা হয়েছে-অনেক কিছু শিখতে পেরেছে।
দুইটা জিনিস মূলত: ইন্টারনেটের এত রিসোর্সের জন্ম দিয়েছে-এক. টাকা কামাইয়ের ইচ্ছা দুই. বিনোদন।
যাই হোক এবার আসি এবার আসি আসল কাজে।
আজ আমরা বিনামূল্যে পাওয়া co.cc ডোমেইন কে গুগলের পার্ক ডোমেইন হিসেবে কাজে লাগাবো। স্ক্রিনসটগুলো এখান থেকে পাওয়া।
ধাপ এক:
https://www.co.cc তে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আমার মনে হয় একটি সাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তা বলে দিতে হবে না,এমনিতেই পারবেন। রেজিস্ট্রেশনের পর্ব শেষ হলে এখানে গিয়ে একটি ডোমেইন বিনামূল্যে কিনে নিন।
ধাপ দুই:
গুগল এডসেন্সের একাউন্টে লগইন করে নতুন ডোমেইনটি যুক্ত করে নিন এডসেন্স ফর ডোমেইন অংশে। স্ক্রিন নিচে দেওয়া হলো।


ধাপ তিন:




আরে দারুন কাজের পোস্ট :).নিজের টাকায় ডোমেইন কিনা লাগবেনা ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম 🙂
@nijhumdip, আমার তো মনে হয় কেউই এডসেন্সের টাকা ঘরে নিয়ে যেতে পারে না হোস্টিং কোম্পানিকে দিতে হয়, ডোমেইনের খরচ চালাতে হয়, আর নেটের বিল তো আছেই। তবে যেটা লাভ হয় তা হলো অনেক কিছু শেখা যায়। ইন্টারনেটে ইনভেস্টের চেয়ে মেধার দাম বেশি।
ধন্যবাদ এত সুন্দর একটা পোষ্টের জন্য।
@সাজ্জাদ, ধন্যবাদ সাজ্জাদ ভাই। হয়তো কাজে আসবে, তবে আপনার ব্লগটাও বেশ মজার। আশা করি এখানে আপনাকে নিয়মিত পাব।
আপনার কথা গুলো অক্ষরে অক্ষরে সতত্, আমি এখন হাড়ে হাড়ে টের পাচছি । আমার সাইটটি দেখুন আমি এখন কি করতে পারি ।ডোমেন গুলো সেডোতে রাখা আছে ।
@rubel ahmed, ধন্যবাদ রুবেল, আমি আলে এডসেন্সে টাকা কামাইয়ে ওস্তাদ না। আর তাই ভাল কিছু বলতে পারবো কিনা জানি না। আমি ভাল সাইট বানানোর বেপারে নিজস্ব এবং ইউনিক কিছু ভাবতে বলবো।
ওনেক সুনদর পোসট করার ডোননোবাড
@Emran, আপনাকেও ডোননোবাড ইমরান ভাই।
খুব ভাল ও কাজের পোস্ট…
আপনাকে ধন্যবাদ।